রেডিও কনট্রোলড ভেহিকেল A to Z::পর্ব ২

স্বাগতম,টিউনাররা! আপনারা গত পর্বে পর্ব ২ চেয়েছিলেন। তাই একটু দেরিতে হলেও লিখে দিলাম। আমি Mustafa Mart থেকে একটা BMW M3 1:14 স্কেল কিনেছিলাম। এ পর্বে  রিভিউ দিবো। আমার কাছে গাড়িটা ভালই লেগেছে। তবে গাড়ির ৫টা Battery আর রেডিওর ২টা মোট ৭টা লাগে। আপনি নরমাল Battery সব মিলে ৭০ টাকা দিয়ে কিনলে ১০-১৫ মিনিট চলবে। ৭০০ টাকা দিয়ে Alkaline Battery কিনলে ১ সপ্তাহ-২ সপ্তাহ চলবে। সবচেয়ে ভাল হয় ২১০০ টাকা দিয়ে Rechargeable Battery কিনলে। তাহলে আপনি ৩বার Alkaline Battery কিনলেই উশুল হয়ে যাবে। আর গাড়িটা আপনাকে সাবধানে চালাতে হবে। কারণ স্পিড ভয়াবহ ভাবে বেশি। যদি গাড়ির লুক নিয়ে মাথা না ঘামান তাহলে সামনে ফোম এর টুকরা লাগিয়ে নিতে পারেন। আর বাসায় টাইলসের উপর চালালে গাড়ি নতুন ব্যাটারিতে ১-২ সেকেন্ড চলার পর ডানে বামে বেঁকে যাবে। তখন গাড়ি এক্সেলেট করবেন না। বাইরে শক্ত রাস্তায় মনে হয় এ সমস্যা হবে না। আর ব্যাটারির পাওয়ার একটু কমে গেলে এ সমস্যা বন্ধ হয়ে যাবে। গাড়িটা রিয়ার হুইল ড্রাইভ। মানে খালি পিছনের চাকা ঠেলে গাড়িকে চালায়। এটা দিয়ে ড্রিফট হবে না। তবে মোটামুটি স্পিডে এসে রিভার্সে দিয়ে ডানে বামে ঘুরিয়ে গাড়ি স্লাইড আর ১৮০ ডিগ্রি ঘুরানো যাবে। আর চাকা ডানে বামে দিয়ে গাড়ি পুরো পাওয়ার দিয়ে চালানো শুরু করলে গাড়ি Donut বা 360 শুরু করবে। মানে এক যায়গায় চক্কর খাবে। তবে Battery এর পাওয়ার বেশি কমে গেলেএটা হবে না। আমি কয়েকদিন চালানর পর ঘুরানোর সিস্টেমে সমস্যা হয়েছিল। আমি আজকে ঠিক করেছি। কারো কোনও সমস্যা হলে বলবেন আমি ঠিক করার উপায় শিখিয়ে দিবো।আপনাদের জন্য কিছু ছবি দিলাম। ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া হলেও আমার গাড়িরই ছবি। বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশের প্রথম রিমোট কনট্রোলড গাড়ির রেস হয়েছে। কয়েকদিনের মধ্যেই আরেকটি রেস হবে। তবে এই রেস নরমাল রেস না। আসলে এটাকে রেসও বলা যায় না। রেসের এই ধরন কে বলে সুমো রেস্লিং। মানে মাটি থেকে ১ ফিট উচ্চতায় একটি টেবিল থাকবে। টেবিলটি চৌকোনা থাকবে। ১ প্রান্তে একটি গাড়ি থাকবে, অন্য প্রান্তে আরেকটি। শুরু করার সিগনাল দিলে আপনি আপনার গাড়ি দিয়ে ওই গাড়িটাকে ধাক্কা মারবেন। যে আগে ধাক্কাধাক্কিতে টেবিল থেকে পড়ে যাবে, সে আউট। আপনি পরের রাউন্ডে উঠতে পারবেন।   এখানে এরকম একটি ভিডিও দেখতে পারেন। রিলেটেড ভিডিওতে এরকম আরও পাবেন। যদি রেসে যান, তাহলে Strategy ঠিক করে নিবেন। এই রেসে কিন্তু কোনও নিয়ম নেই। কোনও সময়সীমা নেই। আর কোনও দয়া পাবেন না এখানে। আপনি যেকোনো অস্ত্র আপনার গাড়িতে লাগাতে পারেন। রকেট লঞ্চার লাগিয়ে গাড়ি উড়িয়ে দিলেও কেউ কিছু বলবে না। আমি আপনাদের অস্ত্র সম্পর্কে কিছু বলব না তবে অস্ত্র কনট্রোল সম্পর্কে টিপস দিতে পারি। প্রথমে আপনি যেকোনো গাড়ির সার্কিট বোর্ড, মটর গাড়ি থেকে সরিয়ে নিন। তবে কোনও কিছু সার্কিট বোর্ড থেকে খুলবে না। এরপর সার্কিট বোর্ড এ ব্যাটারির তার গুলতে ব্যাটারির কানেকশন দিয়ে দিন। তারপর ওটার রিমোট কনট্রোল টেপাটেপি করুন। আপনার গাড়িও চালিয়ে দেখুন একি সাথে দুইটা চলে কিনা। চললে আপনি রেখে দিতে পারেন। না চললে আপনার অন্য ফ্রিয়কন্সির গাড়ি লাগবে।  যদি পান, তাহলে আপনি মোটরগুলো দিয়ে আপনার অস্ত্র ট্রিগার করতে পারেন। এবার ডিফেন্স এর জন্য আপনি লোহার পাত গাড়িতে লাগাতে পারেন। আমি সার্কিট বোর্ড টেপ দিয়ে পেঁচিয়ে ব্যাবহার করেছি। আপনি যদি এই ইভেন্ট এর জন্য গাড়ি কেনেন তাহলে, আপনি বড় জিপ বা অন রোড স্পোর্টস কার ও নিতে পারেন। ছোট গাড়ি সহজে বড় গাড়ির নিচে গিয়ে উলটে দিতে পারে। আবার বড় গাড়ি ধাক্কা মেরে ফেলে দিতে পারে। দুটোরই সুবিধা অসুবিধা আছে। আপনি আপনার ইচ্ছামত কিনবেন। পারলে শক্তিশালী দেখে কিনবেন। আপনারা বিস্তারিত পাবেন এই লিঙ্কে।  

বি:দ্র- আপনি হয়ত কিছুক্ষণের মধ্যেই টিউনটি পড়ে ফেলেছেন, কিন্তু আমার লিখতে অনেক সময় লেগেছে। তাই আপনি দয়া করে কমেন্ট এ ভাল নাকি মন্দ সেটা বলবেন।

সরাসরি গালি- [email protected]

 

Level 0

আমি TYMO BDCyclists। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

gari ter dam koto r ata ami koi pabo ?

    @shoaib0158: Price 2500 1:14 scale. 1:10 3000-35000 porbe. Bashundhara city er underground e mustafa market e paben

অনেক সুন্দর এবং গোছানো পোস্ট । খুব ভালো লাগলো আপনার লেখা গুলো পরে। নতুন অনেক কিছু জানতে পারলাম। চালিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইলো… 🙂

    @আসিফ রেজা: কমেন্টের জন্য ধন্যবাদ।

    @জুয়েল: কমেন্টের জন্য ধন্যবাদ।