চীনের শীর্ষ ফেক স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং-অ্যাপল-শাওমি

প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি চলতি বছরের প্রথম কোয়ার্টারের স্মার্টফোন পারফর্মেন্স রিপোর্ট প্রকাশ করেছে চায়নার জনপ্রিয় বেঞ্চমার্ক টেস্টিং প্লাটফর্ম ‘মাস্টার লু’। বরাবরের মতোই ২০২০ সালের প্রথম প্রান্তিকের সেরা স্মার্টফোনের পাশাপাশি বছরের প্রথম কোয়ার্টারের ভুয়া স্মার্টফোনের ও তালিকা প্রকাশ করেছে ‘মাস্টার লু’। এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে স্যামসাং, অ্যাপল, ও শাওমি

চায়নার জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ওয়েইবোতে প্রকাশিত ‘মাস্টার লু’এর চার্ট অনুযায়ী, তাদের অ্যাপে ২০২০ সালের প্রথম প্রান্তিকে টেস্ট করা হয়েছে মোট ১, ২৯৫, ৪৫৭টি স্মার্টফোন, যার মধ্যে ভুয়া কিংবা ফেক স্মার্টফোন ধরা পড়েছে ৭, ৯৩১টি ইউনিট। ‘মাস্টার লু’ কতৃপক্ষ জানিয়েছে, তাদের প্লাটফর্মে কোনো ফোনের পারফর্মেন্স টেস্টিংয়ের সময় যদিও ওই ফোনের “about phone” মেনুতে কোনো তথ্য না পাওয়াযায়, তাহলে সেই ফোনটিকে ভুয়া বা ফেক ফোন হিসেবে ডিটেক্ট করা হয়।

আর ২০২০ সালের প্রথম প্রান্তিকে চীনে ‘মাস্টার লু’ প্লাটফর্মে সবচেয়ে বেশি ভুয়া স্মার্টফোন শনাক্ত করা হয়েছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাংয়ের। যথাক্রমে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অ্যাপল, ও শাওমি। ‘মাস্টার লু’ প্লাটফর্মে ভুয়া শনাক্ত হওয়া প্রথম ৫ টি ডিভাইজ হচ্ছে, Samsung W2019, iPhone X, iPhone 8, iPhone XS Max and Xiaomi Mi Max 3।

বছরের প্রথম তিন মাসে (প্রথম কোয়ার্টারে) ‘মাস্টার লু’ প্লাটফর্মে ৪৯৮ বার ডিটেক্ট হয়েছে স্যামসাংয়ের Samsung W2019, ২৪৬ বার ডিটেক্ট হয়েছে iPhone X। iPhone 8 এর ভুয়া মডেল শনাক্ত হয়েছে ২১৩ বার, iPhone XS Max ডিটেক্ট হয়েছে ১৭২ বার, এবং মিড-রেঞ্জ ফেক ডিভাইসগুলোর মধ্যে রয়েছে Xiaomi Mi Max 3, যা ১২৭ ভুয়া মডেল ডিটেক্ট হয়েছে ‘মাস্টার লু’ প্লাটফর্মে।

আমার এই লেখা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ!

Level 2

আমি শাহ্‌নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্য বুহুল পোস্ট। ধন্যবাদ