চাঁদে ওলকপি, পুদিনা চাষে পরিকল্পনা নাসা-র ।

আসসালামু অলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আলহামদুলিল্লাহ, আল্লার রহমতে আমি ভালোই আছি আজকে বেশি কিছু বলবো না, তো শুরু করা যাক ।

আর দু’বছর অপেক্ষা করুন । চাঁদে চাষ হওয়া ওলকপি আর পুদিনা পাতা পেতে পারেন আপনি না হাঁসজারুন কল্পকাহিনী নয়, আমেরিকার মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা ২০১৫ সালের মধ্যে চাঁদে ওলকপি এবং পুদিনা পাতা চাষ করার উদ্যোগ নিয়েছে শুধু এই দুই রকমের সবজি নয়, আরও নানধরনের সবজি চাষ করা হবে চাঁদে এর উদ্দেশ্য চাঁদে মানুষ থাকতে পারে কী না, তা পরখ করা এর জন্য নাসার বিজ্ঞানীরা ঠিক করেছেন, দরকার হলে পৃথিবীর মাটি আর চাঁদের রুখ্ণ মাটি মিশিয়ে তাতে চাষ করা হবে

ছোট ছোট কফিপাত্রের মতো বাক্সে গাছ লাগানো হবে, যাতে চাঁদের বিরূপ প্রকৃতির হাত থেকে গাছকে রক্ষা করা যায় ওই গাছ কিভাবে বেড়ে উঠছে তা ধরে রাখবে ক্যামেরা, গাছের টবের সঙ্গে সংযুক্ত করা হবে সেন্সর ও ইলেকট্রনিক যন্ত্রপাতি এর মাধ্যমে নিয়মিত পৃথিবীতে খবর আসবে ওই গাছের গতিপ্রকৃতি সম্পর্কে । বিজ্ঞানীরা দেখেছে, ওলকপি এবং পুদিনার মতো গাছের জিয়নশক্তি অন্য গাছের তুলনায় অনেক বেশি প্রতিকুল আবহাওয়াতেও এরা টিকে থাকতে পারে । তাই ওই দুই গাছের প্রতিই জোর দেওয়া হয়েছে ।

নাসার বিজ্ঞানীরা চাঁদে স্থাপিত মহাকাশযানের মধ্যে কফিপাত্রের মতো টবে গাছ বসিয়ে যাতে বৈজ্ঞানিক উপায়ে তা ৭ থেকে ১০ দিনের মধ্যে বিকশিত করা যায় সেই ব্যবস্থা করছেন । ওই টবেই প্রথমে ওলকপি, পুদিনা এবং সূর্যমুখী লাগানো হবে নাসা যে মহাকাশযানকে চাঁদে পাঠিয়েছে তার মধ্যেই এই পরীক্ষা-নিরীক্ষা করা হবে ওই মহাকাশযান এমনভাবে গড়া হয়েছে তার ভর মাত্র এক কিলোগ্রাম চাঁদের পৃষ্ঠে ওই মহাকাশযান অবতরণ করার পর ওলকপি, পুদিনা এবং সূর্যমুখী গাছের বীজ মাটিতে মিশিয়ে তাতে পরিস্রাবন করে জল দেওয়া হবে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে একটু একটু করে চুইয়ে চুইয়ে জল পড়বে মাটিতে এভাবেই বীজবপন হবে যাতে প্রয়োজনীয় বাতাস পেতে পারে গাছ তারও ব্যবস্থা থাকছে বীজবপন প্রক্রিয়া সেন্সরের মাধ্যমে তদারকি করা হবে বিজবপনের জন্য চাঁদের যে স্বাভাবিক সূর্যের কিরণ তা যাতে গাছ পায় তা দেখা হবে নাসা মনে করছে, এই পরীক্ষা অন্তত দুটি ব্যাপারে কাজ দেবে এক, বিরূপ আবহাওয়ায় কিভাবে গাছের বৃদ্ধি হয়, তা জানা যাবে দুই, চাঁদে মানুষকে বেড়াতে নিয়ে যাওয়ার ইচ্ছা আদপেই বাস্তবায়িত করা সম্ভব কি না, তাও জানা যাবে যেসব সংস্থা বাণিজ্যিক ভিত্তিতে চাঁদে মানুষ পাঠানোর কথা ভেবে রেখেছে তাদের জন্যও এই উদ্যোগ নাসার তবে নাসার এই উদ্যোগ চিনের মহাকাশ বিজ্ঞানীদের ঠেকাতে কি না, সেটাও একটি প্রশ্ন কারণ গত বছরই চিনের বিজ্ঞানীরা প্রথম বলেছিলেন, তাঁরা চাঁদ এবং মঙ্গলে পরীক্ষামূলকভাবে গাছ চাষ করে দেখাতে আগ্রহী । তাই আগেই নাসা করতে চাইছে ।

আপনারা ইচ্ছা করলে এই Site থেকে ঘুরে আসতে পারেন ।

Level 0

আমি Musharof। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমরা উ্ত্তরাঞ্চলের লোক শাক সবজী চাষে আমাদের খুব দক্ষতা আছে পারলে একটা টিকেট কিনে দিন।

Bhai ami ticket pele sekhane alur chash o korte chai…