bKash এর অভিনব প্রতারণা থেকে সতর্ক থাকুন

গত ৮ অক্টোবর আসরের নামাজের পরপরই আমার মোবাইল নম্বরে একটি কল এলো। অতি বিনয়ের সাথে ভদ্রলোক বললেন, ‘আমার নাম সাগর, আমার বাড়ি কুমারখালী কুষ্টিয়া। বিপদে পড়ে আপনাকে ফোন দিতে বাধ্য হয়েছি। আমার একজন কাস্টমারের কিছু টাকা আপনার এই নম্বরে ভুলক্রমে চলে গেছে। অনুগ্রহপূর্বক একটু চেক করুন।’ মেসেজ চেক করে বললাম, ‘না, আসেনি’। ভদ্রলোক বললেন, কষ্ট করে আপনার বিকাশ অ্যাকাউন্টটি চেক করুন। আমি চেক করে বললাম, ‘আসেনি’। এবার বললেন, প্লিজ, একটু ভালো করে দেখুন, কত টাকা ছিল আর কত টাকা আছে, আবারো চেক করে বললাম, ‘ভাই, আমার একাউন্টে গত তিন দিনে কোনো টাকা আসেনি। পাঁচ হাজার ৩৬৫ টাকা ছিল। এখনো তা-ই আছে। এবার বললেন, ‘অনেক সময় মেসেজ দেরিতে আসে, যদি আসে কাইন্ডলি আমাকে জানাবেন।’ মাত্র দু’মিনিট পরই একটি মেসেজ এলো। চার হাজার ৫০০ টাকা আমার অ্যাকাউন্টে যোগ হলো। যথারীতি ভদ্রলোককে কল দিয়ে জানালাম। আমাকে চার হাজার ৪৪৫ টাকা পাঠানোর জন্য অনুরোধ জানালেন। সাথে সাথে তাকে চার হাজার ৪৪৫ টাকা প্রেরণ করলাম। কিন্তু দেখলাম, আমার নিজস্ব অ্যাকাউন্টস থেকে চার হাজার ৬৪০ টাকা কেটে গেছে। বাকি আছে মাত্র ৬৬৫ টাকা। কল দিয়ে বললাম- ‘ভাই, টাকাটা তো আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল।’ খুবই বিস্ময়ের ভাব দেখিয়ে বললেন, ‘তাই নাকি? সম্ভবত টোটাল টাকাটা বিকাশের নিজস্ব অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। যে নাম্বারগুলো প্রেস করতে বলল, সেগুলো প্রেস করুন, আপনার টাকা এখনই এসে যাবে।’ তার কথামতো ‘প্রেস’ করলাম, একপর্যায়ে আমাকে ডাবল জিরো ডাবল জিরো সিক্স ডাবল জিরো চাপতে বললেন। তা-ই করলাম। দেখলাম, আমার অ্যাকাউন্টে এখন মাত্র ৬৫ টাকা আছে। অর্থাৎ আমার বাকি ৬০০ টাকাও নিয়ে গেছেন।’ মুহূর্তেই তার প্রতারণা বুঝে ফেললাম। বললাম- ‘এটা কী করলেন? আমার পুরো টাকাটা নিয়ে নিলেন?’ এবার হেসে বললেন, ‘হাঁ, আমরা এটাই করি, পারলে আমাদের কিছু করেন।’ বলে ফোনের লাইন কেটে দিলো।
আমার এক বন্ধু জানাল, এরা প্রথমে বিকাশের অ্যাকাউন্ট তালিকা থেকে নম্বর চয়েজ করে। এরপর ফোন দিয়ে ব্যালান্স চেক করতে বলে। যখন ব্যালান্স দেখার জন্য পাসওয়ার্ড প্রেস করেছি, তখনি সে আমার অ্যাকাউন্টটি হ্যাক করেছে। পরে কৌশলে আমার ব্যালান্স জেনে নিয়ে তাদের আলাদা সফটওয়্যার দিয়ে ওই ভুয়া মেসেজটি পাঠিয়ে আমাকে বিভ্রান্ত করে টাকাটা নিয়ে গেছে। পরে আমাকে বোকা বানিয়ে আমার বাকি টাকাটাও নিয়ে নিয়েছে। ওদের পাঠানো ভুয়া মেসেজটি ডিলিট করে দিয়েছে। এখন তার চিহ্নমাত্রও নেই। ওরা আমার সাথে যে চারটি নম্বর দিয়ে কথা বলেছে এবং টাকা নিয়েছে, সে নম্বর চারটি- ০১৮৭৮৪৮৭১৪৯, ০১৭৯৮০২৮০২৭, ০১৬৭৭৯৪৫৭০০, ০১৬২৫২৪৩৫৩৯ (বিকাশ নম্বর)। তাই বিকাশের অ্যাকাউন্টধারীদের প্রতি অনুরোধ, এজাতীয় নানা ধরনের প্রতারণা চলছে।

Subscribe my youtube Channel for

আমার YouTube চ্যানেল

 

 

লেখাটি সংগ্রহীত

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাইনাকি? আপনার জন্ন খারাপ লাক্তেছে,তারপরেউ একটা কথা বোলব জা নিছে তারা ঠকছে আর আপনি জয়ি।আল্লাহ আপনার বদলা দিয়ে দিবেন।

DB police k janan

বলেনকি????এটাকি আদৌ Possible???

এভাবে আমার কাকুর ৫১ হাজার টাকা নিছে।

২ টাকার একটা বাল্ক এস এম এস দিয়েই ৪ হাজার টাকা গায়েব করে নিল । 😀 আর আপনিও ধোকায় পড়লেন । আরে ভাই টাকা পাঠানোর আগে একটু চেক তো করে নিবেন যে টাকা টা কি সত্যিই এসেছে নাকি যাস্ট এস এম এস !!!

দেশে এখনও আপনাদের মত কিছু বলদ আছে আফসোস। তাও আবার টেকটিউনসের সদস্য আপনি। নিজের বোকামীর কাহিনী আর বলে লাভ নেই। এমন অনেক টিউন বা কাহিনী আছে। সেখানে স্পষ্ট যে শুধু মেসেজ দিয়ে কেউ আপনার একাউন্ট হিসেব করবেন না। তারপরও আপনারা করেন।

    ৥কামরান পারভেজ, নিজেকে কি খুব জ্ঞানী মনে কর নাকি। টিটি ’র মানে কি বুঝ? এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে তাদের প্রযুক্তি বিষয়ক বিষয় লিখবে এবং শেয়ার করবে। তা ভাল নিউজ হতে পারে বা খারাপ নিউজ হতে পারে। এই টিউনটার মাধ্যমে অনেকেই সতর্ক থাকবে কারন তোামার মত জ্ঞানী ত আর সবাই না। তবে তোমার মত অভদ্র লোকের জায়গা টিটি তে হবে পারে না। তুমি চটি বিষয়ক সাইট ভিজিট কর। তাহলে আরো জ্ঞান অর্জন করতে পারবে।

      তাই নাকি ভাই। চটি সাইটের ঠিকানা দিয়ে একটা টিউন করলেই তো পারেন। আমরাও কিছু উপকৃত হব। ফ্রিতে কিছু লিংক পেয়ে যাব। আপনার প্রায় টিউন তো দেখলাম কপি পেষ্ট। আর আমাকে এসব হুমকী দিচ্ছেন। ভালো লাগলে। মূর্খরা শিখে ধরা খেয়ে। আর শিক্ষিতরা শিখে দেখে। আশা করি আর কিছু বলতে চাইনা। বিকাশের ধরা খাওয়া এখন এমন কিছু না। একটু সাবধান হন। খালি বিকাশে না। সব জায়গায়। আগে দেখুন, বুঝুন, ভাবুন, করুন। আশা করি ধরা খাবেন না। ধন্যবাদ

Level 2

@
কামরান পারভেজ ইভান ভাই
সবাই সব টিউন পড়তে পারে না
আর সবার মাথা ও একরকম না so আপনি কটু কথা বলা ঠিক হয়নি !

সবাইকে ধন্যবাদ

Level 0

alamin vai valo kotha e bolsen . amio to chinta korta pari nai ai rokom cheat kora.

এ বিষয়টি নিয়ে আমাকেও একই চেস্টা করা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের এক E.D র সাথে এ ব্যাপারে কথা বললাম, ৩/৪ দিন পরে হয়ত এ বিষয়ে অফিসিয়াল ইনকোয়ারি করা হবে( আশা করি)। আপনার বিকাশের ভুয়া মেসেজ যা কিনা বিকাশের নাম্বার থেকে এসেছে, সেগুলি ডিলিট করবেন না, দেখা যাক কি হয়।।

Level 2

message e jai bole thakuk account check kora uchit chilo

Level 0

Apni Ki Boka naki. Bikas Dos Korlo kothay? Dos to apnar apni balance check korren ni. Nijay vul kosen sasti piceen ae ar ki? akany bikas er dos to ni e corer dos o ni karon or dormo cori kora.