নতুন Corning গরিলা গ্লাস ভিক্টাস, প্রায় ৭ ফুট উপর থেকে পড়লেও ভাঙবে না!

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

সর্বপ্রথম Samsung এর ডিভাইসেই নিউ গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করবে যা অনেক শক্তিশালী ও টেকসই ভাবে ডিজাইন করা হয়েছে।

বর্তমানে স্মার্ট-ফোনগুলো খুবই ব্যয়বহুল। এখনকার সময়ে হাই এন্ড ডিভাইসগুলো $1000 ডলার বা ৮৫ হাজার টাকারও বেশি দামে বিক্রি হয়ে থাকে। স্বভাবতই, আমরা যখন বেশি দামের ডিভাইস ক্রয় করে থাকি তখন আমরা চাই সেই ডিভাইসটি যেন দীর্ঘস্থায়ী হয়। আর তাই স্মার্টফোন নির্মাতাদের জন্য তাদের ডিভাইসে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারীদের বেখেয়ালে ডিভাইসগুলো পড়ে গেলেও যেন ডিভাইসটি অটুট থাকে তা নিশ্চিত করতে পারে।

Corning তাদের নতুন ভার্সনের গরিলা গ্লাসের ঘোষণা করেছে যার নাম রাখা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস। এছাড়াও কোম্পানিটি এও ঘোষণা করেছে যে, সর্বপ্রথম Samsung এর ডিভাইসেই নিউ গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করবে যা অনেক শক্তিশালী ও টেকসই ভাবে ডিজাইন করা হয়েছে।

Corning গরিলা গ্লাস ভিক্টাসের নতুন কি থাকছে?

Corning তাদের ওয়েব সাইটে নতুন গরিলা গ্লাস ভিক্টাস এর ঘোষণা দিয়েছে। যেহেতু নতুন ভার্সনের গরিলা গ্লাস সেহেতু তারা এর মধ্যে নতুন কোন টেকসই প্রযুক্তির সমন্বয় করবে এটাই স্বাভাবিক।

প্রথমত, নিউ গরিলা গ্লাস ভিক্টাস দুই মিটার উপর থেকে পরলেও তা আপনার ডিভাইসের ডিসপ্লে কে অটুট রাখতে সক্ষম। তবে Corning বলেছে, ০.৮ মিটার উপর থেকে পরলেও আপনার ডিভাইসের কাচের ডিসপ্লেটিকে বাঁচাতে পারবে, তাছাড়া ক্ষেত্র বিশেষে তা দুই মিটার পর্যন্ত হতে পারে। সাধারণত আমাদের ডিভাইস যতটা উপর থেকে নিচে পরে তার প্রায় দুই গুন উপর থেকে পরলেও ডিভাইস অক্ষুণ্ণ থাকবে, আর এটা তাদের জন্য খুবই উপকারী যারা তাদের ডিভাইসকে অসতর্ক ভাবে ব্যবহার করে থাকে।

ড্রপ টেস্টের বাইরে, Corning গরিলা গ্লাস ভিক্টাস, গরিলা গ্লাস ৬ এর তুলনায় দ্বিগুণ স্ক্র্যাচ প্রতিরোধী হওয়ার নিশ্চয়তা দেয়। অন্যান্য গরিলা গ্লাস ব্রান্ডের সাথে তুলনা করলে, Corning গরিলা গ্লাস ভিক্টাস স্ক্র্যাচ থেকে চারগুণেরও বেশি প্রতিরোধী হওয়ার নিশ্চয়তা দিচ্ছে।

Corning এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মোবাইল কনজিউমার ইলেকট্রনিক্সের জেনারেল ম্যানেজার John Bayne ড্রপ টেস্টে এবং স্ক্র্যাচ প্রতিরোধ এই দুটি ক্ষেত্রেই উন্নতির গুরুত্ব সম্পর্কে বলেছেন যে:

আমাদের টেকনোলজিস্টদের কে সাধারণত একটি লক্ষের দিকে মনোনিবেশ করতে বলি - হয় কাঁচটি ড্রপ টেস্ট বা স্ক্র্যাচের প্রতিরোধী করার জন্য চেষ্টা কর - তবে আমরা এইবার একটির বদলে দুইটি (ড্রপ টেস্ট বা স্ক্র্যাচের প্রতিরোধী) লক্ষ নিয়েই কাজ করতে বলেছিলাম এবং তারা আমাদের কে নতুন গরিলা গ্লাস ভিক্টাস উপহার দিয়েছে।

গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহৃত ফোন কবে বাজারে আসবে?

Corning এখনও কোন নির্দিষ্ট ফোনের নাম ঘোষণা করেনি যাতে গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হবে। তবে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে অদূর ভবিষ্যতে Samsung এর কোন একটি ডিভাইসে এটি প্রথম ব্যবহার করা হবে। দুর্ভাগ্যক্রমে, Samsung এর কোন ডিভাইসে এই নতুন প্রযুক্তির গরিলা গ্লাসটি ব্যবহার করবে সে সম্পর্কেও কিছু উল্লেখ করা হয়নি, আর তাই আমাদের Corning বা Samsung এর ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেষ কথা

গরিলা গ্লাস ভিক্টাস লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, আর এর ফলে দুই মিটার উপর থেকে পরলেও আপনার ডিভাইস থাকবে অটুট আর রয়েছে চারগুণেরও বেশি স্ক্র্যাচ প্রতিরোধী সুবিধা। আশাকরি এর মাধ্যমে আমরা আরও টেকসই ও দীর্ঘস্থায়ী স্মার্টফোন পাবো। টিউনটি কেমন হয়েছে তা টিউনমেন্ট করে জানিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই আগামী টিউনে আবারও দেখা হবে।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস