অগোছালো টিউন : চীন, চীনের ইন্টারনেট, রাজত্ব আর বড়দের লোভ

চীন একটা মজার আর বাজ়ে দেশ। বিশাল একটা জনসংখ্যা আর দেশের প্রতিটা লোক দেশপ্রেমী। এই ভদ্রলোক দের একটা বিশাল অংশ ইন্টারনেট ব্যাবহার কারী। ডেইলী চীনের প্রায় এক বিলিওন লোক ইন্টারনেট ব্যাবহার করেন। আর বাজে ব্যাপার হলো এনারা চীনের বাইরের কোন ওয়েবসাইটে তেমন ঢুকেন না। মুল কারন টা অবশ্য ভাষা, চীনা রা ইংরেজী তে তেমন দক্ষ না, হবার অবশ্য দরকার ও নাই, তাদের নিজেদের ই সব আছে।

চীনের সবথেকে বড় ওয়েবসাইট হলো বাইদু ডট কম baidu.com। এটা একটা সার্চ ইঞ্জিন বলেই জানি, সাথে প্রায় সবরকম আর্টিকেলের কালেকশন। মজার কথা হলো পুরো সাইট টা চাইনিজ ভাষায় করা, ইংরেজী আছে হাতে গোনা দু চারটা হেল্প পেইজে। আর এ সাইটের ১০০% ভিজিটর চাইনিজ রাই। আর এই নিজেদের ভিজিটর দিয়েই তারা দুনিয়ার টপ সাইটগুলোর একটা।

বাইদু ডট কম baidu.com নিয়া আমার একটু বাজে অভিজ্ঞতা আছে। এক বড় ভাই আমাকে বলছিলেন, যাই কর, চীনে হাত দিস না, ধরা খাবি। আমি বুঝি নাই, আমি শুনি নাই। দুদিন পর দেখলাম চাইনিজ রা আমার বিশাল ফ্যান 😛 😛 ওদের সার্চ ইঞ্জিন গুলোর ক্রলার বট সারাদিন আমার সাইটের অলিতে গলিতে ঘুরে মরতেছে, আর প্রচন্ড স্পিড নিয়া, স্বাভাবিক ভাবেই আমার সাইটের স্পিড স্লো করে দিছে।

চীনের একার আছে রোজ নেট ব্যবহার করা ১ বিলিয়ন ইউজার। এক বিলিয়ন মানে বোধ হয় ১০০ কোটি, না ? চীনের এ বিশাল ভিজিটর নিয়া মাথাবেথা আছে জায়ান্ট দের ও । গুগল বারবার ব্যার্থ চীনে, এদিকে ফেসবুক ব্যান খাইছে ২০০৯ এ। আসলে চীনা রা খুবি পরিশ্রমী একটা জাতি, ওদের নষ্ট করার জন্য আমাদের মত সময় নাই। এক বিলিওন ডেইলী ইউজার, লোভনীয় একটা ব্যাপার। কিন্তু ঐযে সমস্যা, এরা চাইনিজ ছারা কিছু বুঝে না। দেখেশুনে খবর পেলাম মার্ক জাকার্বার্গ ও চাজনিজ শিখছেন নাকি কবছর থেকে, সুবিধে করে উঠতে পারছেন না  😛

চীনের ইকমার্স সাইট আলিবাবা ডট কম (allibaba.com) টা ইংরেজী বেসড, আর বলা যায় রাজত্ব করতেছে নিজেদের যায়গায় এরা। সো যেভাবে হোক চীনে ঢুকতে হবে। প্রায় বেশীরভাগ স্মার্টফোন চীনে তৈরী হয়, তো বলা যায় ব্যাবহারকারী ও তারাই।এরা এমন কি গুগল প্লে তেও ঢুকে না,(চীনের সাথে গুগলের সম্পর্ক ভালো নাহ) তাইলে এরা এপ নামায় কই থেকে ?

হুম এদের নিজেদের এপ স্টোর ও আছে , আর বিশাল মাপের। যেমন ধরেন 360 মার্কেট। এড্রেস zhushou.360.cn

ঢুকে লাভ নাই, মাথা মুন্ডু কিচ্ছু বুঝবেন না। ছবি টা দেখেন

360 screenshot

আরেক টা হচ্ছে 91 hiapk: apk.hiapk.com

এটাও ঐ রকম ই, ছবি দেখেন

91 hiapk screenshot

তো বলা যায় চীন নিজেদের নিয়া ভালোই আছে, আমরাই অভাগা জাতি যাদের নিজেদের তেমন কিছুই নাই।

আপাতত আমার টার্গেট হচ্ছে চাইনিজ শেখা, এন্ড চায়না ভাষায় ওয়েবসাইট বানানো, হিহিহিহিহি। এ নিয়ে আমার ফেইসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম, সেখানে একজন জানাইলেন চাইনিজ ভাষায় বর্নমালা ই হাজারের কাছাকাছি, দেখে দমে গেলাম।

সৌজন্যেঃ Fajlami.com

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লাগল।

valo laglo

Level 0

Good tune…..nice tune……

আমার মনে হইতাছে চায়না ভাষা তারা তারি আমাদেরও শিখতে হবে কারন বাংলাদেশ আছে কিন্তু এদেশের জামা কাপড় থেকে খাবার পর্যন্ত চায়না 😀 😀 তাই আগামি প্রনন্মের প্রজক্তির দিকে চিন্তা করেও চায়না ভাষা আয়েত্ত করতে হবে না হলে বাংলাদেশে দ্রুত কিছুই করতে হবে না

বিদ্র ঃ মার্ক জাকার্বার্গ ও চাজনিজ শিখছেন নিজের সাইটের কথা চিন্তা করেই :v :v :v

Level 0

অারে ভাই এগুলা হল পুরাই চায়নিস………….
কিছুদিন আগে আমার কাকা চায়না থেকে একটা ফোন আনল 4000 tk দিয়া……….
ফোনে রেম:-2gb mass storage:-120 gb
camera:-20mp front:-5mp
prosesor:- octacore 2.5 ghz
ফোন দেখাই মাথা নষ্ট …….কিন্তু পরে বুঝলাম সব ফেক………
বিক্রি বাডানোর জন্য একাজ করছে…….
আর ইন্টারৱেট লেখা 4g কিন্তু একটা video call ও হয় না আর যেই webside ব্রাউজ করি সব জায়গা চায়নিস……….
google playstore ও install হয় না…….

Hwan Yeeng 😀 =ধন্যবাদ 😛

আপনার পোস্টটি পড়ে বেশ মজা পেলাম। তবে ভূললে কিন্তু চলবেনা যে প্রযুক্তিতে আমরা যতই পিছিয়ে থাকিনা কেন আমরা কিন্তু ডিজিটাল জাতি। লল।

চীনের প্রধান ভাষা ম্যান্ডারিন যার মোট বর্ণ দশ হাজারের কাছাকাছি(মাথাই গোল্লা)!!
যাই হোক, টিউন পড়ে মজা পাইলাম, হিহি 😛

ভাই মজা পাইলাম আপনার টিউন পইড়া

ভাই বহুত কষ্টে QQ নামক একটি সফটওয়্যারে আকাউন্ট ওপেন করি। ভালই চালাচ্ছি। দু এক জনের সাথে মুটা মুটি ভালোই জমিয়েছি।

Informative post….

চাইনিজ ভাষায় বর্নমালা ই হাজারের কাছাকাছি 😀
আমি তো পুরাই টাস্কি খায়া গেলাম।।।

আসল কথা হচ্ছে, চীনা ভাষার বর্ণমালায় বর্ণ প্রায় 85 হাজার। 😛

মজা পাইলাম…. আর আমি কিন্তু চায়না ভাষা শিখে ফেলেছি , ,,,, 两会:“两会”首场新闻发布会举行。两会包含全国人民
代表大会和中国人民政治协商会议,是党中央听取人民
意见的重要途径。
袁阔成:著名评书表演艺术家袁阔成先生因心脏衰竭,
在北京去世,终年86岁。袁阔成出身评书世家,是享誉
海内外的评书艺术大师。
秦昊:大陆男演员,在土耳其向伊能静求婚成功,两人
是相差11岁的姐弟恋。
胡万林:涉嫌非法行医致人死亡案2日开庭审理。曾被
称为“当代华佗”。হা হা হা

cina vasay brnwmala 85 hajar . . . . tbe ami odr sathe kaj krtesi !! amr tw knw vasa sikha lage nai . . . .

apni google trnclate use koren !! lege thake !! at list odr important key word gulw jante parben !!

Amar WeChat a oporichito der maje 80% e chinese. . Ota naki Chinese app. Arekta mojar bepar facebook ke ora Dictionary mone kore. 😀

দারুন। মজা পেলাম। ধন্যবাদ।

আমার জানা মতে ৪৭,০০০ হাজার(wiki)

খুব ভালো লাগলো। নতুন কিছু জানলাম।

সুন্দর হয়েছে। যথেষ্ট গোছানো লেখা

কমেন্ট টা পদুন , চোখে পানি চলে আসবে

在北京去世,终年86岁。袁阔成出身评书世家,是享誉 内外的评书艺术大师。
秦昊:大陆男演员,在土耳其向伊能静求婚成功,两人

Level 0

valoi laglo vai…. Quite enjoyable…. 😀

Level 0

@দ্বীপ সরকার: In Beijing, died 86 years old. Yuan Kuocheng origin storytelling family, is known inside and outside of storytelling artist. Qin: mainland actor, success in Turkey propose to Annie, the two

ki vai, chokhe pani asar mto kisu toh pailam naaaa !!!! 😮 :p

@মানজুর রশীদ:
গুগল মামা অনুবাদ কইরা এইডা কইলে:
> বাংলা
দুই সেশন: “দুই সেশন” প্রথম
সংবাদ সম্মেলনে. দুই
সেশন ন্যাশনাল পিপলস
কংগ্রেস এবং চীনা গণ
রাজনৈতিক পরামর্শক
সভা তম কেন্দ্রীয় কমিটির
মানুষের মতামত শোনার
জন্য একটি গুরুত্বপূর্ণ উপায়
অন্তর্ভুক্ত. ইউয়ান Kuocheng:
কারণে হৃদযন্ত্র জনাব
ইউয়ান Kuocheng গল্প বলার
বিখ্যাত শিল্পী,
বেইজিং, 86 বছর
বয়সী মারা যান. ইউয়ান
Kuocheng তারিখ পরিবার
গল্প, সত্যিকারের গল্প
বলার শিল্প একটি মাস্টার.
কিন: মূল ভূখন্ড অভিনেতা,
তুরস্ক সাফল্য
অ্যানি উত্থাপন করা,
দুটি প্রায় 11 বছর বয়সী ছোট
মানুষ. হু Wanlin: ঔষধ কথিত
অবৈধ অনুশীলন 2nd
বিচারের মৃত্যুর কারণ.
“সমসাময়িক হুয়া.”
বলা হয়েছে হা হা হা

মজা পাইলাম চিনাগো সম্পর্কে এগুলা জাইনা।

হা হা হা. চাইনিজ ভাষায় অক্ষর হলো ৫০০০০ হাজার এর উপরে কিন্তু একটা ডিকশনারি সাধারনত 20000 অক্ষর ধারন করে. আর একজন শিক্ষিত চাইনিজ ৮০০০ শব্দ জানে. কিন্তু তুমি যদি 2000 থেকে ৩000 শব্দ জানলেই নিউজ পেপার জাতীয় কাগজ পড়তে পারবে

ধন্যবাদ , আপনার প্রফাইল পিকচার টা অসাম