মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন।

প্রকাশিত
জোসস করেছেন

বিশেষ করে স্মার্টফোন সঙ্গে খাকলে ছবি তোলার জন্য আলাদা করে ক্যামেরার প্রয়োজন পড়ে না। কিন্তু স্মার্টফোনে কীভাবে ভালো মানের ছবি তুলবেন? স্মার্টফোন ভালো ছবি তোলার পরামর্শ নিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট, পিন্টারেস্ট এবং ম্যাশাএবল এ প্রকাশিত আছে কিভাবে স্মার্টফোন দিয়ে ভালো মানের ছবি তুলবেন। যারা স্মার্টফোনে ছবি তুলেন তাদের জন্য এই বিষয় গুলো বেশি প্রয়োজন পড়ে। এগুলো মনে রাখলে মোবাইল দিয়ে ভালো মানের ছবি তুলতে পারবেন।

আরো বিস্তারিত জানতে CLICK  করুন

আলোকে বেশি প্রাধান্য দিন : স্বাভাবিক আলো ছবির জন্য ভালো। যে যাইবলুক না কেন, আলো ছবির স্বচ্ছতা প্রদান করে। ছবির মান উজ্জল করে। আর যদি আপনার ক্যামেরায় পরিবশে পরিস্থিতি অনুযায়ী আলো ঠিকঠাক করে নেওয়ার সুবিধা থাকে তবে অ্যাপ্লিকেশনের সাহায্য নিন। এতে আপনার ছবি হোয়াইট ব্যালান্স ঠিক করে নিতে পারবে। তাই যে কোন পরিবেশে ছবি তোলার জন্য স্বাভাবিক আলো ব্যবহার করুন।

হাতের ভারসাম্য ঠিকরাখা: বেশির ভাগ সময় দেখা যায় ছবি যাপস্যা হয় তার মানে বুঝতে হবে হাতের ব্যালেন্স ঠিক ছিলনা। যারা নতুন ছবি তোলেন তাদের এই সমস্যাটা বেশি হয়। ফোনে ভালো ছবি তুলতে হলে অবশ্যই হাতের ভারসাম্য ঠিক রাখতে হবে।

বিভিন্ন কোণ থেকে চেষ্টা করাঃ যারা নতুন ছবি তুলেন তারা বেশি একটি নির্দিষ্ট কোণ কোণ বাছাই করেণ। কিন্তু একটি কোণ থেকে ভালো ছবি কখনোই আসা করা যাই না। এই জন্য ভালো ছবি তোলার জন্য বিভিন্ন কোন খেকে ছবি তুলতে হয়।

ছবি ক্রপ করাঃ আপনি যে কোণ খেকেই ছবি তুলেল না কেন ছবির কোন দিন মানসম্মত হবে না। তাই ছবির মান ঠিক রাখার জন্য আগে ক্রপ করা ভালো ভাবে শিখতে হবে।

ভালো স্থান নির্বাচন করা :  স্থান নির্বাচন অনেক গুরুত্বর্পূন বিষয়। যত দামি ক্যামেরা দিয়ে ছবি তুলেন না কেন, ছবির ব্যাকগ্রাউড যদি ভালো না হয় ছবির মান ও সুন্দর হয় না। এই জন্য  ভালো স্থান নির্বাচন কে অনেক বেশি প্রাধান্য দিন।

এডিটিং : মান সম্মত ছবির জন্য এডিটিং এর কোন বিকল্প নেই। তাই আপনি যদি আরো বেশি ভালো মানের ছবি আসা করেন এবং ভালো মানের ফটোগ্রাফার হতে চান সেক্ষেত্রে আপনি এডিটিং শিখতে পারেন।

ধন্যবাদ সবাইকে টিউনটা পড়ার জন্য।

FOLLOW ME

                                                          FACEBOOK      YOUTUBE     INSTAGRAM

Level 1

আমি মিজান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস