বাংলাদেশের তৈরি গেইম এখন বিশ্ব মাতাচ্ছে, ডাউনলোড করে নিন এখনই

বাংলাদেশি গেইম মার্শিয়ান ওয়েসিস এখন সারা বিশ্বের মধ্যে ৩য় নম্বরে উঠে এসেছে। বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’ আয়োজন করে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ন্যশনাল রাউন্ড শেষে এরই মধ্যে সেমিফাইনালে শীর্ষ ২৫ টি দলের মধ্যে ৩য় স্থানে যায়গা করে নিয়েছে বাংলাদেশি প্রকল্প মার্শিয়ান ওয়েসিস।  আমরা ভোট দিয়ে বাংলাদেশকে বিজয়ী করতে পারি। আমরা সবাই আছি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এ।মার্সিয়ান ওয়েসিস জিতলেই জিতে যাবে বাংলাদেশ।

ভোট দেয়ার পদ্ধতিঃ
https://2016.spaceappschallenge.org/ লিংকটিতে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

তাহলে একাউন্ট করা হয়ে যাবে।

https://2016.spaceappschallenge.org/vote এই লিঙ্কে গিয়ে লগইন করে নিতে হবে।

লগইন করার পর এমন দেখাবে।

 

এখন MartianOasis কে ভোট দেয়া যাবে। একটু স্ক্রল করে নিচে যেতে হবে। তারপর MartianOasis খুজে বের করে Vote Now বাটনে ক্লিক করলেই ভোট দেয়া হয়ে যাবে।

ভোট দেয়া হয়ে গেলে রাত 12:00 পর্যন্ত দেখাবে

পরের দিন আবার ভোট দিতে পারবেন
বিঃদ্রঃ একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একটি করে ভোট দেয়া যাবে। এভাবে আগামী কাল রবিবার পর্যন্ত ভোট দিতে পারবেন।

 

আসুন একটা হিসেব মেলানো যাক....

বর্তমানে

১ নং অবস্থানে আছে  ইউক্রেন (যার মোট জনসংখ্যা- ৪ কোটি ৫৫ লাখ) তারা ভোট দিয়েছে (5,151 votes)

২ নং অবস্থানে আছে মেসিডোনিয়া (জনসংখ্যা  মাত্র– ২১ লাখ!!!) ভোট দিয়েছে (4,842 votes)

৩ নং অবস্থানে আছে আমাদের বাংলাদেশ (জনসংখ্যা  মাত্র– ১৬ কোটি যার মধ্যে তরুণদের সংখ্যা ১২ কোটি এবং টেকটিউনার ৩ কোটি+) ভোট দিয়েছি মাত্র (4,543 votes)

১ নং দের থেকে আমরা পিছিয়ে আছি মাত্র ১১৯৯ ভোটে

https://2016.spaceappschallenge.org/awards এখান থেকে বর্তমান র‌্যাংক চেক করা যাবে।

আমাদের ৩ কোটির টেকটিউনস পরিবার। আমাদের সম্পূর্ণ পরিবারের যদি

১% সদস্য ভোট দেয় তাহলে ভোট হবে ৩,০০,০০০ ভোট। এতো ভোট আমাদের দরকার নেই জেতার জন্য।

০.১% সদস্য ভোট দেয় তাহলে ভোট হবে ৩০,০০০ ভোট। এতো ভোট আমাদের দরকার নেই জেতার জন্য।

০.০১% সদস্য ভোট দেয় তাহলে ভোট হবে ৩,০০০ ভোট। এটাই যথেষ্ট আমাদের বিজয় নিশ্চিৎ করার জন্য।

আমাদের টেকটিউনার পরিবার সচেতন হলে মাত্র দশ মিনিটেই আমরা নং ১ নিশ্চিৎ করে চ্যাম্পিয়ন হতে পারি।

বাংলাদেশ কে চ্যাম্পিয়ন করার এই সুযোগ আমাদের হাতছাড়া করা কি ঠিক হবে? আপনারাই বলুন।

আমি মনে করি বাংলাদেশের যেকোন অনলাইন কমিউনিটির থেকে টেকটিউনস কমিউনিটি অনেক বড় এবং সক্রিয়। আমরা কি পারি না দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ কে ১ নং এ আনতে?

গেইম এর মিনিমাম ভার্সন এবং সোর্স কোড ডাউনলোড করা যাবে https://github.com/AKsheemul/MartianOasisGame এখান থেকে। পূর্ণাঙ্গ ভার্সন পাওয়া যাবে কিছুৃ দিনের মধ্যেই।

 

‘মার্সিয়ান ওয়েসিস’ প্রজেক্টের জন্য শুভকামনা রইলো। আমরা ভোট দিলেই প্রকল্পটি বিজয়ী হতে পারবে বাংলাদেশ। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব ভোট দিয়ে বাংলাদেশকে বিজয়ী করা।


কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন। আপনার মতামত, জিজ্ঞাসা, সবার সাথে শেয়ার করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন,টিমওয়ার্ক করুন, নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন। আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে।

আজ এ পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা। শুভকামনা রইলো।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেউ ভোট দিবেননা

Vai ai matro diye aslam amr desh bole kota

আপনি আমার প্রিয় টিউনারদের মধ্যে একজন ।

Wow……….
We are going to be Champion among a nice competition, I voted three times. Please let us know about the developers profile.

ভোট দিতে পারছি না 🙁 নেট অনেক স্লো