আপনার বাগানের ফুলগাছের যত্ন কি নিচ্ছেন ?

প্রিয় বন্ধুরা,
আপনার যারা ফুল বাগানের মালি তারা কি আপনার বাগানের ফুল গাছের কি ঠিকমতো যত্ন নিচ্ছেন? যদি যত্ন না নিয়ে থাকেন তবে আজ থেকে সাবধান হয়ে যান। ফুলবতী গাছ আশা করেন কিন্তু গাছের যত্ন নিবেন না, গোঁফে তেল দিলে কি তরতাজা ফুল ফুটবে? আরে ভাই আপনাদের ফুল বাগানের যত্নের কথা বলছি বলে কি আমার আবার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লেগে যায়েন না আবার। 😀
এখন আসি আসল কথায়, অনেকেই সখ করেই ওয়েব সাইট বানান। এই ওয়েব সাইটই হল আলঙ্কারিক অর্থে অাজকের টিউনের ফুলের বাগান। এখন ব্রাদাররা বুজলেন কিছু?
এই বাগানের মতো সাজানো ওয়েব সাইটটি প্রথমে সখের বসে করলে ও পরে চান বাণিজ্যিকভাবে লাভবান হতে। বাণিজ্যিকভাবে লাভবান হতে একে একটি বাগানের মতোই সেচ,সার দিতে হবে। আর সেই সেচ, সার হল ইউনিক কনটেন্ট। এখনকার যুগে স্বতন্ত্র উপাদান ছাড়া একটা ওয়েব সাইটকে বিজ্ঞাপন দাতাদের নিকট আকর্ষণ করানো সম্ভব নয়।
এই একজন ব্লগের পাঠক নতুন কিছু শিখতে বা জানতে আপনার সাইটে আসবে কিন্তু সে চাবে না জানা বিষয় আপনার ব্লগ থেকে পড়ে জানতে।
কি ভাবে গুগল আডসেন্স পাওয়া যায় তা অনেকের কাছ থেকে জেনেছেন নিশ্চয়। তবে আমি লক্ষ্য করেছি যে অনেকেই স্বতন্ত্র উপাদান বা বিষয়াদি নির্বাচন না করেই নেমে যান এসইওর পিছনে। মনে করেন এসইও করার পর অন্য কিছুর কথা ভাবা যাবে। মানেটা হল গাই গাভী কেনার আগে দুধের ধোনা কিনার কিসসা। আপনার ওয়েব সাইট বা ব্লগে যদি কিছুই না থাকে, তবে ভিজিটর এসে করবে টা কি? কার মশা মারতে কামান দাগাবে শুনি?:D অনেকেই আবার ওয়েব সাইট এর খবর নাই গুগল এডসেন্স নিয়া গতাগুতি করতে করতে easy কাজে মহা busy। বছর যাবে মাস যাবে কিন্তু ফলাফল দেখবে শূন্য। তখন আসল বেগার খাটার মাজেজা টা বুজবে কিন্তু সময় কি কারোর জন্য বসে থাকবে না। দেখা যাবে পাশের বাড়ীর ছেলেটা সঠিক নিয়ম মেনে ঠিকই অায় করে সবার কাছে প্রিয় পাত্র হয়ে উঠেছে। কারণটাও কিন্তু ওই গাছে পানি দেয়ার ব্যাপার!
তাই বলিকি ভাইয়েরা আর বাজে সময় নষ্ট না করে, আসুন, আমাদের সাইট গুলির যত্ন নিই ফুল গাছের মতো।
আগে ১৫টা ভাল আর উৎকৃষ্টমানের লেখা লিখুন। আবার কপি পেস্ট করতে যাবেননা অাবার । তবে আপনার সব শ্রম কিন্তু পন্ড শ্রম হবে।
এর পর বিসমিল্লাহ্‌ পরে গুগল মামার এডসেন্সরে ডাকেন এখন আপনার ধরা নিবেই দিবে।
একটা ছোট একটা টিপসঃ http://www.hubpages.com -এই সাইটে রেজিট্রেশন করে ৫ টি আর্টিকেল সাবমিট করুন। এবং ওইখানে গুগল আডসেন্স অ্যাপ্লাই করলে সহজেই পাবেন। আপানার সোনার হরিন এডসেন্স। তাই আর দেরি কেন?
হ্যাপি ব্লগিং.........সব্বাইকে।
-------------------------------------------------

পাদটিকাঃ এই বাংলাদেশেও অনেক ভাইয়ারা আছেন যারা মাসে মাসে মোটা অঙ্কের উপার্জন করছেন বৈদেশিক মুদ্রা। আমরা যেদিন তাদের রাস্তাই হাঁটতে পারব, অামাদের সাফল্যে সেদিন তারাই বেশী পরিতৃপ্তি পাবেন। কারন তারা অকৃপণ হাতে সাহায্যর হাত পেতে রেখেছেন আমাদের জন্য। সেটা হোকনা কিঞ্চিত উৎসাহ-অনুপ্রেরণা তাইবা কম কিসে? এটাই হোক আমাদের জন্য বড় আশীর্বাদ। যা বয়ে আনুক সাফল্যের ফল্গুধারা।

Level 0

আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ।

Level New

ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂