আজকের টেকবুম – ৩১ মে ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো! কেমন আছেন আপনারা। সবাইকে পবিত্র মাহে রমজানে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টেকবুম। মাসের শেষ টেকবুম টিউনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বের ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবরাখবর নিয়ে টেকটিউনসের নতুন আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ৩১ই মে, ২০১৮ বৃহৎস্পতিবার। বরবরেই মতোই প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি খবরের শিরোনাম এবং তারপর চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

  • ১) Fortnite ভিডিও গেমের নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন PUBG গেমের নির্মাতা প্রতিষ্ঠান
  • ২) Snap কোম্পানির কাজের পরিবেশকে "toxic" এবং "Sexist" বলে অভিযোগ করেছেন কোম্পানির সাবেক এক কমকর্তা।
  • ৩) ইয়াহু হ্যাকারকে ৫ বছরের জেল এবং  ২, ৫০০০০ মার্কিন ডলার জরিমানা করেছেন আমেরিকান আদালত।
  • ৪) আলফাবেট-এ কোম্পানির মার্কেট ভ্যালুকে ছাড়িয়ে গেল মাইক্রোসফট। কে হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি?
  • ৫) জার্মান অটোমেকার কোম্পানি Daimler এর থেকে ১৭৫ মিলিয়ন ডলার ফান্ডিং পেল Taxify
  • ৬) ‍Stream থেকে নির্মাতা এবং প্রকাশক সহ মুছে দেওয়া হলো স্কুল শুটিং ভিডিও গেম।
  • ৭) এ বছর লাভের মুখ দেখলো আমেরিকান ক্লাউড কম্পিউটিং কোম্পানি Salesforce
  • ৮) ফেইক নিউজ এবং ফেইক একাউন্টস এর কারণে Papua New Guinea তে এক মাসের জন্য ফেসবুককে ব্যান করা হয়েছে।
  • ৯) ১৫০ মিলিয়ন ডলার লাভের মুখ দেখলো ইলেক্ট্রিক স্কুটার কোম্পানি Bird
  • ১০) Snapchat এর CEO বলেছেন ফেসবুকের Snapchat কে কপি করার বিষয়টি তিনি সিরিয়াস ভাবে দেখছেন, তিনি একে ডিজাইনার হিসেবে দেখছেন।

এতক্ষণ দেখলেন শিরোনাম এবার চলে যাচ্ছি মূল খবরে:

১) Fortnite এর বিরুদ্ধে মামলা করলো PUBG

PUBG ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান সাউথ কোরিয়ান কোম্পানি Bluehole সম্প্রতি আমেরিকান ভিক্তিক Epic Games কোম্পানির বিরুদ্ধে তাদের Fortnite গেমে কপিরাইট কনটেন্ট চুরির দায়ে আইনি মামলা করেছেন। মামলাটি সাউথ কোরিয়ার করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে PUBG এর অনুকরনে Fortnite গেমটিতে battle-royale মোড যুক্ত করার পর থেকেই দুটি কোম্পানির ভেতর আইনি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছিলো। উল্লেখ্য যে ২০১৭ সালে অন্যতম সেরা জনপ্রিয় গেম ছিলো PUBG যা এখনো জনপ্রিয় রয়েছে।

২) Snapchat এর কাজের পরিবেশ নিয়ে অভিযোগ

Cheddar's Alex Heath কে দেওয়া এক রির্পোটে সাবেক Snapchat কমকর্তা কোম্পানির কাজের পরিবেশকে Toxic এবং Sexist বলে আখ্যায়িত করেছেন। তিনি তার শেষ কর্মদিবসে Snap এর প্রায় ১৩০০ কর্মীকে ইমেইলের মাধ্যমে এই সংবাদটি ছড়িয়ে দেন। কর্মকর্তার নাম Shannon Lubetich, তিনি Snapchat য়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তার পাঠানো এই ১৩০০টি ইমেইল কোম্পানির ইন্টারনাল একটি বিপ্লবের জন্ম দিয়েছিলো। অন্যদিকে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ বলেছেন যে তারা তাদের কাজের পরিবেশ কে সবসময় সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে বদ্ধ পরিকর।

৩) ইয়াহু হ্যাকারকে ৫ বছরের জেল এবং  ২, ৫০০০০ মার্কিন ডলার জরিমানা

২৩ বছর বয়সি ক্যানাডিয়ান হ্যাকার Karim Baratov কে ইয়াহু সাইট হ্যাকিং এর দায়ে ৫ বছরের জেল এবং আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা করেছে ‍San Francisco এর একজন বিচারক। গত বছর ইয়াহুতে হ্যাকিং করে প্রায় ৫০০ মিলিয়ন একাউন্টে phishing সমস্যা সৃস্টি করায় সম্প্রতি  হ্যাকারকে এই সাজা দেওয়া হয়।

৪) ভ্যালু মার্কেটে মাইক্রোসফটের উন্নতি

গত মঙ্গলবার মাইক্রোসফটের ভ্যালু মার্কেটে ৭৫৩ বিলিয়ন মার্কিন ডলার উঠে যায় এবং এর মাধ্যমে মাইক্রোসফট গুগলের প্যারেন্ট কোম্পানি Alphabet-A কে পেছনে ফেলে বিশ্বের ৩য় তম ধনী কোম্পানি হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করে নিয়েছে। উল্লেখ্য তিন বছরের মধ্যে এই প্রথম মাইক্রোসফট কোম্পানি বিশ্বের ৩য় ধনী কোম্পানি হিসেবে চলে আসতে পারলো। ৭৩৯ মিলিয়ন ডলার নিয়ে Alphabet রয়েছে ৪র্থ স্থানে এবং অ্যাপল এবং আমাজন রয়েছে বিশ্বের সবথেকে ধনী কোম্পানির শীর্ষে। এই চারটি কোম্পানি বর্তমানে বিশ্বের প্রথম ট্রিলিয়ন মার্কিন ডলারের কোম্পানির হবার প্রতিযোগীতায় রয়েছে।

৫) Taxify পেলো ১৭৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান।

জার্মান অটোমেকার Daimler থেকে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলারের ইনভেস্টমেন্ট পেলো ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন নেটওর্য়াক কোম্পানি Taxify. এই অর্থের মাধ্যমে কোম্পানিটি তাদের মূল প্রতিযোগী সংস্থা Uber এর সাথে প্রতিযোগীতায় আরো শক্ত করে নামবে বলে ধারণা করা যাচ্ছে। উল্লেখ্য যে Daimler ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের অনলাইন ট্যাক্সি সার্ভিসের একটি মেজর ইনভেস্টর হিসেবে কাজ করে যাচ্ছে, আর সম্প্রতি কোম্পানিটি Taxify কে তাদের ইনভেস্টমেন্টের আওতায় নিয়ে আসলো। অন্যদিকে সেন্ট্রাল ইউরোপ এবং ইস্টার্ন ইউরোপের শহরগুলো সহ বড় বড় আফ্রিকান শহরে Taxify নিজেদের অবস্থান Uber এর থেকে শক্ত করে তুলে ধরতে পেরেছে। বর্তমানে Taxify এর বিশ্বজুড়ে ২৫টির বেশি দেশে ৫০, ০০০০ টি ড্রাইভার এবং ১০ মিলিয়ন রেগুলোর যাত্রী রয়েছে।

৬) স্কুল শুটার ভিডিও গেমকে মুছে দিলো Stream

একটি আপকামিং ভিডিও গেম "Active Shooter" কে জনপ্রিয় অনলাইন পিসি গেমিং প্লাটফর্ম Stream তাদের লাইব্রেরি থেকে নির্মাতা এবং প্রকাশকের লাইসেন্স সহ বহিস্কার করে দিয়েছে। গেমটিতে প্লেয়ার একজন জঙ্গীর রূপে একটি স্কুলে আততায়ী হামলার ঘটনায় খেলার সিস্টেম রাখা হয়েছিলো। উল্লেখ্য যে আমেরিকার Parkland High School Shooting ঘটনার পর এ জাতীয় সেন্সিটিভি ঘটনাপ্রবাহের উপর জোড় নজর রাখছে আমেরিকার পুলিশ এবং অনান্য গোয়েন্দা সংস্থা। গেমটিকে বহিস্কারের জন্য প্রায় ১, ১০, ০০০ লোক ডিজিটাল গণসাক্ষরে অংশগ্রহণ করে।

৭) লাভের মুখে Salesforce

প্রচন্ড লাভের মুখে রয়েছে আমেরিকান ক্লাউড কম্পিউটিং কোম্পানি Salesforce। এ বছরের মাত্র ৪ মাসের কোম্পানিটি পুরো বছরের স্টাক মার্কেটের টার্গেট কে পূরণ করে বিশাল লাভবান একটি কোম্পানির দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। ২.৯৪ বিলিয়ন মার্কিন ডলারের অনুমানের বিপরিতে কোম্পানিটি বর্তমানে ৩.০১ বিলিয়ন মার্কিন ডলারের স্টকের মালিক যা গত বছরের থেকে ২৫% বেশি।

৮) PNG তে ফেসবুককে সাময়িকভাবে বহিস্কৃত।

The South Pacific nation of Papua New Guinea তে ফেসবুককে এক মাসের জন্য বহিস্কৃত করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে ফেসবুকের ফেইক নিউজ এবং ফেইক একাউন্টসের বিদ্রুপ প্রভাবকে দেখানো হয়েছে। এই এক মাসের মধ্যে শহরটির সরকার সোশাল মিডিয়া প্লাটফর্মের উপর গবেষনা চালাবেন বলে জানা গিয়েছে এবং দরকার হলে তাদের শহরের নিজস্ব সোশাল সাইট খোলারও আভাস পাওয়া গিয়েছে।

৯) ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান পেলো Bird

ইলেক্ট্রটিক স্কুটার কোম্পানি Bird সম্প্রতি Squoia Capital থেকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ইনভেস্টমেন্ট পেলো। যার মাধ্যমে কোম্পানিটি নতুন ইউনিকর্ন কোম্পানি হিসেবে নিজেদের জায়গাকে শক্ত করে নিয়েছেন। উল্লেখ্য যে এই অনুদানের ফলে কোম্পানিটির মার্কেট ভ্যালু ১ বিলিয়ন মার্কিন ডলার হয়ে গিয়েছে। নিজস্ব স্মার্টফোন অ্যাপের মাধ্যমে Bird এর নিকটবর্তী স্কুটারকে যেকেউ অল্প ফিয়ের বিনিময়ে ভাড়া করে নিতে পারবেন এবং ব্যবহার হয়ে গেলে স্কুটারটিকে যেকোনো পার্কিং লটে পার্ক করে দিয়ে পরবর্তী ব্যবহারকারীর জন্য স্কুটারটি রেডি হয়ে থাকবে।

১০) ফেসবুকের কপিপেস্ট এর ব্যাপারে Snapchat এর সহজসরল দৃষ্টিভঙ্গি

ফেসবুকের বিরুদ্ধে বেশ আগে থেকেই অভিযোগ রয়েছে যে তারা Snapchat কে অনেক ক্ষেত্রেই কপি করে থাকে। সম্প্রতি Snapchat এর CEO Evan Spiegel এ ব্যাপারে একটি সহসরল দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তিনি বলেন তার কোম্পানি এই ফেসবুকের কপিপেস্ট কে তেমন মাইন্ডে নেয় না, বরং এই কার্যক্রম কে তারা ডিজাইনার দৃষ্টিভঙ্গিতে দেখে থাকেন। তিনি আরো বলেন আপনি যখন খুবই সিম্পল এবং সহজভাবে কোনো ডিজাইন করবেন তখন অন্যরা স্বাভাবিকভাবেই এটার পুরোপুরিই নকল করা শুরু করবে। তাই এই বক্ত্যবের বিপরীতে ফেসবুক থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় নি।

তো এই ছিলো আজকের এবং এই মাসের শেষ টেকবুম এর সকল খবরাখবর। আগামীতে টেক বিশ্বের ঘটে যাওয়া আরো লেটেস্ট খবরাখবর জানতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। আর টিউনটি ভালো লাগলে অবশ্যই জোস বাটনে ক্লিক না করে কিন্তু চলে যাবেন না!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস