আমার দেশ কোনোদিনই মেধাহীন ছিলো না❗

হ্যা, ঠিকই শুনেছেন। আপনি হয়তো জেনে থাকবেন বাংলাদেশ থেকে গত এক দশকে ১০০ এরও বেশি মানুষ বাংলাদেশ থেকে Google এ যোগ দিয়েছে।

এইতো কিছুদিন আগেও শুনেছিলাম যে, নর্থ সাউথ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন গুগলে জব পেয়েছে। যার মাসিক ইনকাম হবে প্রায় ১কোটি টাকা।

⏩ বাংলাদেশের আকাশ ল্যাম্বোরগিনির আদলে একটি কার তৈরী করেছে।

⏩ সৌরশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের একজন জ্বালানি গ্যাস তৈরী করেছিলো. যা রান্নার কাজে ব্যবহার করা যায়।

এরকম আরও ভোরি ভোরি নিউজ আছে।

দেশের মানুষ যদি মেধাহীনই হতো তাহলে কখনই তারা গুগলে জব পেতো না।

সাম্প্রতিক সময়ে সুমন ভাই, এমন এক ধরনের কাগজ তৈরী করেছেন, যা মাটিতে রেখে দিলে কিছুদিনের মধ্যেই গাছ জন্মাবে। যে কাগজের তিনি নাম দিয়েছেন 'বন কাগজ'

এ ধরনের কাগজ জাপান নিউজপেপার হিসেবেও ব্যবহার করে। যেটাও পরিবেশ বান্ধব।

সুমন ভাই, এরকম পরিবেশ বান্ধব আরও নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন।

সবশেষে বলবো, দেশের জিনিস যদি পছন্দ নাও হয় সেটাকে বাহবা না দিতে পারলেও অন্তত তাচ্ছিল্য করবেন না।

দেশকে ভালোবাসুন, দেশের জিনিসকে ভালোবাসতে শিখুন 😍

ফেইসবুকে পেইজ👇https://m.facebook.com/story.php?story_fbid=2387922617976404&id=976427392459274

Level 2

আমি জাকির হোসেন জিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস