কমদামে সেরা কিছু রেইনকোট

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

ইচ্ছে করে বৃষ্টিতে ভেজার শখ থাকলেও কর্মব্যস্ত জীবনে উদাস হয়ে বৃষ্টিতে ভেজার মত ফুসরত কারও নেই। এজন্য কর্মব্যস্ত মানুষগুলোর বৃষ্টির দিনেও নিজেকে সতেজ রাখাটা জরুরি। বৃষ্টির আবহাওয়াতে নিজেকে সুন্দর ও প্রাণবন্ত রাখতে না পারলে অসুখ বিসুখ সহ নানা সমস্যা ঘটতে পারে। তাহলে বৃষ্টির দিনে নিজেকে সতেজ রাখবেন কিভাবে? উত্তর হচ্ছে-রেইকোট পরে। বৃষ্টিতে না ভিজতে চাইলে ব্যাগে সবসময় রেইনকোট থাকা চাই। আমার মতে বৃষ্টিতে সতেজ থাকার অন্যতম অনুসঙ্গী রেইনকোট।

 

রেইনকোট বর্ষার অন্যতম সঙ্গী। বৃষ্টি থেকে রক্ষা ও সাথে সাথে ফ্যাশনটা বজায় রাখতে রেইনকোটের জুড়ি মেলা ভার। বাজারে সিঙ্গেল ও ডাবল দুই ধরনের লেয়ারের রেইনকোট পাওয়া যায়। তবে সিঙ্গেল লেয়ারের চেয়ে ডাবল লেয়ারের রেইকোট ভাল। বাজারে ভালো মানের বর্ষাতির মধ্যে আছে ডার্বিসুপার, কমফোর্ট, ফেদার, ব্রিদেবল, রেড চ্যাম্পিয়ন ইত্যাদি। আবার দেশি পলিয়েস্টার, ওয়াটারপ্রুফ, ফিলিপস, প্যারাসুট, বিগবসও রয়েছে। তবে আমাদের ছেলেরা সাধারণত ক্লাসিক, অ্যাটলাস, হোন্ডা ও প্লেবয় ব্র্যান্ডের রেইনকোট গুলিই বেশি পরে।

 

একটু লং টাইপের রেইনকোটগুলো সাধারণত মেয়ে ও শিশুদের জন্য। এসব রেইনকোটে বোতাম থাকে। জিপারের ব্যবহার কম। তবে রঙের ক্ষেত্রে বৈচিত্র্য রয়েছে। আছে গাঢ় নীল, হলুদ, আকাশি, গোলাপি ও কালো। এসব লং রেইনকোটে দু্ই ধরনের হুডির দেখা মিলবে। লং ও শর্ট। হুডি আলাদা করে রাখার জন্য আছে চেইন। দুই পিসের রেইনকোট ছেলেদের জন্য। সঙ্গে হুডিও আছে। ছেলেদের রেইনকোট ছাই, কালো ও বাদামি রঙেরই বেশি দেখা যায়।

 

রেইনকোটের দাম নির্ভর করে এর কাপড়ের মান ও স্তরের ওপর। বাজারে পাওয়া যায় যেসব রেইনকোট তা সাধারণত পলিয়েস্টার অথবা প্যারাসুট কাপড়ের। এর বাইরে কম দামে পাবেন প্লাস্টিকের রেইনকোটও। দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিলে রেইনকোট পাবেন ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে।

এছাড়াও রাস্তাঘাটে অনেক স্থানেই রেইনকোট পাওয়া যায়। তবে আপনি ঘরে বসে ভালমানের রেইনকোট পেয়ে যেতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল ডটকমে।

➡ ঘরে বসে কমদামে ভাল মানের রেইনকোট কিনতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস