কিভাবে এসইও ফেন্ডলি তৈরি URL করতে হয়? আপডেট ২০২০

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

এসইও ফ্রেন্ডলি URL তৈরি করা মানে হল আপনার পেজ বা টিউনের লিংকটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নিয়মানুসারে তৈরি করা। অর্থাৎ একটি পেজ বা টিউনের লিংকটি এমন হতে হবে যে গুগুল সার্চ ইঞ্জিনসহ সকল সার্চ ইঞ্জিন যেন আপনার কাঙ্ক্ষিত পেজ বা পোস্টটি প্রথম পেজে নিয়ে আসতে পারে। কিভাবে তৈরি করবেন এসইও ফ্রেন্ডলি URL? চলুন তাহলে বিস্তারিত আলোচনায়।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসা যায়। যে সকল কিওয়ার্ড দিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়, কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করে সেই সকল কিওয়ার্ডগুলো বের করে নিতে হবে। সেই সকল কিওয়ার্ডগুলো ব্যবহার করেই আপনার সাইটকে গুগুল র‍্যাংকিং এ নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে আপনার সাইটের প্রতিটি পেজ এবং টিউনের লিঙ্কগুলো এমনভাবে এসইও করতে হবে যাতে গুগুলসহ সকল সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে র‍্যাংকিং দেয়।

১। টিউনের URL সংক্ষিপ্ত রাখুনঃ

এসইও ফ্রেন্ডলি URL তৈরি করার অন্যতম পয়েন্ট হল URL এ কখনই আপনার ব্লগ টিউনের সম্পূর্ণ টাইটেলটি ব্যবহার করবেন না। শর্ট URL ব্যবহার করুন। কারন শর্ট URL সার্চ ইঞ্জিন র‍্যাংকিং এর জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ২০১৬ সালে, ব্যাকলিংকো ১ মিলিয়নেরও বেশি গুগুল সার্চ রিজাল্টসকে এনালাইজড করে। তাদের এই গবেষণা স্পষ্টভাবে দেখিয়েছে যে গুগুল শর্ট URL কে এসইও র‍্যাংকিং এর ক্ষেত্রে অগ্রাধিকার দেয়।

আদর্শভাবে,

  • একটি URL এর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ৬০ টি অক্ষর।
  • একটি URL এ সর্বোচ্চ ৩-৫টি ওয়ার্ড ব্যবহার করতে হবে।

এখন আমি আপনাকে ২টি লিংক দেখাব,

https://alishopexpress.info/testogen-review-2020-best-testosterone-booster-pills-and-benefit

প্রথম URL আপনি লক্ষ্য করুন, ৯টি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যাতে রয়েছে ৬৪টি অক্ষর।

https://alishopexpress.info/testogen-pills-benefits/

দ্বিতীয় URL লক্ষ্য করুন, এখানে ৩টি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যাতে রয়েছে ২৩টি অক্ষর রয়েছে।

১ম URL এর তুলনায় ২য় URL হল একটি উত্তম আদর্শ এসইও ফ্রেন্ডলি URL। কারন একটি আদর্শ এসইও ফ্রেন্ডলি URL এর বৈশিষ্ট্যগুলো ২য় লিংকে রয়েছে। বিশেষভাবে শর্ট URL কে গুগুল র‍্যাংকিং এর ক্ষেত্রে প্রাধান্য দেয়।

সর্বশেষ, এসইও ফ্রেন্ডলি URLs এর দৈর্ঘ্যের মূল বিষয়ঃ

  • অক্ষর লিমিটঃ ৬০টি
  • ওয়ার্ড লিমিটঃ ৩-৫টি
  • প্রতিটি ওয়ার্ডকে হাইফেন দ্বারা আলাদা রাখতে হবে।

২। URL এ কনটেন্ট বর্ণনা করুনঃ

এসইও ফ্রেন্ডলি URL তৈরি করার দ্বিতীয় পয়েন্ট হল ভিজিটর আপনার সাইটে প্রবেশ করার আগে আপনার লিংকটি দেখবে। আপনার লিংক এবং মেটা ডেক্রাইপশন দেখেই ভিজিটর বুঝতে পারবে যে আপনার পেজে বা টিউনে কি ধরনের কনটেন্ট রয়েছে। তাই আপনার পেজ বা টিউনের সাথে মিল রেখে এমন একটি বাক্যাংশ ব্যবহার করুন যাতে ভিজিটর সহজেই বুঝতে পারে পেজ বা টিউনে কি  ধরনের কনটেন্ট রয়েছে।

৩। URL এ কীওয়ার্ড ইনপুট করুনঃ

এসইও ফ্রেন্ডলি URL তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় URL এ কিওয়ার্ড ইনপুট করা। যে কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েব পেজটি গুগুল র‍্যাংকিং করতে চাচ্ছেন, অবশ্যই সেই কিওয়ার্ডটি URL এর মধ্যে সেট করতে হবে। আর ওয়েব পেজটিতেও কিওয়ার্ডটি সেট করে পেজটি অপ্টিমাইজ করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল  যে কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েব পেজটি গুগুল র‍্যাংকিং করাতে চাচ্ছেন, অবশ্যই সেই কিওয়ার্ডটি URL এর শুরুর দিকে সেট করবেন। কারন সার্চ ইঞ্জিনগুলো পেছনের কিওয়ার্ডগুলোকে তেমন গুরুত্ব দেয়া না। যদি আপনার কিওয়ার্ড facebook promotion হয়, তাহলে URL টি নিচের মত করে তৈরি করুনঃ

https://digitalmarketingsoldier.com/facebook-promotion-tips

৪। URL এ ছোট হাতের অক্ষর ব্যবহার করুনঃ

এসইও ফ্রেন্ডলি URL তৈরি করার এর অন্যতম ট্রিক হল প্রতিটি URL এ সর্বদা ছোট হাতের অক্ষর ব্যবহার করুন। এই বিষয়টা সবার কাছেই মোটামুটি স্পষ্ট। কেন আপনি URL এ ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন?কারন বড় হাতের অক্ষর ব্যবহার করার ফলে কিছু সার্ভারে পুনঃনির্দেশ বা 404 ত্রুটি হতে পারে। তাই বড় হাতের অক্ষর কখনই ব্যবহার করবেন না।

নোটঃ ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারন ওয়ার্ডপ্রেস অটোম্যাটিকভাবে ছোট হাতের অক্ষর ব্যবহার করে। আপনি URL গুলোতে বড় হাতের অক্ষর দিলেও ওয়ার্ডপ্রেস তা ছোট করে ফেলে।

৫। URL এ HTTPS ব্যবহার করুনঃ

এসইও ফ্রেন্ডলি URL তৈরি করার গুরুত্বপূর্ণ পয়েন্ট হল অনলাইনে সুরক্ষা আজকাল একটি বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অকল্পনীয়ভাবে সাইবার ক্রাইম বেড়েই চলছে এবং পরিচয় চুরি হয়ে যাচ্ছে। তাই আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই সুরক্ষিত কানেকশন সংযুক্ত হতে হবে।  কারন HTTPS ভিজিটর এবং আপনার ওয়েব সার্ভারের মধ্যে এনক্রিপ্ট করে ডাটা আদান-প্রদান করে। তাছাড়া এটি আপনার ওয়েবসাইট র‍্যাংকিং এর জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই আপনি যদি  HTTPS ব্যবহার করে না থাকেন, তাহলে আজই আপনার সাইটে HTTPS যুক্ত করুন।

জেনে নিনঃ HTTPS কি? যা আপনার জানা উচিৎ?

 

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। অসাধারন টিউন

Level 0

আমি মোহাম্মাদ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

হাই বন্ধুরা, আমি মোহাম্মাদ আলী। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং বাংলায় ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখা-লেখি করি। আমি এই ব্লগের ফাউন্ডার। প্রয়োজনে ব্লগটি ঘুরে আসতে পারেনঃ Blog: https://digitalmarketingsoldier.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস