আজকের টেকবুম – ২৩ জুলাই ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

শুভ সকাল! সোমবারের টেকবুমে সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বের ঘটে যাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ২৩ জুলাই, ২০১৮ খ্রিষ্টাব্দ, ৭ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার। বরাবরের মতোই বিস্তারিত সংবাদের আগে চলুন দেখে নেই আজকের টেকটিউনস টেকবুমের সংবাদ শিরোনামগুলো:

  • ১) গোপনে যাত্রীর ভিডিও করায় এক ড্রাইভারকে বহিস্কার করেছে Uber এবং Lyft
  • ২) ইউরোপীয় ইউনিয়নের জরিমানার বহু আগেই ব্যাপারটি নিয়ে সমঝোতায় আসতে চেয়েছিলো গুগল।
  • ৩) ইউজার ডাটা পলিসি ভঙ্গ করায় ডাটা এনালাইটিক্স ফার্মকে সাসপেন্ড করেছে ফেসবুক।
  • ৪) ইন্ডিয়ায় ফেইক নিউজ ছাড়ানোর অভিযোগে ওয়াটস অ্যাপে মেসেজ ফরওর্য়াডিং ফিচারে আসলো বাধ্যবাধকতা।
  • ৫) Brexit নিয়ে আমাজন একটি ডার্ক ওয়ার্নিং ইস্যু করেছে।
  • ৬) রাশিয়ান হ্যাকাররা ইতিমধ্যেই আমেরিকার মিডটার্ম নির্বাচনকে টার্গেট করেছে, বলেছে মাইক্রোসফট।
  • ৭) Holocaust Denial Groups কে ফেসবুকের সার্চ রেজাল্টের শীর্ষে রাখাকে ভুল পদক্ষেপ হিসেবে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।
  • ৮) ইলেক্ট্রিক বাইক এবং স্কুটার সেক্টরে শক্ত অবস্থান না গড়তে পারলে বিপদে পড়বে Uber, এমনটাই জানা গিয়েছে কোম্পানির একটি গবেষণা থেকে।
  • ৯) আমাজন প্রাইম সার্ভিসে Whole Foods কে আনার চেষ্টা বাড়িয়ে দিয়েছে আমাজন
  • ১০) “Farting Unicorn” নিয়ে দ্বন্ধের শেষ করলেন ইলন মাস্ক।

এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনামগুলো এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) গোপনে যাত্রীর ভিডিও করায় এক ড্রাইভারকে বহিস্কার করেছে Uber এবং Lyft

রাইড শেয়ারিং সার্ভিসগুলো অতীতে তাদের ড্রাইভারের আচরণের জন্য বেশ কয়েকবার মিডিয়ার সমালোচনার মুখে পড়েছিলো। আর সম্প্রতি একই ঘটনা আরেকবার ঘটলো। ৩২ বছর বয়সী Jason Gargac নামের একজন ড্রাইভারের বিরুদ্ধে তার যাত্রীদের গোপনে ভিডিও করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি Uber এবং Lyft এর ড্রাইভার হয়ে কাজ করতেন। জানা গিয়েছে তার গাড়িতে প্রায় ৩০০০ মার্কিন ডলারের ক্যামেরা রিগ লাগানো ছিলো, যেটি দিয়ে তিনি তার গাড়িতে উঠা বিভিন্ন যাত্রীর গোপনে ভিডিও লাইভ স্ট্রিমিং করতেন। এই লাইভ স্ট্রিমিং ভিডিও গুলো Twitch নামের ভিডিও প্লাটফর্মে তিনি আপলোড করতেন বলে জানা গিয়েছে। এই ড্রাইভারকে Uber এবং Lyft তাদের সার্ভিস থেকে ইতিমধ্যেই বহিস্কার করে দিয়েছে। কিন্তু এরপরেও এই ডিজিটাল রাইড শেয়ারিং সার্ভিসগুলোতে যাত্রীদের প্রাইভেসি নিয়ে বড় একটি প্রশ্ন থেকেই যায়।

২) ইউরোপীয় ইউনিয়নের জরিমানার বহু আগেই ব্যাপারটি নিয়ে সমঝোতায় আসতে চেয়েছিলো গুগল।

গত সপ্তাহে গুগলকে Antitrust Enforcement এর ইতিহাসে সবথেকে বড়সড় জরিমানা করেছেন ইউরোপীয় ইউনিয়ন কম্পিটেকটিউনসশন কমিশনার Margrethe Vestager। প্রায় ৪.৩ বিলিয়ন ইউরো বা ৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয় টেক জায়ান্ট গুগলকে। সম্প্রতি খবর পাওয়া গিয়েছে যে এই জরিমানা করার প্রায় ১ বছর আগেই গুগল ব্যাপারটি নিয়ে একটি সমঝোতায় আসতে চেয়েছিলো। একটি ইন্টারভিউতে কমিশনাল Margreethe Vestager এই তথ্য জানান। গত বছর অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আরেকটি ইউরোপিয় কেইসে ২.৪ বিলিয়ন ইউরো জরিমানার পর গুগল ইউরোপিয় কমিশনারের সাথে এই বিষয়ে একটি সমঝোতা করতে চেয়েছিলো। কিন্তু অবশেষে কোনো সমঝোতা হয়নি এবং প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের জরিমানা গুনতে হলো গুগলকে। এ নিয়ে টোটাল ৬.৭ বিলিয়ন ইউরো জরিমানা গুনতে হয়েছে গুগলকে এবং অদূর ভবিষ্যৎতে  গুগল আরো জরিমানার সম্মুখিন হতে পারে বলে জানিয়েছেন  ইউরোপীয় ইউনিয়ন কম্পিটেকটিউনসশন কমিশনার Margrethe Vestager।

৩) ইউজার ডাটা পলিসি ভঙ্গ করায় ডাটা এনালাইটিক্স ফার্মকে সাসপেন্ড করেছে ফেসবুক।

Cambridge Analytica স্ক্যান্ডাল ঘটার অনেকদিন হয়ে যাবার পরেও এখনো ফেসবুক কর্তৃপক্ষের মন থেকে ঘটনাটি একেবারেই মুছে যায় নি। সম্প্রতি ফেসবুকের ইউজার ডাটা পলিসি ভঙ্গ করার অভিযোগে ডাটা এনালাইটিক্স ফার্ম Crimson Hexagon কে সাময়িক বরখাস্ত করেছে ফেসবুক। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের ভিক্তিকে ফেসবুক এই পদক্ষেপটি গ্রহণ করেছে। কিছুদিন ফেসবুক এই ফার্মের বিরুদ্ধে আনা অভিযোগটি পর্যবেক্ষণ এবং তদন্ত করবে, তারপর তদন্তের রেজাল্টের ভিক্তিতে ফাইনাল ডিসিশন নেওয়া হবে বলে জানা গিয়েছে।

৪) ওয়াটস অ্যাপে মেসেজ ফরওর্য়াডিং ফিচারে আসলো বাধ্যবাধকতা।

ফেইক নিউজ ছড়ানো রোধে কঠোর হয়েছে ওয়াটাস অ্যাপ। বর্তমানে একই সাথে ২০ জনের বেশি মেসেজ ফরওর্য়াডিংয়ের ব্যাপারে লিমিটেশন এনেছে কোম্পানিটি। বিশ্বের অনান্য দেশের ইউজাররা একই সাথে ২০কে মেসেজ ফরওর্য়াড করতে পারলেও ভারতের ওয়াটস অ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে মাত্র ৫ জনকে একটি মেসেজ একই সাথে ফরওর্য়াড করতে পারবেন। সম্পতি ওয়াটস অ্যাপ প্লাটফর্মের বিরুদ্ধে ফেইক নিউজ ছড়ানো উপর একটি ওয়ানিং আসার পর মেসেজিং সার্ভিস ওয়াটস অ্যাপ এই পরিবর্তন আনে।  উল্লেখ্য ওয়াটস অ্যাপে আগে একই সাথে ২৫০ জনকে একটি মেসেজে ফরওর্য়াড করার ব্যবস্থা রাখা হয়েছিলো।

৫) Brexit নিয়ে একটি ডার্ক ওয়ার্নিং ইস্যু করেছে আমাজন।

গত শুক্রবার যুক্তরাজ্যে সরকারের সাথে একটি behind-closed-door মিটিংয়ে Brexit নিয়ে একটি ডার্ক ওয়ার্নিং ইস্যু করেছে আমাজন। ট্রেড চুক্তি ছাড়া ব্রিটেন যদি ইউরোপিয় ইউনিয়ন ছেড়ে যায় তাহলে এটি দুই সপ্তাহের মধ্যে একটি “Civil Unrest” ইস্যু তৈরি করবে বলে ওয়ার্নিং দিয়েছে আমাজন। আমাজনের যুক্তরাজ্যের কান্ট্রি ম্যানেজার Douglas Gurr এই তথ্যগুলো জানিয়েছেন। তবে এ ব্যাপারে তাৎক্ষনিক কোনো মন্তব্য করেনি আমাজন কর্তৃপক্ষ।

৬) আমেরিকার মিডটার্ম নির্বাচনের উপর রাশিয়ান হ্যাকারদের টার্গেট রয়েছে, বলেছে মাইক্রোসফট।

এ বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য আমেরিকার মিডটার্ম নির্বাচনের উপর রাশিয়ান হ্যাকারদের চোখ রয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি মাইক্রোসফটের কাস্টমার সিকুরিটি এন্ড ট্রাস্ট এর করপোরেট ভাইস প্রেসিডেন্ট Tom Burt এই তথ্য জানিয়েছেন। এর মাধ্যমে আমেরিকার ডেমোক্রেসিকে প্রভাবিত করতে পারে বলে তিনি আশঙ্কা করেন। তিনি আরো জানান, এ বছরের শুরু দিকে একটি রাশিয়ান হ্যাকার গ্রুপ মাইক্রোসফটের একটি ভূয়া ওয়েবসাইট রেজিস্ট্রি করে এবং ওই ওয়েবসাইট থেকে ফিশিং শুরু করে। ২০১৮ সালের মিডটার্ম নির্বাচনে মূলত তিনজন প্রার্থীর উপর নজর রয়েছে রাশিয়ান হ্যাকারদের, বলেছেন Tom Burt। তবে এ বিষয়ে পরিস্কার করে তিনি কিছু বলেননি। উল্লেখ্য যে, উক্ত ভূয়া ফিশিং সাইটটি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাইক্রোসফট কতৃর্পক্ষ এ ব্যাপারে আমেরিকার সরকারের সাথে সাহায্যমূলক কার্যক্রম শুরু করে দিয়েছে।

৭) Holocaust Denial Groups কে প্রোমোট করাকে ভুল পদক্ষেপ হিসেবে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের সার্চ রেজাল্টে Holocaust Denial Groups কে গত কয়েক দিন ধরে প্রোমোট করে আসছিলো ফেসবুক। কিন্তু এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানা যায় যে এটি একটি ভুল এবং ফেসবুক কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই ভূলকে সংশোধন করে নিয়েছে। এ ব্যাপারে ফেসবুকের বিরুদ্ধে আবারো ব্যাপক সমালোচনার ঝড় উঠে এবং ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ এই সপ্তাহে ব্যাপারটি নিয়ে একটি অফিসিয়াল বক্তব্য প্রদান করেছেন। বক্তব্যে তিনি বলেন কোম্পানির এলগরিদমে ভুল থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে।

৮) ইলেক্ট্রিক বাইক এবং স্কুটার সেক্টরে শক্ত অবস্থান না গড়তে পারলে বিপদে পড়বে Uber

এ বছরের ফেব্রুয়ারী থেকে আমেরিকার Uber ব্যবহারকারীরা তাদের অ্যাপ থেকে ইলেক্ট্রিক বাইক বুক করতে পারছেন। এই বাইক সেক্টরটি বর্তমানে Uber এর মূল আয়ের উৎস গাড়ি সেক্টরকে প্রভাবিত করা শুরু করেছে বলে এক গবেষণা থেকে জানা গিয়েছে। ইতিমধ্যেই গাড়ি সেক্টরে ১০ শতাংশ কম বুকিং এসেছে এই বাইক সেক্টরটির জন্য। উক্ত গবেষণা থেকে জানা যায়, বাইক সেক্টরে Uber যদি নিজেদের শক্ত অবস্থান না গড়তে পারে তাহলে অদূর ভবিষ্যৎতে কোম্পানিটি আর্থিক ক্ষয়ক্ষতির সম্মু্খিন হতে পারে। গত বৃহস্পতিবার Medium সাইটে প্রকাশিত একজন Uber পলিসি রিসার্চারের টিউন থেকে এই তথ্যটি পাওয়া যায়।

৯) আমাজন প্রাইম সার্ভিসে Whole Foods কে আনার চেষ্টা বাড়িয়ে দিয়েছে আমাজন

সম্প্রতি আমাজন তাদের অনলাইন রিটেইল বিজনেসের সাথে তাদের নতুন Whole Foods সাবসাইডারিকে একত্রকরণের কাজ বাড়িয়ে দিয়েছে। এই দুটি সার্ভিস সঠিকভাবে মার্জিং করতে পারলে এই খাত থেকে আমাজন প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি একটি মার্কেট খাত সৃষ্টি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। আগামী বছরের মধ্যে আমাজন প্রাইম সার্ভিসে Whole Foods এর হাই এন্ড গ্রসারি সার্ভিস আনতে যাচ্ছে আমাজন। এর মাধ্যমে আমাজনের অনলাইন রিটেইল খাতে খাবার সরবরাহ সার্ভিস আনতে চলেছে আমাজন। ইতিমধ্যেই আমেরিকার Whole Foods স্টোরগুলোতে আমাজন প্রাইম সদস্যদের জন্য আলাদা ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

১০) “Farting Unicorn” এবং ইলন মাস্ক।

টেক ব্যক্তিত্ব ইলন মাস্ক সম্প্রতি সব উদ্ভট বিষয়ের জন্য খবরের শিরোনাম হচ্ছে। সর্বশেষ একটি Farting Unicorn এর জন্য খবরের শিরোনাম হলেন ইলন মাস্ক! একটি আর্টিস্ট এর Farting Unicorn এর ডিজাইন বিনা অনুমতিতে ইলন মাস্ক তার টেসলা অপারেটিং সিস্টেম এবং অনান্য কোম্পানি উপাদানে ব্যবহার করে আসছিলেন, এর কারণে অনেকদিন ধরেই উক্ত আটির্স্ট তার কপিরাইট সম্পর্কে মাস্কের থেকে একটি জবারে আশায় ছিলেন। গত শুক্রবার একটি ব্লক টিউনে আর্টিস্ট Tom Edwards বলেছেন যে ব্যাপারটি বর্তমানে একটি সমঝোতায় এসেছে।

এই ছিলো আজকের টেকবুমে সকল খবর। টেক বিশ্বের ঘটে যাওয়া শীর্ষ ঘটনার খবরগুলো নিয়মিত জানতে নিয়মিত ভিজিট করুক টেকটিউনস। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস