সংখ্যার মজার খেলা

সংখ্যা জিনিসটাই রহস্যময়। আমাদের চারপাশে যা কিছু আছে, তাতে সংখ্যার ছড়াছড়ি। এই সংখ্যা নিয়ে রয়েছে নানা রকম খেলা আর ধাঁধা। আসুন ছোট্ট কিছু খেলা/ধাঁধার সাথে পরিচিত হই।

খেলা/ধাঁধা – ১

আপনাকে যা করতে হবে তা হল ১ থেকে ৯ পর্যন্ত প্রতিটি সংখ্যা মাত্র ৩ বার ব্যবহার করে ফলাফল ৬ বানাতে হবে। অর্থাৎ,

1 ? 1? 1 = 6

প্রশ্নবোধক চিহ্নের জায়গায় (+, -, x, ÷, ইত্যাদি) বসাতে হবে। আসুন শুরু করি, সহজ দিয়ে শুরুঃ

2+2+2 = 6

দেখলেন কেমন সহজ। এবার বাকিগুলো চেষ্টা করুনঃ

1 ? 1? 1 = 6

3 ? 3? 3 = 6

4 ? 4? 4 = 6

5 ? 5? 5 = 6

6 ? 6? 6 = 6

7 ? 7? 7 = 6

8 ? 8? 8 = 6

9 ? 9? 9 = 6

ভয় পাবার কিছু নেই, বেশি কষ্ট হলে টিউনের নীচে উত্তর দেখে নিন

খেলা/ধাঁধা - ২

এটা মনে হয় কম-বেশি সবার জানাঃ

1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321

খেলা/ধাঁধা - ৩

142857 এমনই একটা সংখ্যা যাকে আপনি ১ থেকে ৬ যা দিয়েই গুন করুন না কেন, এর অংকগুলো একই থাকে, শুধু জায়গা পরিবর্তন করে। যেমনঃ

142857 x 1 = 142857

142857 x 2 = 285714

142857 x 3 = 428571

142857 x 4 = 571428

142857 x 4 = 714285

142857 x 6 = 857142

খেলা/ধাঁধা - ৪

৩ অংকের এমন একটি সংখ্যা নিন যার প্রথম অংকটির সাথে তৃতীয় অংকের পার্থক্য ১ থেকে বেশি। যেমন ৫২৭, ৩৪৬, ৮৯২ ইত্যাদি। মনে করলাম আমারটা ৩৩৫।

এবার এই সংখ্যাকে উল্টে দিন। [৫৩৩]

বড় সংখ্যা থেকে ছোটটি বাদ দিন। [৫৩৩ - ৩৩৫ = ১৯৮]

প্রাপ্ত ফলের সাথে তার উল্টো রূপটি যোগ করুন। [১৯৮+৮৯১ = ১০৮৯]

আপনি যে সংখ্যাই নিবেন এই চূড়ান্ত ফল কখনো ১০৮৯ ছাড়া অন্য কিছু হবে না।

খেলা/ধাঁধা - ৫

37037 এমনি একটি সংখ্যা যাকে প্রথমে ১ থেকে ৯ এর মধ্যে যে কোন সংখ্যা দিয়ে গুন করে প্রাপ্ত ফলকে ৩ দিয়ে গুন করলে চূড়ান্ত ফলের ডিজিটগুলো সব একই হয়।

যেমনঃ

[37037 x 4 = 148148]..... [148148 x 3 = 444444]

[37037 x 5 = 185185]..... [185185 x 3 = 555555]

মজার ব্যাপার না!

আর হ্যা, বলতে ভুলে গিয়েছিলাম - 111111111 কে 111111111 দিয়ে গুন করলে কি হয় জানেন তো। তাও বলে দিচ্ছি 12345678987654321

খেলা - ১ এর সমাধান

6+6 - 6 = 6

3x3 - 3 = 6

5÷5 + 5 = 6

-7÷7 + 7 = 6

√4+√4+√4 = 6

√9x√9 - √9 = 6

ঘন√8+ঘন√8+ঘন√8 = 6

(1+1+1)2 = 6

----------------------------------

কেমন লাগল? নতুন দুই-একটা পেলেন কি?

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লেগেছে প্রিয়তে থাকলো।

দারুন জিনিস …………..

জটিল !!!!!!!!!!!!!!!!

প্রিয়তে…

great

Level 0

আরো নতুন কিছু চাই।

    দেবার চেষ্টা করব। ধন্যবাদ

Level 0

মজা পেলাম

খুব ভাল লাগল । 🙂
ধন্যবাদ ।

Level New

প্রিয়তে রাখলাম পরে কাজা লাগাব।

    ধন্যবাদ, কাজে লাগলে খুশী হব।

Level 0

খুব ভালো লাগলো ভাই । তাই প্রিয়তে থাকলো ।

হুম বেশ মজার। আচ্ছা প্যাসকেলের ত্রিভুজ ব্যাপারটা বোঝাতে পারবেন? বা কোনো টিউন?

    মাফ করবেন, ম্যাথামেটিক্স এর জটিল ব্যাপারগুলো বোঝানোর ক্ষমতা আমার নেই..
    ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ
নতুন কিছু চাই

প্রিয়তে রাখলাম পরে কাজা লাগাব। আর কিছু থাকলে দেন <3

ধন্যবাদ শান্ত ভাই