আজকের টেকবুম – ৪ জুলাই ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

হ্যালো! টেক নিউজ নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম।  বরাবরের মতোই বিস্তারিত সংবাদে চলে যাওয়ার আগে চলুন দেখে নেই আজকের টেকবুমের শিরোনাম গুলো। আজ ৪ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ, ১৯ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার।

  • ১) গুগল ছেড়ে চলে যাচ্ছেন গুগল ক্লাউডের সিওও Diane Bryant
  • ২) নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে স্মার্টফোনগুলোতে কোনো গুপ্তচরমূলক স্ক্রিণ রেকর্ডিং হয় না।
  • ৩) জুন মাসের শেষ সপ্তাহে গাড়ি উৎপাদনের টার্গেট পূরণে কঠোর হয়েছে টেসলা।
  • ৪) Seattle শহরে ক্যাশিয়ার বিহীন ২য় স্টোর খুলতে যাচ্ছে আমাজন।
  • ৫) tbh অ্যাপের ফাউন্ডার Nikita Bier ফেসবুকে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
  • ৬) ইউরোপীয় নতুন ইন্টারনেট কপিরাইট আইনকে সমর্থন জানিয়ে উইকিপিডিয়া ইতালি তার সকল অনলাইন আর্টিকেলগুলোকে ব্লক করে দিয়েছে।
  • ৭) দুবাইয়ের রাইড শেয়ারিং কোম্পানি Careem কে কিনে নেওয়ার কথাবার্তা বলছে Uber
  • ৮) ফেসবুকের পলিটিক্যাল বিজ্ঞাপণের রুলসে নতুন ধাপ যোগ করা হয়েছে। এখন bush বা Clinton শব্দযুক্ত পলিটিক্যাল এডস ফেসবুক গ্রহণ করবে না।
  • ৯) রিভিউ সাইট Yelp থেকে কোনো রিভিউকে সরিয়ে নিতে বাধ্য করা যাবে না মর্মে রুল জারি করেছে আদালত
  • ১০) Bloomsbury AI কোম্পানির কর্মকর্তার টিমকে ফেসবুক তাদের সাইটে নিয়োগ দিয়েছে।

এতক্ষণ দেখলেন সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) গুগল ছেড়ে চলে যাচ্ছেন গুগল ক্লাউডের সিওও Diane Bryant

গুগলে যোগদান করার মাত্র এক বছরের কম সময়ের মধ্যেই Diane Bryant গুগল ছেড়ে চলে যাচ্ছেন। এর আগে তিনি ইন্টেলে প্রায় ৩২ বছর ধরে কর্মরত ছিলেন। তার হাত ধরেই ২০১৬ সালে চিপ জায়ান্ট ইন্টেল প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার লাভ আয় করতে সক্ষম হয়। গুগলে যোগদান করার পর গুগলের ক্লাউড সার্ভিসকে বাজারে একটি শক্ত অবস্থানে ধরে রাখার উদ্দেশ্যে কাজ করছিলেন তিনি। উল্লেখ্য যে ক্লাউড কম্পিউটিং সেক্টরে প্রথম স্থানটি ধরে রেখেছে আমাজন ওয়েব সার্ভিস এবং ২য় স্থানে রয়েছে Microsoft Azure। তার হঠাৎ চলে যাওয়ার কোনো নিশ্চিত কারণ এখনো জানা যায় নি। তবে শোনা যাচ্ছে তিনি আবারো ইন্টেলে যোগদান করতে পারেন। ইন্টেল তার কোম্পানির নতুন সিইও পদের জন্য কর্মকর্তা খুঁজছে আর ধারণা করা হচ্ছে Diane Bryant এর পদের জন্য ইন্টেলের নজরে রয়েছেন।

২) এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে স্মার্টফোনগুলোতে কোনো গুপ্তচরমূলক স্ক্রিণ রেকর্ডিং হয় না।

স্মার্টফোন যুগে প্রবেশের পর থেকেই একটি মিথ রয়েছে যে স্মার্টফোনগুলো গোপনে আপনার প্রতিদিনের ব্যবহারকে রেকর্ড করে। তবে নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণা থেকে জানা গিয়েছে যে এটি ভুল তথ্য। স্মার্টফোনে নির্মাতা কোম্পানিগুলো গোপনে কোনো প্রকারের গুপ্তচরমূলক স্ক্রিণ রেকডিং করে থাকে না। গ্রাহকদের ডিভাইসগুলোকে এভাবে রেকর্ড করে কোম্পানিগুলো তাদের জন্য উপযুক্ত বিজ্ঞাপণ প্রদান করার এই মিথটি অনেকদিন ধরেই চলে আসছিলো, এমনটি এই বিষয়টি নিয়ে কনগ্রেসের সামনে এ বছরের শুরুতে ফেসবুক সিইও মার্ক জুকারবার্গকে ব্যক্তিগতভাবে একটি আলোচনায় বসতে হয়েছিলো। তবে গবেষণায় একটি অদ্ভুত জিনিসের প্রমাণ পাওয়া গিয়েছে। স্মার্টফোন কোম্পানিগুলো না করে থাকলেও কিছু কিছু অ্যাপ রয়েছে যা আপনার ডিভাইসে ইন্সটল করে থাকলে এগুলো আপনার স্ক্রিণ থেকে গোপনে ছবি তুলতে পারবে এবং এগুলোকে তৃতীয় পক্ষের কাছে সেন্ডও করে দিতে পারবে। প্রায় এক বছর ধরে চলা এই গবেষণায় এই সকল তথ্য উন্মোচিত হয়। আগামী মাসে বার্সেলোনায় Privacy Enhancing Technology Symposium কনফারেন্সে গবেষণার ফলাফলকে আনুষ্ঠানিক ভাবে তুলে ধরা হবে।

৩) জুন মাসের শেষ সপ্তাহে গাড়ি উৎপাদনের টার্গেট পূরণে কঠোর হয়েছে টেসলা।

টেসলার নতুন ইলেক্ট্রিক গাড়ি টেসলা মডেল ৩এস  নিয়ে কোম্পানিটি এবং কোম্পানির সিইও ইলন মাস্ক ব্যাপক উৎসাহের মধ্যে রয়েছেন। তার ধারণা মডেল ৩এস দিয়ে টেসলা কোম্পানিটি অতীতের সকল সময়ের থেকে বেশি মুনাফা অর্জন করতে পারবে। সম্প্রতি প্রতি সপ্তাহে প্রায় ৫০০০ টেসলা মডেল ৩এস গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এবং ইতিমধ্যেই কোম্পানিটি তাদের এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছেন। হ্যাঁ এখন প্রতি সপ্তাহেই প্রায় ৫০০০ টেসলা মডেল ৩এস গাড়ি উৎপাদিত হচ্ছে। কিন্তু অনেক টেসলা কর্মীরা মনে করছেন এই ব্যাপক কাজের প্রেসার কর্মীদের মানসিক এবং শারিরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিকে জুন মাসের শেষ সপ্তাহে মডেল ৩এস গাড়ি উৎপাদনে টার্গেট পূরণের জন্য মডেল এস ফ্যাক্টরি থেকে কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আগষ্ট মাস থেকে এই উৎপাদন টার্গেট কে ৬০০০ য়ে করার ঘোষণা দিয়েছে টেসলা।

৪) Seattle শহরে ক্যাশিয়ার বিহীন ২য় স্টোর খুলতে যাচ্ছে আমাজন।

আমজান তার ক্যাশিয়ার বিহীন সুপারমাকের্ট Amazon Go এর ২য় স্টোর খুলতে যাচ্ছে। এ বছরের শেষের দিকে আমেরিকার Seattle শহরে এই স্টোর খোলা হবে।  বর্তমান স্টোরটির থেকে প্রায় দ্বিগুণ বড় হবে Seattle এর স্টোর, এতে প্রায় ৩০০০ স্কোয়ার ফিট রুম থাকছে।  এছাড়াও আমেরিকার শিকাগো এবং স্যান ফ্রান্সিস্কোতে আরো দুটি নতুন Amazon Go স্টোর খোলা হবে বলে জানা গিয়েছে; তবে কবে নাগাদ এদুটি স্টোর খোলা হবে তা নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য যে এ বছরের শুরুতে আমাজন তাদের প্রথম ক্যাশিয়ারবিহীন Amazon Go সুপারমার্কেট চালু করে।

৫) tbh অ্যাপের ফাউন্ডার Nikita Bier ফেসবুকে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি কম ব্যবহারকারী থাকার কারণে ফেসবুক তাদের সাইট থেকে tbh অ্যাপটি বন্ধ করে দিয়েছে। অ্যাপটির মাধ্যমে আমেরিকার তরুণরা তাদের বন্ধুদের কমপ্লিমেন্টস পাঠাতে পারবো। tbh অ্যাপটির ফাউন্ডার Nikita Bier বলেছেন অ্যাপটি বন্ধ হয়ে গেলেও তিনি এবং অ্যাপটির নির্মাতা টিম ফেসবুকেই থেকে যাবেন এবং নতুন প্রডাক্টস উৎপাদন করার কাজ করবেন। উল্লেখ্য যে tbh অ্যাপটিকে মাত্র ৯ মাস আগে ফেসবুক কিনে নেয়, এবং গত সোমবার কম ব্যবহারকারীর জন্য অ্যাপটিকে বন্ধ করে দেয় ফেসবুক। tbh অ্যাপের Nikita Bier ছাড়াও আরো তিনজন কো-ক্রিয়েটরস রয়েছে যারা হলেন Nicolas Duc-Dudon, Erik Hazzard এবং Nyle Zaragoza। এর সবাই বর্তমানে ফেসবুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রডাক্ট ডিজাইনার পদে কর্মরত রয়েছেন।

৬) উইকিপিডিয়া ইতালি তার সকল অনলাইন আর্টিকেলগুলোকে ব্লক করে দিয়েছে।

গত মাসে ইউরোপে নতুন একটি ইন্টারনেট প্রাইভেসি আইন ইউরোপিয় পার্লামেন্টে ভোটের মাধ্যমে চালু হয়েছে। এই সপ্তাহে আইনটির উপর ফাইনাল ভোটিংয়ের আগেই আইনটির প্রতি সর্মথন জানিয়েছে উইকিপিডিয়া। সর্মথন জানিয়েছে উইকিপিডিয়া ইতালি তার সকল অনলাইন আর্টিকেলগুলোকে বন্ধ করে দিয়েছে। উইকিপিডিয়া ইতালি এর সকল অনলাইন আর্টিকেলগুলোকে URL রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে এবং রিডাইরেক্ট করে একটি আলাদা পেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে সংস্থাটি। উক্ত পেজে ইন্টারনেট প্রাইভেসি আইনের ফাইনাল ভোটিংয়ের পক্ষে সচেতনামূলক বার্তা রয়েছে। উল্লেখ্য যে ২০০১ সালের পর এটাই প্রথম ইউরোপের ইন্টারনেট প্রাইভেসি আইন।

৭) দুবাইয়ের রাইড শেয়ারিং কোম্পানি Careem কে কিনে নেওয়ার কথাবার্তা বলছে Uber

মধ্যপ্রাচ্য অঞ্চলে আগামী বছর পাবলিক শেয়ার কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে যাচ্ছে Uber। আর এর আগেই ব্যয়বহুল প্রতিযোগীতা এড়াকে মধ্যপ্রাচ্যের রাইড শেয়ারিং কোম্পানি Careem এবং Uber একত্রকরণের কথাবার্তা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই কোম্পানি দুটোর মধ্যে একাধিক মিটিং হয়েছে কিন্তু তারা কোনো ফাইনাল চুক্তিতে এখনো পৌছাতে পারেনি। একত্রকরণ না করা হলে Careem কোম্পানিতে কিনে নেওয়া পরিকল্পনা রয়েছে Uber এর। তবে এই ব্যাপারে কোম্পানি দুটির কেউই অফিসিয়াল ভাবে কোনো মন্তব্য করেন নি। দুবাইয়ের Careem কোম্পানিটি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। কোম্পানির ভ্যালু রয়েছে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য যে গত বছর রাশিয়াতে Uber এবং Yandex NV কোম্পানি দুটো একত্র হয়ে রাইড শেয়ারিং দেওয়ার কার্যক্রম শুরু করেছিলো।

৮) এখন bush বা Clinton শব্দযুক্ত পলিটিক্যাল এডস ফেসবুক গ্রহণ করবে না।

ফেসবুক তাদের পলিটিক্যাল বিজ্ঞাপনগুলোর উপর বেশ সচেতন হয়েছে। সম্প্রতি সোশাল নেটওর্য়াক জায়ান্ট ফেসবুক তাদের সাইটের পলিটিক্যাল বিজ্ঞাপনগুলোর নীতিমালায় নতুন রূলস যুক্ত করেছে। এখন বিজ্ঞাপনগুলোতে bush বা Clinton শব্দগুলো থাকলেই উক্ত বিজ্ঞাপনটি বাতিল করে দেবে ফেসবুক। উল্লেখ্য যে ফেসবুকের AI ভিক্তির রিভিউ সিস্টেমের জন্য এই নতুন রুলস জারি করেছে ফেসবুক। তবে ইতিমধ্যেই এ রুলটি নিয়ে সমস্যাও পড়েছে ফেসবুক। কারণ ইংরেজি শব্দ bush এর নামের বাইরে আলাদা অর্থ রয়েছে। তাই রাজনৈতিক বিহীন বিজ্ঞাপনগুলো অটোমেটিক এই সিস্টেমের কারণে ফেসবুক থেকে নামিয়ে ফেলা হয়েছে। এ নিয়ে বিজ্ঞাপণ মালিকদের তোপের মুখে রয়েছে ফেসবুক।

৯) Yelp থেকে কোনো রিভিউকে সরিয়ে নিতে বাধ্য করা যাবে না মর্মে রুল জারি করেছে আদালত

রিভিউ সাইট Yelp থেকে এখন কোনো সমালোচনা মূলক রিভিউকে সরিয়ে নিতে বাধ্য করা যাবে না। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট এই মর্মে রূল জারি করেছেন। এর আগে একটি বিজনেস কোম্পানি Yelp এর বিরুদ্ধে তাদের পণ্যগুলোর উপর নেগেটিভ রিভিউকে সরিয়ে নেওয়ার ব্যাপারে নিম্ন আদালতে মামলা করেছিলো। এবং নিম্ন আদালত Yelp কে নেগেটিভ রিভিউগুলো সরিয়ে নেবার আদেশ দেয়। গতকাল ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের এই সিদ্ধান্তকে নাকচ করে নিতে নতুন রূল জারি করে। এছাড়াও Yelp সাইটে পোষ্টকৃত কোনো রিভিউয়ের জন্য সরাসরি Yelp কোম্পানিতে দায়ী করা যাবে না বলেও রূলে উল্লেখ করা হয়েছে।

১০) Bloomsbury AI কোম্পানির কর্মকর্তার টিমকে ফেসবুক তাদের সাইটে নিয়োগ দিয়েছে।

ফেইক নিউজ মোকাবেলা ফেসবুক সম্প্রতি লন্ডন ভিক্তিক Bloomsbury AI কোম্পানিকে কিনে নেবে বলে শোনা যাচ্ছিলো। তবে সম্পূর্ণ কোম্পানিকে না কিনে নিয়ে ফেসবুক উক্ত কোম্পানির কর্মকর্তার টিমকে ফেসবুকে নিয়োগ দিয়েছে। Bloomsbury AI তাদের প্লাটফর্মে AI টেকনোলজির সাহায্যে ভূয়া খবর সনাক্ত করতে পারে এবং এই ফিচারটি ফেসবুকের নজর কাড়ে। কিন্তু সম্পূর্ণ কোম্পানিকে না কিনে নিয়ে শুধুমাত্র AI টেকনোলজির টিমকে কিনে নিয়ে ভালো ব্যবসায়িক পদক্ষেপ গ্রহণ করলো ফেসবুক। ২০১৫ সালে Bloomsbuy AI কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।

এই ছিলো আজকের টেকবুমের সকল খবর। নিয়মিত টেকনোলজি বিশ্বের ঘটে যাওয়া সকল খবর জানতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস