মাইক্রোসফট এর উইন্ডোজ এমবিডেড ন্যাভরেডি ২০০৯ : পোর্টেবল ডিভাইসের অপারেটিং সিস্টেম

গত ১৭ই জুন মাইক্রোসফট প্রথমবারের মত তাদের পোর্টেবল ন্যাবিগেশন ডিভাইসের জন্য অপারেটিং সিস্টেম উইন্ডোজ এমবিডেড ন্যাভরেডি রিলিজ করেছে। এই অপারেটিং সিস্টেম ন্যাভিগেশন ডিভাইসগুলোকে আরো সহজ করে তুলবে বলে ধারনা করা হচ্ছে। ইন্টারনেট কানেকশান থেকে শুরু করে ব্লু-টুথ এবং ইনফ্রারেড এর মাধ্যমে অন্যান্য ডিভাইসের এর সাথে সংযুক্ত করার কাজে এই ডিভাইসগুলোক আরো সহজ এবং কর্মক্ষম করে তুলবে এই উইন্ডোজ এমবিডেড। এই অপারেটিং সিস্টেম মাইক্রসফট এর এমবিডেড সিএ প্রযুক্তির ইপর ভিত্তি করে তৈরী করা হয়েছে।

navigon-5100-7100.jpg

এতে যে সমস্ত ফিচারগুলো যোগ করা হয়েছে তা হল

১. ইন্টারনেটের কন্টেন্ট খুজে বের করার জন্য লাইভ সার্চ।

২. উইন্ডোজ এমবিডেড সরাসরি এমএসএন এর সাথে সিংক্রোনাইজ করা যার কারনে উইজাররা ইন্সট্যান্টলি আপডেটেড থাকতে পরে।

medion-gps.jpg

৩. মাইক্রোসফট টেকনোলজির করা "স্লাইডশো" এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে ন্যাভিগেশান ডিভাইসে সেকেন্ডারি স্ক্রীন হিসেবে ব্যবহার করতে পারবেন ইউজাররা।

৪. যারা ব্লু-টুথ ওয়ালা মোবাইল সেট ব্যবহার করে তাদের জন্য তো আরো সুখবর......তারা তাদের মোবাইল ডিভাইস এবং নতুন ন্যাভরেডি ২০০৯ বেজড পিএনডি ডিভাইসের সাথে পেয়ার করে ফেলতে পারবে। এর মাধ্যমে হ্যান্ডসফ্রি ফোনবুক এক্সেস, অডিও ভিডিও রিমোট কন্ট্রোলিং, ডায়ালআপ নেটওয়ার্কিং ও সেটআপ দিতে পারবে।

ন্যাভিগেশন ডিভাইসের ব্যাপারে বিস্তরিত জানতে এখানে এখানে টোকা দিন।

পুরো অপারেটিং সিস্টেমের ব্যাপারে জানতে এখানে অথবা এখানে টোকা দিন।

ধন্যবাদ।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাহ দারূন জিনিসের খবর দিলেন তো।