২০১৩ সালের জন্য আমার এস ই ও ব্লু প্রিন্ট, ইচ্ছা হলে ট্রাই মারতে পারেন।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

মোটামুটি সপ্তাহ খানিক পড়ে টিউন করতে বসলাম। আমার কষ্ট করে টিউন করার ১টাই কারন তাহলো টেকটিউনস আমাকে অনেক দিয়েছে আর সবসময় শুধু নিয়েই গেছি। তাই চেষ্টা করি আমিও যাতে কিছু দিতে পারি যাতে ২ ১ জন হলেও উপকৃত হয়। তবে অনেকেই অনেক কথা বলে, যেমন গত টিউনে ১জন বলল আমি নাকি সফটওয়্যার এর সাথে কি লগার সেট করে দিয়েছি। হাসব না কাদব বুঝতে পারি না। যাইহোক ওইগুলা বলে লাভ নাই। আজকের টিউন অটো ব্লগের কোন ব্যাপার না, আজকের টিউন ব্লগ বা সাইট ২ টার জন্যই কার্যকরী। দেখা যায় অনেকেই ব্লগ খুলে বসে আছেন আর এস ই ও কি জানেন তারপরও মন মতো রেজাল্ট পাচ্ছেন না। তারা কোয়ালিটি কন্টেন্ট কি তাও বুঝেন আর লিংক বিল্ডিং কি তাও বুঝেন তবে কখন কোন কাজটা করতে হবে টা জানেন না বলেই রেজাল্ট পান না। আমি আজকে আপনাদের সাথে আমার নিজের ১টা ব্লু প্রিন্ট শেয়ার করবো যার মাধ্যমে আমি আমার নিজের কি ওয়ার্ড কে র‍্যাঙ্ক করে থাকি। কেউ যদি বলেন এইটা ব্ল্যাক হ্যাট এইটা করলে গুগোল লাথি মারবে এই করবে সেই করবে তাদের বলবো ভাই প্রায় ৬ ৭ মাস যাবত দৈনিক ১৫ ১৬ ঘণ্টা এস ই ও নিয়ে পড়াশুনা করতেছি আর প্র্যাকটিস করতেছি হয়ত এক্সপার্ট না তবে খুব কম ও জানিনা। আমার এই ব্লু প্রিন্ট লো কম্পিটেটিভ কি ওয়ার্ডের জন্য আর এই ব্লু প্রিন্ট যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে আপনার র‍্যাঙ্ক ১০০০০০০% ইম্প্রুভ হবে। এইটা আমার গ্যারান্টি আর যদি না হয় তাহলে এস ই ও নিয়ে কোন লিখা টিটি তে লিখব না। তো আসেন দেখি কিভাবে কি করবেন।

ধরেন আপনার কি ওয়ার্ড ABCD আর এইটা কম্পিটিশন লো। মাত্র কয়েকটা ধাপ ফলো করেন।

১। ধরে নিচ্ছি আপনি কি ওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখে ফেলেছেন। আপনার কি ওয়ার্ড ডেনসিটি 1.0 - 3.0। আপনি আর্টিকেল এ ১টা ছবিও এড করেছেন আর সেটাও অপ্টিমাইজ করেছেন।

২। প্রথমেই আপনার আর্টিকেল কে ৩০ টি হাই পি আর সোশ্যাল বুকমার্ক করেন।

২। এবার আপনি আপনার কি ওয়ার্ড দিয়ে আরও ১০ টা আর্টিকেল রেডি করেন web 2.0 তে সাবমিট করার জন্য। এখানে অবশ্যই আপনি নিজের হাতে আর্টিকেলগুলো লিখবেন, স্পিন করার চিন্তাও করবেন না। ব্লগার, ওয়ার্ডপ্রেস, হাবপেজ, ব্রাভেনেট, উইবলি এই ধরনের হাই পি আর সাইটে আর্টিকেলগুলো সাবমিট করেন। আর হ্যা অবশ্যই যাতে ১টা লিংক অ্যাংকর টেক্সট হয়ে আপনার সাইটকে পয়েন্ট করে।

৩। এবার আর ১টা আর্টিকেল লিখেন আর এইটাকে পি ডি এফ করে ৪ ৫ টা ডক শেয়ারিং সাইটে সাবমিট করেন।

৪। ৪০-৪৫ সেকেন্ড এর ১টা ভিডিও তৈরি করেন আর তারপর ইউটিউব, ভিমিও জাতীয় ভিডিও সাইটে শেয়ার করেন। এখানে ডিসক্রিপশন আপনার সাইটের লিংক থাকবে।

প্রথম টিয়ার এর কাজ শেষ এবার ২য় টিয়ারঃ

১। প্রথম ১০ টা আর্টিকেল থেকে কয়েকটা আর্টিকেল নিয়ে ওইগুলা হাইলি স্পিন করেন আর যত পারেন উইকি সাইটে শেয়ার করেন। এখানে ২০০, ৩০০ বা ৫০০ যত বেশী উইকি সাইটে সাবমিট করবেন ততই ভালো। প্রতিটা উইকি সাইট থেকে যাতে ১টা করে লিংক আপনার প্রতিটি ওয়েব ২.0 সাইটে যায়। ধরলাম আপনি ২০০ উইকি সাইটে আর্টিকেল সাবমিট করেছেন।

অথবা

সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইল আর ফোরাম প্রোফাইল তৈরি করেন ২০০ থেকে ৩০০ আর আপনার ওয়েব ২,০ সাইটের সাথে লিঙ্কিং করেন।

এই কাজগুলো করলে আপনার র‍্যাঙ্ক খুব ভালো ইম্প্রুভ করবে আর এতে কোন সন্দেহ নাই। এখানে কিছু ব্যাপারে লক্ষ্য রাখবেনঃ

২।এঙ্কর টেক্সট কে ভেরী করবেন। মানে আপনার একজাগট কি ওয়ার্ড কে এঙ্কর হিসেবে সবসময় ব্যাবহার করবেন না। এই ক্ষেত্রে রিলেটিভ কি ওয়ার্ড ব্যাবহার করবেন।

২। আমি কেন সব ব্যাক লিংক সরাসরি আমার সাইটে ব্যাবহার করলাম না? এইটার কারন গুগোল এই ব্যাপারটাকে ন্যাচারাল মনে করবেনা। তাই আমরা ওয়েব ২,০ সাইট গুলো থেকে লিংক জুস আমাদের সাইটে নিয়ে গেলাম আর এতে আমরা প্রায় ৫০০ ব্যাকলিংক ১টা লো কম্পিটিশন কি ওয়ার্ড এর জন্য ক্রিয়েট করলাম যা যথেষ্ট।

৩। আপনি ইচ্ছে করলে টায়ার বারাতেও পারেন।

 

 

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের জন্য ধন্যবাদ ভাই যদিও আমি এসবের কিছুই বুঝিনা তবে যারা বোঝে হয়তো তাদের কাজে আসবে।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: হুম হয়ত কাজে লাগবে বলেই একটু কষ্ট করি। আপনিও কিন্তু টিউন করেন তাই আপনি ব্যাপারটা বুঝেন ১টা টিউন করতে একটু কষ্টই হয়। শুধু টেক টিউনস এর জন্যই। ভালবাসি বলেই। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

      Level 0

      @Saon A Menz: Vai apner contract information ta ki payoa jabe…..Dile valo hoto…..

Level 2

tHANKS FOR SHARING. KEEP MORE POSTING LIKE THAT

Level 0

ভাই
Reddit আর Stumbleupon সাইট থেকে, প্রতিদিন ২ হাজার ভিজিটর নিয়ে আসার
টিপস নিয়ে টিউন করতে চেয়েছিলেন ,সেটার অপেক্ষায় আছি ।আশাকরি নিরাশ হবো না ।

    @zaman: অবশ্যই এইটা নিয়েও টিউন করবো। একটু বড় পোস্ট আর অনেক স্ক্রিনশট নিতে হবে, তাই সময় অনেক লাগবে। একটু ফ্রি হলেই ওইটা নিয়ে টিউন করবো।

Level 0

ভাই
গত টিউন এর SENukeXCr.3.0.22.0 সপ্ট এর ক্রাক ফাইল অনেক চেষ্টা করেও পাই নাই ,একটু সাহায্য করেন ।
[email protected]

ধন্যবাদ। “আমি কেন সব ব্যাক লিংক সরাসরি আমার সাইটে ব্যাবহার করলাম না?” এই অংশটা clear করবেন কি?

    @সু-নিপুন: হুম অবশ্যই। সম্পূর্ণ ব্যাপারটা যাতে গুগলের চোখে ন্যাচারাল লাগে তাই এই ব্যাবস্থা। জাস্ট মনে করেন আপনি ১টা নতুন সাইট করলেন আর তারপর আপনার মেইন সাইটকে পয়েন্ট করে প্রচুর ব্যাকলিংক ক্রিয়েট করলেন। ১টা নতুন সাইটে অথবা ১টা নতুন পোস্টে কখনই এতো তারাতারি এতো ব্যাকলিংক ন্যাচারালি যে হয় না টা গুগোল খুব সহজেই ধরতে পারে। এতে র‍্যাঙ্ক পেতেও দেরি হতে পারে অথবা পেঙ্গুইন আপডেটে কিক খেতে পারে। আর আপনি যদি আপনার প্রথম স্টেপের ব্যাকলিঙ্কের জন্য ব্যাকলিংক করেন আর যদি সেই ব্যাকলিংক গুলো কোয়ালিটি সম্পন্ন না ও হয় তাহলেও আপনার সাইট কখনই পেনাল্টি খাবেনা এতে আপনার মেইন সাইট সুরক্ষিত থাকে প্লাস আপনার ১ম স্টেজের ব্যাক্লিঙ্ক গুলো পাওয়ারফুল হয়। তাই সম্পূর্ণ লিংক জুস আপনার সাইট ঠিকি পাবে। আশা করি বুঝতে পেরেছেন।

সুন্দর হইছে। আমি আপনার সব পোস্ট খুব আগ্রহ করে পরি। আপনার পরের পোস্ট এর অপেক্ষায় রইলাম ।

সরাসরি আমার সাইটে ব্যাকলিংক না করে web 2.0 তে ব্যাকলিংক করলে আমার ম্যাইন সাইটের কি উন্নতি হবে???এইটা ১টু বুঝিয়ে বলেন প্লিজ

    @অর্নব: হ্যা আপনার মেইন সাইটের উন্নতিও হবে আর আপনার সাইট সুরক্ষিত থাকবে। উপরে সুনিপ-ন ভাই এর কমেন্টের উত্তরে দিয়েছি। দেখে নিবেন।

চমতকার টি্উন । কয়েকটা যায়গায় বুঝতে পারছিনা তাই জানতে চাচ্ছি লেখকের কাছে
এবার আর ১টা আর্টিকেল লিখেন আর এইটাকে পি ডি এফ করে ৪ ৫ টা ডক শেয়ারিং সাইটে সাবমিট করেন।
একি আর্টিক্যাল দিলে সমস্যা নাই তো ?
ভিডিও তো অবশ্যই রিলেটেড হবে ? অন্য কিছু তো দেয়া যাবে না …তাই না ?
আমার কিওয়ার্ড মিডিয়াম মানের কম্পিটিশন , হয়তো সময় লাগবে এটার জন্য । ধন্যবাদ ।

    @তানভীর সজীব: ডক শেয়ারিং সাইটে এক আর্টিকেল হলেও সমস্যা নাই। কারন আপনি পি ডি এফ শেয়ার করতেছেন। আর ভিডিও তো অবশ্যই রিলেটেড হতে হবে। এইটা খুব জরুরী।

ধন্যবাদ ভাই….এতো সুন্দর করে লিখলেন.,…..তারপরেও মাথায় আউলা লাগে…মনে হয় কতো কঠিন কাজ ….শুরু করে দিছি টুকটাক এস ই ও…..সাইটের ব্যাকলিংক এখন ৮২ টা তবে নির্দিস্ট কিওয়ার্ডে বহু দুর আছি..উইকি সাইটে কি আর্টিক্যাল সাবমিট করতে হয় ? না আমার সাইট ইনফো শুধু? আর প্রোফাইল বলতে তো আপনি সব ধরনের সোশ্যাল সাইটের কথা বলছেন ?

    @তানভীর সজীব: আমি ২য় টায়ার এ অথবা ১টা অংশ দিয়েছি। অইখানে আমি বলেছি উইকি আর্টিকেল না করলে প্রোফাইল ক্রিয়েট করেন আর সেইটা উইকি, সোশ্যাল মিডিয়া অথবা ফোরাম প্রোফাইল ই হোক না কেনও। আর ১টা প্রোফাইল থেকে তো ১টা আর্টিকেল অনেক ভালো তাই না? তো আপনার কি ওয়ার্ড অনুযায়ী বুঝে কাজ করেন।

Seo er kaj shikha amr khub issa…apnar ai tune er maddhome ami onak kiso shikhte parsi…thanks.

Saon A Menz Vaia plz give your facebook id.plz plz [email protected] plzz…………..

আপনার ২ নাম্বার পয়েন্টে বলেছেন :
২। এবার আপনি আপনার কি ওয়ার্ড দিয়ে আরও ১০ টা আর্টিকেল রেডি করেন web 2.0 তে সাবমিট করার জন্য। এখানে অবশ্যই আপনি নিজের হাতে আর্টিকেলগুলো লিখবেন, স্পিন করার চিন্তাও করবেন না। ব্লগার, ওয়ার্ডপ্রেস, হাবপেজ, ব্রাভেনেট, উইবলি এই ধরনের হাই পি আর সাইটে আর্টিকেলগুলো সাবমিট করেন। আর হ্যা অবশ্যই যাতে ১টা লিংক অ্যাংকর টেক্সট হয়ে আপনার সাইটকে পয়েন্ট করে।

এখানে কি হুবুহু এংকর টেক্স ব্যবাহর করবো ? না এখানেও রিলেটিভ কি ওয়ার্ড ব্যাবহার করবো ? সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি….তাই একটু জালাচ্ছি আপনাকে ।

    @তানভীর সজীব: হুম এইখানে আপনি আপনার কি ওয়ার্ড ব্যাবহার করতে পারেন। তবে ১টা ব্যাপার হল সবজায়গাতেই রিলেতিভ কি ওয়ার্ড ব্যবহার করা ভালো। এতে হয়ত আপনার আসল কি ওয়ার্ড র‍্যাঙ্ক হতে একটু দেরি হবে তবে ভালো অরগানিক ট্রাফিক পাবেন।

অনেক ধন্যবাদ শাওন ভাই , ভালো থাকবেন ।

হুম, কিছুকিছু বুঝলাম। অনেক কষ্টের কাজ। তবে ‘কষ্ট না করলে তো কেষ্ট মিলে না’।

@Saon, আপনার সব গুলো পোস্ট অনেক সুন্দর । আমি আপনার লাস্ট ৩ টি পোস্ট পড়েছি । আমি আপনার দেয়া Auto Blogging সফটওয়্যার ইন্সটল করেছি কিন্তু Crack করার পর ও কাজ করছে না । Senuke XCR পোর্টেবল হওয়ায় কোন প্রব্লেম হচ্ছে না, বেশ ভালো কাজ করছে । Auto Blogging সফটওয়্যার নিয়ে কি করব ? অনেক খুঁজে ও Crack পাচ্ছি না ।

    @Gautam: অনেকের কিন্তু অটো ব্লগ টুল টি ঠিকি কাজ করছে। আপনার সমস্যা বুঝতে পারলাম না।

      @Saon A Menz: Auto Blogging চালু করলে মেইল চায় আর কোন মেইল দিলে ওদের সাইট এ নিয়ে যায় । তার মানে ক্র্যাক কাজ করছে না ।

ভাই আপনার পোস্ট গুল সব সময়ই কোয়ালিটি ফুল হয়। কষ্ট করে লিখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

    @Tanvir Mustafa Joy: চেষ্টা করি একটু ভালো করে লিখার। বাকিটা আপনাদের বিচার। ধন্যবাদ।

Level 0

@Saon A Menz: ভাই আপনি এইখানে বলসেন যে ঃ

২। এবার আপনি আপনার কি ওয়ার্ড দিয়ে আরও ১০ টা আর্টিকেল রেডি করেন web 2.0 তে সাবমিট করার জন্য। এখানে অবশ্যই আপনি নিজের হাতে আর্টিকেলগুলো লিখবেন, স্পিন করার চিন্তাও করবেন না। ব্লগার, ওয়ার্ডপ্রেস, হাবপেজ, ব্রাভেনেট, উইবলি এই ধরনের হাই পি আর সাইটে আর্টিকেলগুলো সাবমিট করেন। আর হ্যা অবশ্যই যাতে ১টা লিংক অ্যাংকর টেক্সট হয়ে আপনার সাইটকে পয়েন্ট করে।

আমার প্রশ্ন হল একই টপিক এর উপর ১০ টা আর্টিকেল কি ১০ রকম ( ইউনিক ) হতে হবে ?

Level 0

ভাই
Senuk চালু করলে Verify করতে বলে ,ই মেইল এবং পাচওয়াড কি দিবো ?
দয়া করে জানালে উপকৃত হবো ।আমি নতুন্ তাই বিরক্ত করছি ।আশাকরি জানাবেন ।

    @zaman: শুধু Verify তে ক্লিক করলে অনেক গুলো Window আসতে থাকবে । আপনি শুধু No তে ক্লিক করে software টি ওপেন হবার জন্য বসে থাকুন ।

    @zaman: হুম ভেরিফাই ক্লিক করার পর কিছু উইন্ডো আসবে, ওইগুলা সব নো করে দেবেন

Level 0

Saon A Menz vai ami apnar tune ta porlam eto sundor tune ar vai apar ay tuner sob download link delete bolce plz mail me about Senuke x and all software gula https://www.techtunes.io/tutorial/tune-id/181331
my mail [email protected]

    @mohammadp: এইটা আমি মাত্র দেখলাম। আমি আবার আপলোড দিবো।

বরাবরের মতই অসাধারন। Reddit আর Stumbleupon সাইট থেকে, প্রতিদিন ২ হাজার ভিজিটর নিয়ে আসার
টিপস নিয়ে টিউন করতে চেয়েছিলেন ,সেটার অপেক্ষায় আছি। ভাই খুব তারাতারি টিউনটা না দিলে আমি কিন্তু রাগ করব। 🙂

অপেক্ষায় রইলাম।

Level 0

ভাইয়া, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার ফোন নাম্বার অথবা কোন Chatting info দিলে খুব উপকৃত হতাম, আমি প্রায় সব সময় Gtalk এ থাকি। [email protected]
আপনার অপেক্ষায় থাকলাম।

Level 0

Q1.
kindly amader jonno wikii link er list r web 2.0 list uplode kora jai bro?tahole khub valo hoto

Q 2.

প্রথম টিয়ার a r ki ki kora jai?

Reddit আর Stumbleupon সাইট থেকে, প্রতিদিন ২ হাজার ভিজিটর নিয়ে আসার টিপস নিয়ে টিউন করতে চেয়েছিলেন ,সেটার অপেক্ষায় আছি।

Level 0

shaon vai ekhono kintu senuke x o captha sot gula pelam na apnar auto blogging post theke??

আরকটা কনফউশন দুর করি…আপনি বলেছেন এবার আপনা ১০ টা আর্টিক্যাল রেডি করেন…তার মানে সব গুলো রেডি করে এক সাথে পোষ্ট দিব…? না সময় নিয়ে আলাদা আলাদা ভাবে পোষ্ট দিয়ে দিব ? ধন্যবাদ ।

@তানভীর সজীব:je vabei post den aki baper. Saon vi ke ato disturb koren na.

tnx bro apne amar a akta help kor ban amar website http://downloadsoftwaredownload.blogspot.com/ ata ar keyword downloadsoftwaredownload ami ki apner ni o ma seo kor ta par bo

Level 0

আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না।আপনার পোস্টগুলো সবসময় ভাল হয়।আমি আপনার সব পোস্ট পড়ি।আপনার কনো স্কাইপি ইউজার আইডি থাকলে দেন না প্লিজ, আমার আপনাকে খুব দরকার।

nice post