আজকের টেকবুম – ২ আগষ্ট ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

শুভ সকাল। আগষ্ট মাসের প্রথম টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বিশ্বে ঘটে যাওয়া টেকনোলজি বিষায়ক সকল গুরুত্বপূর্ণ খবর নিয়মিত আকারে টেকটিউনস এ টেকবুম টিউনগুলোকে প্রকাশ করা হচ্ছে। আজ ২ আগষ্ট, ২০১৮ খ্রিস্টাব্দ, ১৭ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার। চলুন প্রথমে দেখে নেই আজকের টেক বিশ্বের সংবার শিরোনাম গুলো:

  • ১) এ বছরের ২য় মৌসুমে লক্ষ্যমাত্রার থেকে বেশি আয় করতে সক্ষম হয়েছে অ্যাপল
  • ২) টেসলার বিরুদ্ধে সাবেক এক কর্মীর মামলা
  • ৩) ইউএস মিডটার্ম নির্বাচনকে প্রভাবিত করার প্রমাণ পেয়েছে ফেসবুক
  • ৪) এই মৌসুমে কম Mac ডিভাইস বিক্রি হয়েছে
  • ৫) MoviePass তাদের অ্যাপে নতুন রুলস প্রণয়ন করেছে
  • ৬) প্রেসিডেন্ট ট্রাম্প এর শুল্কের ব্যাপারে অবশেষে মুখ খুললেন অ্যাপল সিইও
  • ৭) Sicily তে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে Google Camp 2018
  • ৮) উইকিপেডিয়া কখনোই ক্রিপ্টোকারেন্সি সেক্টরে আসবে না বলে জানিয়েছেন কোম্পানিটির ফাউন্ডার
  • ৯) টেসলার বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছে কোম্পানিটির সাবেক ৩জন কর্মী
  • ১০) হাই টেক এলাকা গড়ার লক্ষ্যে Toronto এবং Sidewalk Labs এর মধ্যে চুক্তি সম্পন্ন

 ১) লক্ষ্যমাত্রার থেকে বেশি আয় করতে সক্ষম হয়েছে অ্যাপল

গত মঙ্গলবার একটি রির্পোট থেকে জানা যায় যে, টেক জায়ান্ট অ্যাপল তার লক্ষ্যমাত্রার থেকে বেশি আয় করতে সক্ষম হয়েছে। মুনাফা এবং প্রতি শেয়ারে আয়ের লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পেরেছে কোম্পানি। এছাড়াও সামনের মাসে (সেপ্টেম্বর) কোম্পানিটি বড় একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে যেখানে এ বছরের আইফোন এবং নতুন আইওএস ১২ অপারেটিং সিস্টেমকে বিশ্বব্যাপী উন্মোচন করা হবে। অ্যাপল এর এই আয় মূলত তাদের “সার্ভিস” বিজনেসের থেকেই এসেছে। অ্যাপলের সার্ভিস বিজনেসের মধ্যে রয়েছে iCloud, Apple Music এবং App Store। এদের সহ সকল আয় মিলিয়ে কোম্পানিটি ৩১% year over year করে সার্ভিস থেকে মোট মুনাফা এসেছে ৯.৫৪ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আইফোন এবং আইপডের বিক্রির হার গত বছরের থেকে তেমন কোনো পরিবর্তন পায় নি; তবে ম্যাক এর বিক্রির হার গত বছরের তুলনায় ১৩ শতাংশ কমে গিয়েছে।

২) টেসলার বিরুদ্ধে সাবেক এক কর্মীর মামলা

টেসলার গিগাফ্যাক্টরির সাবেক এক কর্মী গত মঙ্গলবার কোম্পানির বিরুদ্ধে একটি countersuit (পাল্টা মামলা) করেছেন। তিনি অভিযোগ করেন যে, টেসলা তার মূল লক্ষ্যের (পরিবেশের উন্নয়ন) উপর কাজ করছে না বরং তারা তাদের গিগাফ্যাক্টরিতে বৃহৎ আকারের scarp তৈরি করে আসছে যা তাদের গিগাফ্যাক্টরি ও এর আশেপাশের এলাকার পরিবেশের জন্য ক্ষতিকারক। উল্লেখ্য যে, এ বছরের জুন মাসে বিজনেস ইনসাইডার সংবাদ সংস্থায় টেসলার অভ্যন্তরীণ ডকুমেন্টস লিক করার জন্য এই কর্মীর বিরুদ্ধে আইনী মামলা করে টেসলা। এছাড়াও টেসলা তার বিরুদ্ধে কোম্পানির ম্যানুফ্যাকচারিং অপারেটিং সিস্টেমে হ্যাকিং চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তৃতীয় পক্ষকে দিয়ে দেওয়া সহ কোম্পানির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মিডিয়াতে ছড়াচ্ছেন বলে দাবি করেছে।

৩) ইউএস মিডটার্ম নির্বাচনকে প্রভাবিত করার প্রমাণ পেয়েছে ফেসবুক

ফেসবুক প্রোফাইল এবং ফেসবুকের বিজ্ঞাপণ ব্যবস্থাকে কাজে লাগিয়ে আগত ইউএস মিডটার্ম নির্বাচন ও আমেরিকার রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিক করার প্রমাণ পেয়েছে ফেসবুক। এই সপ্তাহে ব্যাপারটি Capitol Hill এর সংসদকে ফেসবুক অবহিত করে এবং গত মঙ্গলবার এ বিষয়ে একটি রির্পোট ছাড়ে The New York Times। তবে এই প্রভাবিত করার পেছনে কোন পার্টি বা কোন দেশের কার হাত রয়েছে এ ব্যাপারে ফেসবুক এখনো কিছু জানতে পারেনি। গত মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে ৩২টি পেজ এবং একাউন্টকে ব্যান করেছে, এই পেজ ও একাউন্টগুলোতেই ফেসবুক এই আগত নির্বাচনকে প্রভাবিত করার উপাদান পেয়েছে। ফেসবুক আরো বলেছে এইসব পেজ এবং একাউন্টের এক্টিভিটি অতীতের রাশিয়ান ভূয়া তথ্য স্ক্যান্ডালের মতোই হচ্ছে। তবে ফেসবুক তাদের নিজস্ব তদন্তের শেষ পর্যায়ে এসে এইসকল কারা বা কে করছে এ ব্যাপারে নিশ্চিত হতে পারবে বলে ফেসবুকের দেওয়া একটি ব্লগ টিউন থেকে জানা গিয়েছে।

৪) এই মৌসুমে কম Mac ডিভাইস বিক্রি হয়েছে

২০১৭ সালের একই মৌসুমের তুলনায় এ বছরের ২য় মৌসুমে অ্যাপলের Mac এর বিক্রি প্রায় ১৩ শতাংশ কমে গিয়েছে। বিষয়টি টেক বিশ্বে বর্তমানে একটি ট্রেন্ডিং নিউজ হিসেবে বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে টেক জায়ান্ট অ্যাপল বলছে তারা ম্যাকে আরো উন্নত সার্ভিস দেওয়ার জন্য নতুন করে ইনভেস্টমেন্টের ব্যবস্থা রাখছে কিন্তু সাম্প্রতিক সময়ের MacBook Pro জাতীয় বেশ কয়েকটি বাগের কারণে পাবলিকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে অ্যাপলকে। গত মঙ্গলবার ২০১৮ সালের ২য় মৌসুমের আয়ের রির্পোট প্রকাশ করেছে অ্যাপল। সেখানে সলিড লেভেলের মুনাফা দেখাতে পারলেও এই ম্যাকের বিক্রির হার কমে যাওয়াটাও দেখেছিয়ে কোম্পানিটি। এর মাধ্যমে অ্যাপল এর ভবিষ্যৎ আয়ের হার সর্ম্পূণ ভাবে তাদের iOS অপারেটিং সিস্টেম এবং আইফোন ও আইপড এর উপর নির্ভর করতে হবে  বলে গবেষকরা জানিয়েছেন।

৫) MoviePass তাদের অ্যাপে নতুন রুলস প্রণয়ন করেছে

গত মঙ্গলবার MoviePass এর সিইও Mitch Lowe গ্রাহকদেরকে জানিয়েছেন যে, MoviePass App টিতে সকল মুভি শো-টাইম এর গ্যারান্টি কোম্পানিটি দিতে পারবে না। প্রতি মাসে ১৫ মার্কিন ডলার করে মূল্য বাড়ানোর মাত্র একদিন পড়েই এই রকম একটি খবর জানা গেলো কোম্পানিটির থেকে। এর আগে কোম্পানিটি সকল ধরনের 2D ছায়াছবি তাদের থিয়েটারে অ্যাপের মাধ্যমে বুকিং করে দেখানোর ব্যবস্থা ছিলো। এছাড়াও এখন বড় ব্যবসায় সফল মুভিগুলো মুক্তির প্রথম কয়েকটি সপ্তাহে MoviePass থিয়েটারে দেখা যাবে না বলেও জানান কোম্পানিটি সিইও। অন্যদিকে কোম্পানিটি তাদের কাস্টমার সার্পোট সার্ভিসকেও আরো সীমিত আকারে করে দিয়েছে বলে নিশ্চিত করেছেন সিইও Mitch Lowe।

৬) প্রেসিডেন্ট ট্রাম্প এর শুল্কের ব্যাপারে অবশেষে মুখ খুললেন অ্যাপল সিইও

গত মঙ্গলবার অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর শুল্ক আইনের ব্যাপারে মুখ খুলেছেন অ্যাপল সিইও Tim Cook; তিনি বলেন এই শুল্ক আইনী ভোক্তাদের ক্ষতি করতে পারে। বর্তমানে এখনো এই শুল্ক আইনটির থেকে অ্যাপল কোনো ক্ষয়ক্ষতির শিকার হয় নি কিন্তু তিনি জানান অ্যাপল এই শুল্কের উপর তদন্ত করছে যাতে এর থেকে কোম্পানিটি কোনো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ক্ষতির শিকার যাতে না হয়। এছাড়াও আমেরিকা এবং চীনের মধ্যে চলমান Trade Restrictions এর একটি সঠিক সমাধানেরও আশাব্যক্ত করেন তিনি। গত মঙ্গলবার  একটি প্রেস কনফারেন্সে আ্যাপল সিইও Tim Cook এই কথাগুলো বলেন।

৭) Sicily তে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে Google Camp 2018

গুগলের কো-ফাউন্ডার Larry Page এবং Sergey Brin এর আয়োজনে গুগলের বাৎসরিক ইভেন্ট Google Camp এ বছরর Sicily তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বারের গুগল ক্যাম্পে বিনোদন এবং স্পোর্টস জগতের বিভিন্ন খ্যাতিমান তারকারা থাকবেন বলে শোনা যাচ্ছে। এদের মধ্যে বাস্কেটবল লেজেন্ড তারকা Micheal Jordan থাকবেন বলে গুজব রয়েছে। এই ইভেন্টটি তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। গত বছরের গুগল ক্যাম্পে Snapchat এর কো-ফাউন্ডার Evan Spegel, হলিউড তারকা Pharrell Williams এবং ব্রিটিশ রাজ পরিবারের Prince Harry উপস্থিত ছিলেন

৮) উইকিপেডিয়া কখনোই ক্রিপ্টোকারেন্সি সেক্টরে আসবে না

সম্প্রতি বার্লিনে ব্লকচেইন কনফারেন্সে যোগদানের পর বিজনেস ইনসাইডারকে দেওয়া একটি ইন্টারভিউয়ে উইকিপেডিয়া ফাউন্ডার Jimmy Wales বলেছেন যে উইকিপেডিয়া কখনোই ক্রিপ্টোকারেন্সি সেক্টরে আসবে না। ক্রিপ্টোকারেন্সিতে “Zero Interest” দেখিয়ে Jimmy Wales বলেন যে তার কোম্পানিটি সম্পূর্ণ ইউজারদের ডোনেশনের উপর চালু রয়েছে এবং থাকবে। তাছাড়া তিনি বর্তমানে WikiTribune প্রজেক্টের উপর কাজ করছেন। WikiTribune কে তিনি ভূয়া নিউজের উপর প্রতিবাদী এবং প্রমাণ সাপেক্ষ্য একটি অভিযোগের প্লাটফর্ম হিসেবে বানানোর লক্ষ্য নিয়েছেন।

৯) টেসলার বিরুদ্ধে মানহানির অভিযোগ

টেসলার বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন কোম্পানিটির সাবেক তিনজন এনার্জি সেলস ম্যানেজার। গত ২৫ জুলাই San Diego County Superior কোর্টে টেসলার করা একটি মামলায় তাদেরকে বিব্রত করা, পক্ষপাতমূলক বক্তব্যের শিকার এবং অপর্যাপ্ত বেতনের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও তারা বলেন যে তাদের কয়েক জন কলিগ তাদের বিরুদ্ধে ভূয়া সেলস একাউন্ট তৈরি করে  তাদের বেতন বোনাসে নেগেটিভ প্রভাব ফেলেছেন এবং ইনভেস্টর ও শেয়ারহোল্ডারদেরকে ধোঁকা দিয়েছেন। অন্যদিকে টেসলার একজন মুখপাত্র জানান, কোম্পানির বিরুদ্ধে করা এই তিনজন সেলস ম্যানেজারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভন্ডামিমূলক। উল্লেখ্য যে এই তিনজন SolarCity এর কর্মী ছিলেন। ২০১৬ সালের নভেম্বরে SolarCity কে কিনে নেয় টেসলা। এবং পরবর্তীতে ২০১৭ সালের মে মাসে এই তিনজন কর্মীকে চাকুরিচ্যূত করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা রয়েছে।

১০) হাই টেক এলাকা গড়ার লক্ষ্যে Toronto এবং Sidewalk Labs এর মধ্যে চুক্তি সম্পন্ন

গত মঙ্গলবার সকালে Waterfront Toronto বোর্ড গুগলের প্যারেন্ট কোম্পানি Aplhabet এর সাব-কোম্পানি Sidewalk Labs এর সাথে একটি চুক্তিতে রাজি হয়েছে। চুক্তি মোতাবেক Toronto শহরের Waterfront এরিয়াতে ১২ একর জায়গায় একটি হাই টেক অঞ্চল গড়ে তুলবে Sidewalk Labs এবং এই কাজে ব্যায় হবে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। আর এই প্রজেক্টে টোটাল ৫০ মিলিয়ন মার্কিন ডলার ইনভেস্টমেন্ট এর চুক্তি করেছে Sidewalk Labs।  কিভাবে হাই টেক এলাকা গড়ে তোলা হবে এ ব্যাপারে এখনই বিস্তারিত জানায়নি কোম্পানিটি।

এই ছিলো আজকের টেকবুমের সকল খবরাখবার। নিয়মিত টেক বিশ্বের ঘটে যাওয়া সর্বশেষ শীর্ষ সংবাদগুলো জানতে নিয়মিত ভিজিট করুন বিশ্বের সর্ববৃহৎ বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস। সবাইকে আগমী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস