গেস্ট টিউন এবং ওয়েবসাইটে প্রচুর ভিজিটর আনার সেরা কার্যকর উপায়

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আমরা যারা নতুন ব্লগ সাইট খুলেছি। কিন্তু ভিজিটর পাইতেছিনা। খুব চিন্তার মাঝে আছি। আমি এই চিন্তা দুর করার একটা মেডিসিন নিয়ে এসেছি। এই মেডিসিন খুব উপকারি। মেডিসিনের নাম হল গেস্ট টিউন।

গেস্ট টিউন কিঃ গেস্ট টিউন

এর বাংলা হল অতিথির লেখা। আপনার লেখা অন্যের ওয়েবসাইটে প্রকাশ করলেন। এটাই হল গেস্ট টিউন। ওই লেখার মাঝখানে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক করে দিলেন। এই লিঙ্ক কিলিক করলে লিঙ্ক থেকে আপানর ওয়েবসাইটে নিয়ে যাবে। এর এইভাবে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে।

কেমন ভিজিটর আসতে পারে

এত কষ্ট করে লিখলেন। সেখান থেকে ভিজিটর না আসে। তাহলে তো কন লাভ নাই। যদি ভিজিটর আসে।

তাহলে কেমন ভিজিটর আসবে?

এই পদ্দতি হল সরাসরি বিজ্ঞাপণের মত। যেখানে মানুষ বেশি। সেখানে যদি আপানর লেখা শেয়ার করতে পারেন। তাহলে ভিজিটর বেশি আসবে। আপনি ইচ্ছা করলে যেকোনো ধরনের ওয়েবসাইটে লিখতে পারেন। কিন্তু আপনার লেখার সাথে গেস্ট টিউন সাইটের সাথে মিল থাকতে হবে। তবে আপনি লেখা প্রকাশ করতে পারবেন।

তাহলে ভাল ওয়েবসাইট কোথায় পাবেন?

Alexa.com/topsites এই লিঙ্কে গিয়ে দেখেন। আপনার বিষয় সম্পর্কিত অনেক ওয়েবসাইট আছে। সেগুলোর ভিজিটর প্রচুর। এই ধরনের ওয়েবসাইট গুলোতে গিয়ে তিনটা হাইপার লিঙ্ক যদি আপনি লিখা প্রকাশ করতে পারেন। তাহলে আপনার ভাগ্য একদিনে খুলে যাবে।

গেস্ট টিউন দুই ধরনের হয়ে থাকে একটি টাকা দিয়ে। আরেকটি টাকা ছাড়া। কত টাকা লাগবে সেটা আপনাকে বলে দিবে। গেস্ট টিউন করার জন্য ভাল সাইট খুঁজে পাবেন alexa তেই। এই ধরনের backlink একটা কঠিন backlink সারাজীবন এই লিঙ্ক থেকে ভিজিটর আস্তেই থাকবে। গেস্ট টিউন যত করতে পারবেন। ততই আপানর জন্য মঙ্গল।

শুধু এই ধরনের backlink থেকে বেশি ভিজিটর পাওয়া যায়।

গেস্ট টিউন পাওয়ার জন্য কিভাবে অনুমতি পাবেন?

গেস্ট টিউন করার জন্য ওই ওয়েবসাইটের মালিকের সাথে যোগাযোগ করতে হবে।

তাদের কি বলবেন?

সরাসরি বলবেন আমি লিখতে চাই। উত্তর না। নিচের যেভাবে আছে। সেভাবে লিখবেন।

“Assalamu Alaikum I visit your website regularly. Your website is constantly updated with new and important information. All the information is very important. So the information that is most important is shared by all the social media.
I would like to write something about the topic of your website.
Would you please tell me if I can write?
It would have been nice if I could tell you a little early.
Thanks.”

এই ভাবে আবেদন করলে আপনাকে তারা ফিটবেক দিবে তারাতারি। আমি এই ভাবেই করি। এর যদি আপনার পূর্বের লেখার কোন স্যাম্পল থাকে। সেগুলুর লিঙ্ক দিবেন। তাহলে আরও অনেক ভাল হবে।

Level 0

আমি মনজু মিয়া। 2nd, borosora, jamalpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস