কম্পিউটার বিজ্ঞানের তিন জন মহামানব

সবাইকে ইংরেজী নববর্ষ এর শুভেচ্ছা । আজ আমি যে টিউন টা করবো এটা হয়ত কার উপকারে আসবে না ,তবে এ থেকে কিছু তথ্য হয় ত পেতে পারেন । আজ আমি কয় একজন মহামানবের সাথে আপনাদের পরিচয় করে দিবো যাদের জন্য হয় আজ আমি টেকটিউনস এ টিউন করতে পারছি এবং আপনারা টিউন পড়তে পারছেন। ১ম আমি যে ব্যক্তি তার নাম বলবো তিনি হলে

আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ

চার্লস ব্যাবেজ (২৬শে ডিসেম্বর, ১৭৯১—১৮ই অক্টোবর, ১৮৭১) একজন ইংরেজ গণিতবিদ। তাঁকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিকাল ইঞ্জিন নামের দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরী করেন। তাঁর তৈরি অ্যানালাইটিকাল ইঞ্জিন যান্ত্রিকভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারত এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য আজকের কম্পিউটারের ডিজাইনে এখনও গুরুত্বপূর্ণ। অর্থায়নের অভাবে ব্যাবেজ তাঁর প্রকল্পটি সম্পূর্ণ করতে পারেননি।

আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ

এবার যে ব্যক্তি তার নাম বলবো তিনি

ইমেইল সিস্টেম জনক রে টমলিনসন

রে টমলিনসন  (জন্ম  ১৯৪১ ) ১৯৭০ সালের দিকে নেটেনক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে লোকাল ইমেইল সিস্টেম উদ্ভাবন করেন যা SNDMSG এবং READMAIL হিসেবে নামকরন করা হয়। ১৯৭১ এর দিকে তিনি পুনরায় আরপানেট উপযোগী একটি ইমেইল সিস্টেম উদ্ভাবন করেন। তিনই প্রথম ইমেলের প্রাপপকে চিহিৃত করার জন্য @ সিম্বল ব্যবহার করেন যা বর্তমান ইমেইল সিস্টেমে ব্যবহার হয়ে থাকে।

এর পরবর্তি সময় থেকে ক্রমান্বয়ে  MAIL, MLFL, RD, NRD, WRD, MSG, MMDF ও Send Mail সহ বিভিন্ন মেইলিং সিস্টেম ও স্টান্ডার্ড উদ্ভাবিত হয়।

ইমেইল সিস্টেম জনক রে টমলিনসন

এবার যে ব্যক্তি তার নাম বলবো তিনি

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) জনক স্যার টিম বার্নার্স-লি

স্যার টিম বার্নার্স-লি (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের ডিরেক্টর।১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন এই কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্লড ওয়াইড ওয়েব তৈরি করেন। সেটা থেকে শুরু করে ওয়েবের উন্নতিসাধনে তিনি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন। উদাহরণস্বরূপ, তিনি মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরিতে ভূমিকা রাখেন যার মাধ্যমে ওয়েবপেজ অলঙ্করণ বা কম্পোজ করা হয়। সাম্প্রতিক সময়ে তিনি সেমান্টিক ওয়েব তৈরিতেও উত্সাহ প্রদান করেছেন।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) জনক স্যার টিম বার্নার্স-লি

তথ্যসুত্র : উইকিপিডিয়া

১ম এখানে প্রকাশিত

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাদের জন্য বিজ্ঞান এতো গতিময় তাঁদের কিছু সফলতা উপস্থাপন করার জন্য ফাহিম রেজা ভাই আপনাকে ইংরেজী (২০০০+১০) নববর্ষের শুভেচ্ছাসহ অসংখ্য ধন্যবাদ জানাই।

2 🙂 1 🙂

    রুহুল আমীন ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।