নতুন রূপে রংপেন্সিল – সম্ভবত বাংলা ভাষায় প্রথম ওয়েব সাহিত্য সাময়িকী

বাংলা ব্লগগুলুতে প্রতিদিন অসংখ্য লেখা আসে। কোনটা সমসাময়িক, কোনটা রাজনীতি, কোনটা ধর্ম, কোনটা ধর্ম, কোনটা সমাজ বা দেশ নিয়ে। কিছু থাকে আবার ১৮+ এসবের মাঝে অনেক গল্প, কবিতাও আসে।

এসব গল্প কবিতা কারা লেখে?

তরুণ লেখক। এদের অনেকেই প্রতিভাবান। কিন্তু পুরাতন হাতেগোনা কয়েকজনের ছাড়া অধিকাংশের পোস্টেই পাঠক ঢুকে না। না, লেখা খারাপ বলে নয়। কিন্তু তারপরও এধরণের লেখা পড়তে কেন জানি সবাই আগ্রহী নয়।

তারপরও এ ধরণের লেখা আসে কেন?

কারণ নতুনরা যারা তাদের লেখা সকলের নিকট পৌছাতে চায় তাদের অধিকাংশরি এটা এক মাত্র উপায়। নতুন লেখক দের বই সহজে কোন প্রকাশক ঝুঁকি নিয়ে প্রকাশ করতে রাজি হয় না। আবার সবার পক্ষে গাঁটের পয়সা খরচ করে বই বাই করা সম্ভব না। কেউ হয়ত শখের বসে লেখে। বই বের করার চিন্তা করে না তাই ব্লগে পোস্ট দেয়।

কিন্তু অন্যান্য পোস্টের ভিড়ে এসকল লেখা আড়ালে চলে যায়। তাই সকলের নিকটও লেখা পৌছায় না। আমি শুধু এ ভাবনা থেকেই একটা প্লাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। রঙপেন্সিল এখানে শুধু মাত্র গল্প, কবিতা, উপন্যাস অর্থাৎ শুধুমাত্র সাহিত্যিক লেখাই প্রকাশ করা হবে। প্রচলিত ধারার কোন ব্লগ নয় এটি। টেকটিউন্স যেমন প্রযুক্তির জন্য বিশেষায়িত তেমনি রংপেন্সিলও সাহিত্যের জন্য বিশেষায়িত। তবে যে কেউই লিখতে পারবে এখানে। ইচ্ছা আছে কাঙ্খিত সাড়া পেলে এখানে প্রকাশিত লেখাগুলুকে বই আকারে প্রকাশ করার। তবে সব হয়ত আমার একার পক্ষে সম্ভব না। তাই ব্লগের পুরাতন ও নতুন যারা আছেন তাদের সকলের সহায়তা চাচ্ছি। আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি হতাশ হবেন না।

Level 0

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন সাধারণ মানুষ। পছন্দ করি পিসি তে মান্দাত্তার আমলের গেম খেলতে। ওয়েব সাইট বানাইতে পারি। গ্রাফিক্স র কাজ হাল্কা পারি। সব চাইতে ভাল পারি কোন কিছু নাকরে চুপ চাপ বসে থাকতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি একটি অনলাইন বাংলা ম্যাগাজিন সম্পর্কে জানি এবং এটি ও সাহিত্য ,প্রযুক্তি ,বিজ্ঞান, fun ইত্যাদি বিষয়ক।
লিঙ্ক — https://www.facebook.com/neel.magazine
http://neel-magazine.blogspot.com