১০ জন বিজ্ঞানির গল্প যাদের মৃত্যুর কারণ তাদের আবিষ্কার

১০ জন বিজ্ঞানির গল্প যাদের মৃত্যুর কারণ তাদের আবিষ্কার

মেধার বিকাশের আদিলগ্ন থেকেই মানুষ নানা কিছু উদ্ভাবন করে আসছে। থমাস আলভা এডিসন কিংবা গ্রাহাম বেল এর মত অজস্র গুনী বিজ্ঞানী তাদের অসংখ্য আবিষ্কার এর মাধ্যমে মানব সভ্যতাকে ঋণী করে গেছেন। উদ্ভাবন এর পেছনে ইন্ধন জোগায় প্রয়োজন। তাই বলা হয়ে থাকে, “প্রয়োজনই উদ্ভাবন এর প্রসূতি”। এ কথা সত্য যে গুনীরা তাদের কর্মের মাঝে বেঁচে থাকেন। কিন্তু, প্রিয় সৃষ্টিই জীবননাশের কারণ হয়ে দাড়িয়েছে এমন ঘটনাও পৃথিবীতে বিরল নয়।

চলুন জেনে নেয়া যাক এমন দশজন বিজ্ঞানীর কথা যারা প্রাণ হারিয়েছিলেন তাদেরই উদ্ভাবন এর হাতে যেগুলো তাদের বেশি আলোচিত করে তুলেছেঃ

১) ম্যাক্স ভ্যালিয়ের

(৯ই ফেব্রুয়রি, ১৮৯৫ – ১৭ই মে, ১৯৩০)

বিজ্ঞান ভুত Biggan bhoot

ম্যাক্স ভ্যালিয়ের

তিনি সেসকল মানুষদের একজন যারা রকেটবিজ্ঞানের অপার সম্ভাবনা আন্দাজ করতে পেরেছিলেন। তার গড়ে তোলা “স্পেসফ্লাইট সোসাইটি” বিংশ শতাব্দীর মানুষদের মহাকাশ ভ্রমনে প্রেরণা জুগিয়েছে। ১৯২৮-১৯২৯ সালে তিনি ও তার সংঘ রকেটচালিত গাড়িতে তরল জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত নেন।

দুটি সফল পরীক্ষার পর তৃতীয়বারের মতো তিনি কোনরকম সতর্কতা ছাড়াই একটি কম্বাসচন চেম্বারের সামনে বসে জ্বালানি হিসেবে কেরোকিন মিশ্রিত পানি আর অক্সিজেন এর মিশ্রনের ক্ষমতা পরীক্ষা করছিলেন। হঠাৎ তার উদ্ভাবন এ বিস্ফোরণ ঘটে এবং ১৯৩০ সালের ৩০শে মে ৩৫ বছর বয়সে তার জীবনাবসান ঘটে।

পুড়ো লেখাটি পড়ুনঃ

১০ জন বিজ্ঞানির গল্প যাদের মৃত্যুর কারণ তাদের আবিষ্কার

আরো পড়ুনঃ

পৃথিবীর প্রথম রাজা কে ছিলেন?

ভুতের খপ্পরে পড়া একজন বিজ্ঞানীর গল্প

Level 0

আমি বিজ্ঞান ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valo post korecho