Li-Fi কি? বিশদ ভাবে আলোচনা করা হলো, প্রযুক্তি প্রেমি হলে আপনার অবশ্যই Li-Fi সম্পর্কে সবকিছু যানা দরকার

কিছু দিন আগে ইন্টারনেট এ, বিভিন্ন টেকনোলজি ওয়েবসাইট এ, খবরের কাগজে Li-Fi সম্পর্কে তো নিশ্চয় শুনেছেন। এখন Li-Fi কি?, Li-Fi কেমন করে Wi-Fi এর তুলনায় উন্নতম অথবা কেমন করে Li-Fi আপনার ইন্টারনেট সংযোগকে অনেক দ্রুতগামী করতে সক্ষম এই সকল বিষয় নিয়ে এই আর্টিকেল এ আলোচনা করতে চলেছি।

Li-Fi কি?

Li-Fi এর পুরো নাম হলো Light-Fidelity. যাই হোক, সুধু এর পুরো নাম জেনেই আপনি Li-Fi সম্পর্কে কিছুই জানতে পারবেন না। তাই আমাদের আরো বিশদ আকারে আলোচনা করতে হবে। প্রথমেই বলে রাখি Li-Fi এর আবিষ্কারক হলেন, Professor Harald Haas. ২০১১ সালে তিনি Li-Fi এর মূলমন্ত্র জনগন এর সামনে প্রথম প্রকাশ করেন। এবং তিনি দেখিয়েছিলেন যে কিভাবে আপনি লাইট এর সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারেন।

যাই হোক, তারপর থেকে তিনি Li-Fi নিয়ে নিয়ে বিশদ ভাবে গবেষণা করতে থাকেন, এবং মুটামুটি সপ্তাহ তিনেক আগে Li-Fi এর পরীক্ষা করা হয়। এবং পরীক্ষায় Li-Fi কে Wi-Fi এর তুলনায় অনেক দ্রুত দেখতে পাওয়া যায়।

আসলে Li-Fi (VLC - "Visible Light Communication") এর ধারনার উপর কাজ করে। এখন যদি না জানেন যে VLC কি? তাহলে বুঝানোর চেষ্টা করছি। আপনি যদি একটি LED বাল্প কে Constant Input Power দেন তবে আপনি এর Output ও Constant দেখতে পাবেন। যদি আপনি Input Power কিছু পরিবর্তন করে দেন তবে আপনি Output এ ও পরিবর্তন দেখতে পাবেন। আপনি যত দ্রুত Input পরিবর্তন করবেন আপনি Output ও ততো দ্রুত পরিবর্তন হতে দেখতে পাবেন। এবং এই ধারনার মাধ্যমে আপনি এক ধরনের যোগাযোগ ব্যাবস্থা তৈরি করতে পারবেন।

এখনও মাথায় ঢোকেনি তো? আচ্ছা চিন্তা করার কিছু নাই! আরো উদাহরণ দিচ্ছি। এইবার টিভি এর রিমোট এর কথা ভাবুন। আসলে টিভি রিমোট এর সামনে একটি Infrared বাল্ব লাগানো থাকে। এবং যখন আপনি রিমোট এর নির্দিষ্ট কোন বাটন চাপেন তখন ওই বাল্ব এ নিদিষ্ট ভঙ্গীর আলো জলে ওঠে। এইবার আপনার টিভি তে থাকা সেন্সর সেই ভঙ্গিটি অনুধাবন করে তার কাজ সম্পূর্ণ করে। মনে করুন টিভি চানেল পরিবর্তন এর জন্য রিমোট এর বাল্বটি ২ বার বিপ বিপ করে, তাহলে যখন আপনি রিমোট এ চানেল পরিবর্তন করার জন্য চাপ দেবেন তখন বাল্বটি দুইবার বিপ বিপ করবে। এবং টিভি তে থাকা সেন্সর তা গ্রহন করবে, আপনার টিভি তে আগে থেকেই প্রোগ্রাম করা আছে যে দুইবার বিপ বিপ গ্রহন করার পর চ্যানেল পরিবর্তন করতে হবে। আসা করি এইবার বিষয়টা জলের মত পরিষ্কার।

Li-Fi এর মুল মন্ত্র কিছুটা এই রকমই। কিন্তু টিভি রিমোট এর মত Li-Fi এ একটি বাল্ব না থেকে অনেক গুলো বাল্ব থাকে যাতে আপনি অনেক দ্রুত ডাটা আদান প্রদান এবং একসাথে অনেক ব্যবহারকারি তা ব্যবহার করতে পারেন। আসলে VLC হলো Li-Fi পরিচালনা করার সাধারন মাধ্যম। কিন্তু Li-Fi আপনাকে আরো অধিক কিছু দিতে সক্ষম। এমনটা হবে না যে আপনি LED বাল্ব এর আলো থেকে সরে যাবেন আর আপনার ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। আপনি যখন ই এক বাল্ব উৎস থকে সরে গিয়ে আরেক উৎসর কাছে যাবেন Li-Fi স্বয়ংক্রিয় ভাবে আপনার সাথে সংযুক্ত হয়ে যাবে।

আমরা যে সাধারন বাল্ব অফিস কিংবা বাসাতে ব্যবহার করে থাকি তা শুধু LED বাল্ব এ পরিবর্তন করে এবং এক প্রকার ড্রাইভার লাগিয়ে Li-Fi ব্যবহার করতে পারব। বাসার ছাঁদ থেকে আলো আসার সাথে সাথে আপনি ইন্টারনেট ও ব্যবহার করতে পারবেন, তাও আবার সেরাম গতিতে।

তো এই ছিল Li-Fi এর সাধারন ধারনা, এবং Li-Fi কিভাবে কাজ করে তার প্রসঙ্গে। এইবার চলুন দেখে নেয়া যাক Li-Fi এর শুবিধা গুলু।

Li-Fi এর বিশেষ সুবিধা সমূহঃ

১. গতিঃ Li-Fi এর সুবিধা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যা বলতে হয়, তা হলো Li-Fi এর গতি। Li-Fi ব্যবহার করে আপনি ১০০ Gbps পর্যন্ত গতি পেতে পারবেন। এটি একদম পরীক্ষিত হয়ে গেছে। তাছাড়াও Wi-Fi এর তুলনায় Li-Fi এর Frequency ১০,০০০ গুন বেশি।

২. অধিক ব্যবহারকারি নিয়ন্ত্রন এ সক্ষমঃ Li-Fi এর Frequency Wi-Fi এর তুলনায় অনেক বেশি হওয়া তে Li-Fi একসাথে অনেক ব্যবহারকারি নিয়ন্ত্রন এর ক্ষমতা রাখে। এর মানে হলো ব্যবহারকারি বৃদ্ধি পেলেও তাদের মাঝে সংযোগ এর ত্রুটি দেখতে পাওয়া যাবে না। আমরা যদি কথা বলি Wi-Fi নিয়ে, তাহলে দেখতে পাবেন যে কনো ব্যবহারকারি যদি বেশি Bandwidth ব্যবহার করে তবে অন্য ব্যবহারকারির সংযোগ ধীরগতি সম্পন্ন হয়ে পরে। কিন্তু Li-Fi টেকনোলজি তে তা হবে না।

৩. অধিক নিরাপত্তাঃ Wi-Fi বা ওয়ারলেস এর যে সিগনাল হয় তা আপনার দেওয়াল ভেদ করে জেতে পারে। তার ফলে আপনি যখন Wi-Fi ব্যবহার করেন তার সিগনাল আপনার প্রতিবেশী ও পেয়ে যায়। আর যদি আপনার Wi-Fi পাসওয়ার্ড প্রতিবেশীকে দিতে না রাজী হন, তবে সেই প্রতিবেশী ই টেকটিউনস এ এসে Wi-Fi পাসওয়ার্ড হ্যাক করার টিউটোরিয়াল খোঁজে। যাই হোক, Li-Fi যেহতো লাইট টেকনোলজি তে চলে তাই সিগনাল আপানার ঘর এর  দেওয়াল ভেদ করে কথাও যাওয়ার সম্ভবনা থাকে না। কারন আমরা জানি যে, আলো ঘন বস্তু ভেদ করতে পারেনা। তাই আপনি ঘরে বসে বিন্দাস Li-Fi দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন আর কাওরো বাপের ও ক্ষমতা থাকবে না আপনার সিগনাল সনাক্ত করার।

৪. সর্বাধিক সিগনালঃ ওয়ারলেস সিগনাল আসলে WIDE হয়। অর্থাৎ, আপনি যখন Wi-Fi রাউটার চালু করেন তখন এর সিগনাল চারিদিকে সমান ভাবে ছড়িয়ে পরে। এখন যদি সেই সিগনাল আপনার দিকে না আসে তবে সেটা বৃথা। কেননা যতটা সিগনাল আপনার দিকে আসবে ততটাই সিগনাল আপনার চারিদিকেও যাবে। কিন্তু Li-Fi যেহত আলো, তাই আপনি এটাকে আপনার পছন্দের দিকে টার্গেট করতে পারবেন। ফলে আপনি সর্বাধিক সিগনাল পেতে পারবেন এবং আপনার ডাটা ঘনত্ব ও বেড়ে যাবে। আপনি সর্বাধিক সিগনাল এ উচ্চ গতির ডাটা আদান প্রদান করতে পারবেন।

৫. স্বাস্থ্য বান্ধবঃ অনেক গবেষণায় দেখা গেছে যে ওয়ারলেস সিগনাল এ Radiation থাকে। কিন্তু Li-Fi যেহত আলো দিয়ে চলে তাই এখানে কনো Radiation এর আসঙ্খা থাকে না। তাই বলতে পারেন Li-Fi সম্পূর্ণ আপনার স্বাস্থ্য বান্ধব।

তো এই ছিল Li-Fi ব্যবহার এর বিশেষ সুবিধা সমূহ। আসা করি এর চেয়ে আরো অনেক বেশি সুবিধা আপনি পেতে পারবেন যখন আপনি Li-Fi ব্যবহার করবেন। তো চলুন এইবার আলোচনা করি Li-Fi নিয়ে কিছু ভুল ধারনার। Li-Fi আসতে না আসতেই ইতি মধ্যে অনেক ভুল ধারনাও ছড়িয়ে পড়েছে চারিদিকে। তো দেখে নিন ইতিমধ্যে আপনি কোন কোন ভুল ধারনার শিকার হয়ে পড়েছেন।

Li-Fi নিয়ে কিছু ভুল ধারনাঃ

অনেকেই জানেন যে Li-Fi, Wi-Fi থেকে ১০০ গুন বেশি দ্রুতগামী। বলতে গেলে আমিই অনেক জায়গায় এই বিষয়টি দেখেছি, এমনকি টেকটিউনস এ ও এই শিরনাম দিয়ে ২-৪ তা টিউন আপনি পেয়েও যেতে পারেন। কিন্তু আসলে এটি ভুল ধারনা। কারন বর্তমান Wi-Fi এর আধুনিক টেকনোলজি হলো IEEE 802.11ad যা ৭০০ Gbps পর্যন্ত গতি প্রদান করতে সক্ষম। যেটা Li-Fi পরীক্ষায় কখনই পাওয়া যায়নি। তাই আপনি যদি মনে করে থাকেন যে Li-Fi, Wi-Fi থেকে ১০০ গুন বেশি দ্রুতগামী, তবে এটি নির্ঘাত একটি ভুল ধারনা।

আরেকটি ভুল ধারনা হলো, Li-Fi দিয়ে মুভি ডাউনলোড করলে ১ সেকেন্ড বা ২ সেকেন্ড এ ডাউনলোড হয়ে যাবে। দেখুন, আসলে বিষয়টা মোটেও তা না। আসলে ইন্টারনেট এর যা গতি তা নির্ভর করে আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এর উপর এবং আপনি যেখান থেকে মুভি ডাউনলোড করবেন তার সার্ভার এর উপর। আমার মনে হয় না যে আজকের দিনে এমন কনো সার্ভার আছে যা ১০০ জিবিপিএস গতি দিতে সক্ষম। তবে আপনি লোকাল ভাবে ১০০ জিবিপিএস গতিতে ফাইল আদান প্রদান করতে পারবেন।

Li-Fi এর ব্যবহারঃ

তো চলুন এইবার আলোচনা করা যাক Li-Fi কোথায় কোথায় এবং কেমন করে ব্যবহার করা যেতে পারে তা নিয়ে। আমরা যেমন Wi-Fi ব্যবহার করার জন্য Wi-Fi রাউটার ব্যবহার করি তেমনি Li-Fi ব্যবহার করার জন্য ও তো ডিভাইস দরকার, তাই না? তো চলুন দেখে নেয়।

১.  Li-Fi Hotspot হিসেবে রাস্তার লাম্পঃ আগেই বলেছি যে  Li-Fi আলো দিয়ে চলে তাই আপনার গোটা কলোনি বা পাড়া বা রাস্তাকে Li-Fi Hotspot এ পরিনত করতে রাস্তার লাম্প গুলোই যথেষ্ট। এতে আপনি পাবলিকালী আলোর সাথে অনেক কম খরচে নির্মিত Li-Fi Hotspot দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এমনকি রাতের শহরের বিভিন্ন ঝিকঝাক বাতি, দোকানের লাইটিং বক্স ইত্যাদি কেও  Li-Fi Hotspot এ পরিনিত করতে পারবেন। জীবন আরো কতটা সহজ হয়ে যাবে ধারনা করতে পারছেন তো?

২. সকল ডিভাইস এক সাথে সংযুক্ত করণঃ বর্তমানের যে সকল আধুনিক ডিভাইস আছে যেমনঃ স্মার্ট ফোন, ল্যাপটপ, টিভি ইত্যাদি কেও আপনি অনেক সহজেই একে অন্যের সাথে Li-Fi ব্যবহার করে সংযুক্ত করতে পারবেন। একে অন্যের সাথে ডাটা আদান প্রদান এর পাশাপাশি সকল প্রকার সংযোগ স্থাপন করা সম্ভব হবে এই Li-Fi প্রজুক্তির মাধ্যমে। এবং উচ্চগতি সম্পূর্ণ ডাটা আদান প্রদান বাবস্থা তো থাকছেই।

৩. যেকোনো পরিবেশে ব্যবহার যোগ্যঃ Li-Fi প্রজুক্তি আপনি যেকোনো পরিবেশে ব্যবহার করতে পারবেন। কিছু কিছু পরিবেশ যেমন যেখানে মাইনস পোতা থাকে বা পেট্রো কেমিক্যাল প্লান্ট যেখানে ওয়ারলেস সিগনাল কখনও কখনও ক্ষতিকর হতে পারে আপনি সেখানেও Li-Fi ব্যবহার করতে পারবেন। এমনকি Li-Fi আপনি বিমানেও ব্যবহার করতে পারবেন। বিমানে লক্ষ্য করলে দেখবেন যে যাত্রীদের আসনের উপর লাইট বাল্ব লাগানো থাকে, সেখান থেকেই আপনি Li-Fi ব্যবহার করতে পারবেন। সবচাইতে ভালো কথা হলো আপনি পানির নিচেও Li-Fi ব্যবহার করতে পারবেন। আপ্নারা জানেন যে পানির নিচে ওয়ারলেস সিগনাল কাজ করে না, কিন্তু আলো তো অবশ্যয় দেখা যায়।

৪. গাড়িতে Li-Fi এর ব্যবহারঃ আপ্নারা জানেন যে আজকালকার গাড়িতে অনেক LED বাল্ব থাকে, আর আপনি সেই বাল্ব এর সাহায্যে গাড়িতে Li-Fi ব্যবহার করতে পারবেন। এবং স্মার্ট গাড়িতে Li-Fi ব্যবহার করে একে অন্য গাড়ির সাথে সম্পর্ক স্থাপন ও করতে পারবেন। এতে দুর্ঘটনার ঝুকি অনেক অংসে কমানো সম্ভব।

Li-Fi এর ভবিষ্যৎঃ

Li-Fi সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি। তাই এতি এখনই পাওয়া বা ব্যবহার করার সুযোগ হবে না। হয়তো আগামি ১০ বছরে Li-Fi এর ব্যবহার পুরা দমে শুরু হয়ে যেতে পারে। তখনকার স্মার্ট ফোন বা ট্যাবলেট এ Li-Fi ডিভাইস হয়তো আগে থেকেই লাগানো থাকবে। তবে আমি স্পষ্ট করে বলতে পারি যে আগামি দিনে Li-Fi ই Wi-Fi এর জায়গা দখল করে নিতে সক্ষম।

Li-Fi এর রেঞ্জ বেশি হবে না। কারন এটি আপনার মাথার উপর থাকবে, তাই আপনাকে একটি নির্দিষ্ট জাইগাতে থেকে Li-Fi ব্যবহার করতে হবে। তবে উচ্চ গতির ডাটা আদান প্রদান এর ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন।

উপসংহারঃ

আজকের টিউন এর একদম শেষ এ চলে এসেছি। আশা করছি যে জানার কামনা নিয়ে এই টিউনটি পড়তে শুরু করেছিলেন তা আপনার অর্জিত হয়েছে। আপনি জেনেছেন Li-Fi কি তা নিয়ে, জানলেন এর বিশেষ সুবিধা গুলো এবং কোথায় কোথায় Li-Fi ব্যবহার করতে পারবেন তা নিয়ে। Li-Fi নিয়ে যে সকল ভুল ধারনা আপনার ছিল, আশা করি সেগুলো ও দূর করতে সক্ষম হয়েছি। এবং পরিশেষে জানলেন Li-Fi এর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে। আশা করি খুব উপভোগ করেছেন এই টিউনটি কে। তারপর ও আপনার কেমন লাগলো তা আমাকে টিউমেন্ট করে জানাবেন। আপাদের সুন্দর সুন্দর টিউমেন্ট পড়তে প্রচণ্ড ভাল লাগে।

তাছাড়াও আপনারা যদি নতুন কনো টেকনোলজি নিয়ে জানতে চান তবে আমাকে টিউমেন্ট এ বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের জানানর জন্য লিখতে।

মজাদার টেকনোলজি আর্টিকেল পড়তে আমার টেক ব্লগ Techubs.Net ভ্রমণ করার আমন্ত্রন রইল। আশা করি কিছু জানতে পারবেন, যা হয়তো এত দিনেও অজানা ছিল।

সবাই ভালো থাকুন, আর সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের এর টিউন। দেখা হবে আবার অন্য কোনো মজাদার টিউন এ। আল্লাহ্‌ হাফিয।

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর একটি টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য । আমি অবশ্য কয়েকদিন আগে Li-Fi নিয়ে ইউটিউবে একটি ভিডিও দেখেছিলাম । বাংলাদেশে কবে এটা ব্যবহার করা যাবে সেটাই এখন প্রশ্নের বিষয় ।

আরে ভাই সব কিছু পাবেন এই ওয়েবসাইট এ নতুন মোবাইল এর দাম, বাংলা ভিডিও গান, বাংলা মুভি, এন্ড্রোয়েড এপ্স, বাংলা খবর এবং যে কোনো ধরনের টিউন।
শুধু মাত্র
http://www.alistorebd.com
এখুনি ভিজিট করুন।

very informative tune….

মাত্র ৫০ টাকায় পাচ্ছেন ১ জিবি হোস্টিং ! https://secure.hostcart.net/aff.php?aff=1

অনেক সুন্দর পোষ্ট করছেন।
এধরনের নতুন নতুন প্রজুক্তি নিয়ে পোষ্ট দিবেন।