Facebook থেকে High Quality Dofollow Backlink কীভাবে তৈরি করবেন?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আমরা দেখেছি আমাদের ব্লগ SEO তে rank করার জন্য backlink এর অনেক গুরত্ব রয়েছে। যদি আমরা আমদের ব্লগ কে Google এ ভালো ranking এ নিয়ে আশাকরি তাতে Backlink তৈরি হয় না,  কিন্তু এটা 1% ও সত্য নয়। সত্য হল আমরা facebook যে link share করি তার ফলে nofollow backlink তৈরি হয় যেটাও SEO এর জন্য অনেক লাভজনক।

আপনাদের মধ্যে এমন কেও নেয় যে Facebook এর ব্যাপারে জানে না,  তায় আমি Facebook এর ব্যাপারে বলে সময় নষ্ট করবো না।

যদি আপনার একটি ব্লগ থাকে,  এবং আপনি যখন একটি নতুন টিউন লিখেন তখন সেটিকে promote  করার জন্য social media তে শেয়ার নিশ্চয় করেন। অনেক লোক তাদের টিউন social media তে শেয়ার করে আর আমিও আমার টিউন social media তে শেয়ার করি। এর ফলে আমাদের ব্লগে অনেক ট্রাফিক আসে। অনেক লোক social media তে তাদের টিউন এই জন্য শেয়ার করে তাদের ব্লগ এর জন্য dofollow backlinks তৈরি হয়।

যদি আপনিও এই জন্য আপনার টিউন social media তে শেয়ার করেন তাহলে আপনি ভুল ভাবছেন। facebook এ যত external link share করা হয়,  ফেসবুক সেইসব লিংক কে nofollow এর ট্যাগ এ add করে। যার জন্য একজন ব্লগার facebook থেকে nofollow backlink পায়,  কিন্তু SEO তে nofollow backlink এর কোন দাম নেয়। শুধু facebook নয়,  কোন social media আমাদের কে dofollow backlink দেয় না।

এই সব এর মানে এই নয় যে আপনি facebook, twitter কিংবা অন্য  social sites গুলো তে আপনার টিউন গুলো শেয়ার করা বন্ধ করে দিবেন। আমি আপনাকে  suggest করব যে আপনি আপনার টিউন social media তে অবশ্যই শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা আপনার টিউন এর ব্যাপারে জানতে পারবে।

আজকের এই টিউন এ আমি আপনাদের বলব facebook থেকে dofollow backlink কীভাবে পাওয়া যাবে। এর ফলে আপনার ব্লগ একটি facebook এর মাধ্যমে high quality backlink পেয়ে যাবে। যদি আপনার SEO এর ব্যাপারে কিছুটা ঞ্জান থাকে তাহলে আপনি জানেন যে  Google যদি কোন site কে rank করে তাহলে গুগল 200+ factors কে দেখে তারপরে rank দেয়। এই সব 200+ ranking factors এর মধ্যে quality backlink একটি অনেক বড় important factor হিসেবে কাজ করে। এই জন্য আমাদের ব্লগের জন্য dofollow backlink তৈরি করা জরুরী।

Facebook থেকে Backlink কীভাবে তৈরি করব?

এই একটা প্রশ্ন সবার মনে নিশ্চয় এসেছে,  যে আমরা কেন facebook থেকে dofollow backlink তৈরি করব? তো আমি তাদের সবাই কে বলতে চায় যে facebook হল no 1 social media site,  এর site এর alexa rank হল 2 যেটা এর popularity কে প্রমান করে। আর এই সাইট এর millon users না billions users আছে।

How to get High quality (PR9) Backlink from Facebook

যদি আপনার কোন ওয়েবসাইট থাকে তাহলে আপনি নিচে দেওয়া simple steps কে follow করে facebook থেকে backlink তৈরি করতে পারেন।

Note: নিচে দেওয়া steps কে follow করার জন্য আপনার একটি Facebook Account আর Facebook Page থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি তৈরি করে নিন।

Step 1: সব প্রথমে আপনি Facebook এ visit করে Login হয়ে যান।

Step 2: এবার Static HTMLApp সাইট এ ভিজিট করুন,  এটা একটি online tool যেটা আপনার fb page এ একটি নতুন option add করবে। সেখানে আপনাকে আপনার Facebook Account এ login করতে বলবে।

এখানে  Login with Facebook এর বাটনে ক্লিক করুন।

Step 3: এবার Facebook এ login করার পর আপনি Continue as বাটন এ ক্লিক করুন।

Step 4: এবার একটি নতুন page open হবে যেখানে একটি statement থাকবে এবং আপনাকে right side এ OK বাটন এ ক্লিক করতে হবে।

Step 5: এবার একটি নতুন পেজ খুলবে।

১। এখানে  Click করে আপনাকে আপনার  Facebook Page select করতে হবে।

২। এবার Edit tabs on this page এ ক্লিক করুন।

Step 6: এখানে আবার আপনাকে  Edit tab বাটন এ ক্লিক করতে হবে।

Step 7:  এবার এই পেজে editor খুলে যাবে।

এখানে আপনি এই code টি add করুন।  “<a title="check out" href="Sitelink" target="_blank" rel="dofollow">Sitelink</a>”  যেখানে  Sitelink লেখা আছে সেখানে আপনি আপনার site এর link add করুন।

এবার  Save & Publish বাটনে ক্লিক করুন।

বাংলা Blogs এর জন্য Backlinks কীভাবে তৈরি করবেন?

এবার আপনার সাইট facebook থেকে backlink পেয়ে যাবে। আর এটায় আপনার সাইট এর ranking বারবে। এই টিউন টি নিয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে টিউমেন্ট করে বলুন এবং এই টিউন টিকে social media তে share করুন। আমার ওয়েবসাইট এ আমি ব্লগিং নিয়ে লেখা লিখি করি একবার ঘুরে আসুন। ক্লিক করুন

Level 0

আমি দীপঙ্কর মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a Digital Marketer. I live in Raghunathganj small town Of Murshidabad district of West Bengal State Of India country.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস