কনটেন্ট আইডিয়া পাবার উপায়?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

যাদের নিজেদের ব্লগ বা ক্লায়েন্ট প্রজেক্টর কাজ করেন তাদের কনটেন্ট আইডিয়া জেনারেট করতে হয়। অনেকেই নিজেরাই নিজেদের কটেন্ট লিখতে পারেন তাদের জন্যও কনটেন্ট আইডিয়া জেনারেট করা খুব জরুরী। কনটেন্ট আইডিয়ার মাধ্যমে আসলে আপনি আপনার ওয়েবসাইট এ টার্গেটেড ভিসিটর আনতে পারবেন। তাই কনটেন্ট আইডিয়া অনেক জরুরি।

কনটেন্ট আইডিয়া জেনারেট করার মাধ্যম :

(১)  প্রশ্ন উত্তর সাইট : quora ও Yahoo Answer থেকে আপনি আপনার নিস বেসড কনটেন্ট আইডিয়া খুব সহজেই জেনারেট করতে পারেন। Yahoo answer ও একই স্ট্রেটেজি ফলো করতে পারেন।

(২) Reditt : রেডিট এ আপনি আপনার নিশ অনুযায়ী সাব রেডিট এ গেলেই অনেক টপিক পেয়ে যাবেন ও আপনি টিউমেন্ট সেকশন থেকেও অনেক আইডিয়া নিতে পারবেন।

(৩) গুগল নিউস : আপনি গুগল নিউস থেকে আপনার নিশ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে কনটেন্ট আইডিয়া নিতে পারেন খুব সহজেই।

(৪) Google Trend : গুগল ট্রেন্ড থেকে আপনি আপনার কনটেন্ট আইডিয়া পেতে পারেন। আপনি গুগল ট্রেন্ডে যেয়ে আপনার কীওয়ার্ড দিলে বা সীড কীওয়ার্ড দেলে রিলেটেড টপিকস ও রিলেটেড অনেক কীওয়ার্ড পাবেন।

(৫) Buzz sumo: এই ওয়েবসাইট এ আপনি হাজার হাজার সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডি কনটেন্ট গুলো পাবেন যার মাধ্যমে আপনি সহজেই অনেক ভালো একটা আইডিয়া পাবেন কনটেন্ট এর জন্য।

(৬) Ubbersuggest: এই ওয়েবসাইটির মাধ্যমে আপনি আপনার সীড কীওয়ার্ড দিয়ে সার্চ করলেই অনেক কীওয়ার্ড পাবেন যার মাধ্যমে আপনি কনটেন্ট লিখতে পারবেন।

এই ৬ টি টুলসের মাধ্যমে আপনি সহজেই আপনার ব্লগের জন্য কনটেন্ট আইডিয়া জেনারেট করতে পারেন।

কনটেন্ট রাইটিং শিখতে হলে আপনাকে এসইও শিখতে হবে তাই আপনি চাইলে আমাদের ফেইসবুক গ্রুপ বা পেজ বা ওয়েবসাইট থেকে শিখতে পারেন।

Level 2

আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস