কোন প্রকার সফটওয়্যার ইনস্টল ছাড়া পোর্টেবল কোডব্লকস ব্যবহার করে C/C+ প্রোগ্রামিং শুরু করুন

অনেকেই প্রোগ্রামিং করতে চান বা শিখতে চান অথবা ICT কোর্স রয়েছে কিন্তু কম্পিউটার নেই অথবা কম্পিউটারে কিভাবে C/C+ প্রোগ্রাম রান করতে হয় জানেন না। আমাদের এই টিউটরিয়ালটি তাদেরই জন্য, যাতে তারা কোন সফটওয়্যার বা কম্পাইলার ইনস্টল না করেই পোর্টেবল কোডব্লকস কম্পাইলার ব্যবহার করে C/C+ প্রোগ্রামিং শুরু করতে পারেন।

প্রোগ্রামিং শুরুর প্রথমেই আপনাদের জানা থাকা দরকার প্রোগ্রামিং করার জন্য প্রয়োজন হয় একটি এডিটর যেখানে আপনি কোড লিখবেন আর প্রয়োজন হয় একটি কম্পাইলার যেখানে আপনার কোডটি রান করে আউটপুট দেখবেন। কোডব্লকস হল এমন একটি সফটওয়্যার যেটি একই সাথে এডিটর ও কম্পাইলার হিসেবে কাজ করে।

 

উদাহরন হিসেবে ধরা যাক, "আপনি একটি প্রোগ্রাম করবেন যেটি দুটি সংখ্যা ইনপুট নিয়ে আউটপুটে তাদের যোগফল দেখাবে"। এই ক্ষেত্রে আপনাকে যেকোন একটি এডিটরে নিচের প্রোগ্রামটি লিখতে হবেঃ

#include //এই লাইনে হেডার ফাইল যুক্ত করা হয়েছে

int main() {//এই লাইনে মেইন ফাংশন শুরু হয়েছে

int a, b, sum; //এই লাইনে ভেরিয়াবল ডিক্লেয়ার করা হয়েছে

printf("\nEnter two no: "); //এই লাইনে একটি লেখা ডিসপ্লে করা হয়েছে

scanf("%d %d", &a, &b); //এই লাইনে ইউজার থেকে ইনপুট নিয়ে দুটি ভারিয়াবলে রাখা হয়েছে

sum = a + b; //এই লাইনে ইনপুট ভেরিয়াবল দুটিকে যোগ করে অন্য একটি ভারিয়াবলে রাখা হয়েছে

printf("Sum : %d", sum); //এই লাইনে আউটপুট ডিসপ্লে করা হয়েছে

return(0); // এই লাইনে প্রোগ্রামের রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রাম টার্মিনেট করা হয়েছে} // এই লাইনে মেইন ফাংশন শেষ করা হয়েছে।

তারপর রান করলেই ইনপুট অনুসারে আউটপুট দেখা যাবে।

কোডব্লকস ইন্সটল না করে যেকোন কম্পিউটার হতে প্রোগ্রামিং করার উপায় সহজ উপায় জানতে খুব সহজে নতুনদের জন্য কোডব্লকে C/C+ প্রোগ্রামিংলিঙ্কে প্রবেশ করুন।

ধন্যবাদ
TheTechSenses
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন।

Level 2

আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস