নতুন সিকিউরিটি প্রযুক্তি Facial recognition door lock

বিভিন্ন হলিউড মুভি যদি টেকনলজি সম্রৃদ্ধ হয় তাহলে তাতে খুব সাধারন একটা পরিচিত জিনিস থাকে।আর তা হল চেহারা সনাক্রকারী দরজা।দরজার সামনে নির্দিস্ট স্থানে দারিয়ে নিজের চেহারা দেখাবে।সনাক্র হলে দরজা খুলবে আর তা না হলে খুলবে না।কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? হ্যা,বাস্তবেও সম্ভব।আর এটা প্রমান করেছে চাইনিজ একটি কোম্পানি।এটি বিশ্বে ব্যপক ভাবে সাড়া ফেলেছে।অনেকের হয়তো ইতিমধ্য জানারও কথা।

Face-recognition-door-lock

যা হোক, এই Facial recognition door lock তৈরি কারী কোম্পানির মতে এটিই প্রৃথিবির প্রথম চেহারা সনাক্তকারি ডোর লক প্রযুক্তি।তাদের ভাষ্যমতে এটি খুব সহজ ব্যবহার যোগ্য,সহজে বহন যোগ্য এবং তেমন ব্যয়বহুল নয়।এটি ৫০০ চেহারা সংরক্ষন ও সনাক্ত করতে সক্ষম।এটি চেহারা সনাক্ত করার সেকেন্ডের মধ্য দরজা খুলতে সক্ষম।

Face-recognition-door-lock2

বিভিন্ন সুরক্ষিত জায়গার জন্য এর বিকল্প নেই।অফিস গুলোতেও এর ব্যবহার হতে পারে।আর এজন্য নির্মাতারা এর মধ্য একটি বড় সুবিধা দিয়েছে।আর তা হল কেউ যখন লক খুলবে তখন তার চেহার ও ডোর লক খোলার সময় রেকর্ড হয়ে থাকবে।আর তাতে করে কর্মচারিদের আগমন ও অফিস থেকে বের হবার সময় জানা সম্ভব হবে।
এর মুল্য রাখা হয়েছে ৪৫০ ইউ এস ডলার।

Face-recognition-door-lock3

আশা করছি বাংলাদেশেও একদিন এই প্রযুক্তি আসবে।

টিউন পড়ার জন্য ধন্যবাদ।ভালো লাগলে মন্তব্য করবেন।

প্রথম প্রকাশঃ "তারুণ্যর কথা"

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অবশ্যই বাংলাদেশে আসবে।

Rahat…awesome….keep tuning

    Level 0

    Thanks Brother!!!!!