ব্লগ টিউমেন্টিং কি এবং এর কাজ কি? কেন ব্লগ টিউমেন্টিং করবেন?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

#ব্লগ টিউমেন্টিং কি?

ব্লগ টিউমেন্টিং হল কোন ব্লগ এ প্রাসঙ্গিক টিউমেন্ট করার মাধ্যমে ব্যাকলিঙ্ক ও ট্রাফিক ২টিই বাড়ানো। মানসম্মত ব্যাকলিঙ্ক এবং সেই সাথে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর জন্য ব্লগ টিউমেন্টিং একটি কার্যকর উপায়। আপনি খুব সহজেই ব্লগ টিউমেন্টিং এর মাধ্যমে অনেক মানসম্মত ব্যাকলিঙ্ক করতে পারবেন যা আপনার ব্লগ এর কীওয়ার্ড রেঙ্ক করতে অনেক সাহায্য করবে। সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আপনার ব্লগ এর মত একই রকম কিছু ব্লগ খুঁজে বের করুন যাদের পেজ রেঙ্ক, এলেক্সা রেঙ্ক, ডোমেইন অথরিটি ভালো। তারপর নিয়মিত সেই ব্লগগুলোতে টিউমেন্ট করুন। মনে রাখবেন, টিউমেন্ট করার সময় স্পাম করবেন না, সবসময় গঠনমূলক টিউমেন্ট করবেন, তাহলেই আপনার টিউমেন্ট এপ্রুভ করা হবে।

#ব্লগ টিউমেন্টিং কেন করা হয়?

ব্লগ টিউমেন্টিং এস ই ও এর একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। যে কোন ওয়েবসাইট এর প্রচার প্রচারণার জন্য ব্লগ টিউমেন্টিং এর ভূমিকা অপরিসীম। ব্লগ টিউমেন্টিং এর মাধ্যমে আমরা খুব সহজেই কোন সাইট এর ট্রাফিক বাড়াতে পারি। গুগল এর কাছেও করে তুলতে পারি সাইটটিকে গুরুত্বপূর্ণ।

#ব্লগ টিউমেন্টিং এ যা যা করা উচিত নয়:

ব্লগ টিউমেন্টিং এর সময় আমরা যে ভুলগুলো করে থাকি তা হল ব্লগটি না পরেই GOOD, NICE, WELL SAID ইত্যাদি কমেণ্ট করে থাকি। অধিকাংশ ক্ষেত্রেই এ সকল টিউমেন্ট এপ্রুভ হয় না। কারণ আমরা জানি অধিকাংশ ক্ষেত্রেই ব্লগ মানুয়ালি এপ্রুভ করা হয়। তাই ব্লগ টিউমেন্টিং করার সময় জেনে বুঝে বা প্রাসঙ্গিক টিউমেন্ট করতে হবে।

#ব্লগ টিউমেন্ট করার ক্ষেত্রে যেসব বিষয় লক্ষ্য রাখতে হয়:

১. না বুঝে, অপ্রাসঙ্গিক টিউমেন্ট না করা।
২. টিউমেন্ট করার সময় word/Phrase না লিখে কয়েকটি বাক্যে টিউমেন্ট করা।
৩. ব্লগ টিউমেন্টিং নির্দেশনা দেয়া থাকলে তা ভালভাবে পড়া।
৪. প্রয়োজনে টিউমেন্ট এ anchor text এ targeted keyword ব্যবহার করা।

Details:
Best SEO Expert in Bangladesh

Level 1

আমি Elite Hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Howdy! I’m Creative Niloy. Thank you for visiting my Profile.I am an Internet Marketer and a Business fanatic from the core,who also provides consultancy services to businesses. I have expertise in all areas of SEO & Digital marketing including advanced SEO services, but I consider myself more of a Local...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস