৪ ধরনের স্যামসাং গ্যালাক্সি নোট ১০-যা এখন সহজেই হাতের নাগালে!

আমরা এর মধ্যেই শুনতে পেয়েছি যে, নোট ১০ মুলত পাশাপাশি একটা স্ট্যাইলাস-টোটিং ফাব্লেট এর ছোট সংস্করন এবং আজকে এর নিজের দেশ দক্ষিন কোরিয়া থেকে এর সম্পর্কে আরো বিস্তারিত রিপোর্ট এসেছে।
এই তথ্য অনুযায়ী স্যামসাং নোট ১০ এর ৪ টি ভার্সন থাকবে, যার মধ্যে ২ টি থাকবে ৫ জি কানেক্টিভিটি এবং বাকি দুটি ৪-জিতেই থাকবে।

তাই আমরা স্পষ্টভাবেই পাবো ৬.৭৫ ইঞ্চি এর নোট ১০ এর পাশাপাশি ৬.২৮ ইঞ্চি ভার্সন। বড় মডেলটির সাথে থাকবে ৪ টি রিয়ার ক্যামেরা এবং ছোট মডেল টি কাজ করবে ৩ টি ক্যামেরা দিয়ে।
তাই পরিস্কার ভাবেই আমরা এই দুই মডেলটি থেকে খুব ভালো স্পেক পাবো এবং এতে ৫ জি অ্যাড হওয়ায় আরো ভালো ফিচার পাবো।

আরো জানুন_ শাওমি_১০০_ওয়াট_ফাস্ট_ চার্জ। র
স্যামসাং এই অভুতোপুর্ব পরিবর্তন এর কথা বলেছে, এক বছরে ৪ টি নোট ফ্লাগশিপ ডিভাইস উন্মোচন নিয়ে। যা তারা করেছে একই বৈচিত্রময় কৌশল ব্যবহার করেছে এস১০ পর্বের জন্য। মনেপরে! যে এটারো ছিলো ৪ টা ভাগঃ এস ১০, এস১০+, এস১০ই, এবং এস১০ ৫জি। সেই অনুযায়ীছোটো নোট ১০ অবশ্যই এস ১০ই’র সফলতা নকল করবে এর ফ্লাগশিপ লাইনে এবং বাকি ২টি ৫জি ভেরিয়েশন বেরহবে। কারন এটি ২০১৯!সেই বছর, যখন মোবাইল দুনিয়ার প্রত্যেকটা মার্কেটিং ডিপার্টমেন্ট এই গুঞ্জন ধনির জন্যে অপেক্ষা করতে পারেনা!

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Level 1

আমি সামিউল শুভ। President, https://www.ascorjo.com বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

সাফল্য শান্তিতে হয় না,কষ্টে হয় । আমি সেই কষ্টের পিছনেই ছুটি । মাঝে মাঝে ভালোবাসা গুলো টেক এন্ড গ্যাজেটস এর ওপরও হয়ে থাকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস