টেক জায়েন্ট স্যামসাং নিয়ে এলো ফোল্ডেবল ফোন Galaxy Z Flip ও Galaxy S20 সিরিজ

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

আবারোও ভাঁজ করা হ্যান্ডসেট বাজারে আনলো টেক জায়েন্ট স্যামসাং। এর আগে ভাঁজ করা ফোন এনে বাজারে সাড়া ফেলতে সমর্থ না হলেও এবার Z Flip নিয়ে বেশ আশাবাদী প্রতিষ্ঠানটি। পাশাপাশি নিয়ে এসেছে ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S20 এর ৩ টি মডেল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন এসব ফোনের মোড়ক উন্মোচন করেন স্যামসাং।

Galaxy Z Flip


হাতের তালুতে সোয়া তিন ইঞ্চির চারকোনা একটি বাক্স। যেন ছোট একটি মেকআপ কিট। কিন্তু ভাঁজ খুলে দিলেই হয়ে যাবে 6.71 ইঞ্চির এক মোবাইল ফোন। এমনি এক হ্যান্ডসেট এনেছে স্যামসাং। নাম Z Flip। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল স্মার্টফোন টি তে রয়েছে কোয়ালকম স্নাপড্রাগণ 855 প্রসেসর। ডিভাইস‌টির পেছনে আছে ডুয়েল ক্যামেরার। আর সামনে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যাতে সেলফি তোলা যাবে হাতের স্পর্শ ছাড়াই।

ধারণ করা যাবে 8K ভিডিও। Z Flip পাওয়া যাবে বেগুনি, কালো আর সোনালী রঙের, যা ১৪ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু করবেন স্যামসাং। দাম পড়বে 1380 ডলার। 4G সাপোর্ট থাকছে ডিভাইসটিতে। এর আগেও ভাঁজ করা ফোন এনেছিল স্যামসাং। তবে স্ক্রিন ভেঙে যাবার সমস্যার কারণে তা বাজারজাতকরণ থেকে সরে আসে প্রতিষ্ঠানটি।

Galaxy S20 সিরিজ

একই দিনে স্যামসাং উন্মোচন করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি S20 সিরিজ। এই সিরিজে থাকছে তিনটি মডেল। S20, S20 Plus এবং S20 Ultra. S20 সিরিজের মাধ্যমে 5G প্রযুক্তিতে প্রবেশ করলো স্যামসাং।

ক্যামেরা

নতুন সিরিজটিতে গুরুত্ব পেয়েছে ক্যামেরা ফিচার। থাকছে ৩ ক্যামেরা। যাতে যোগ হয়েছে আলট্রা জুমিং ও এআই টেকনোলজি। Galaxy S20 Ultar জুম করা যাবে 100X আর বাকি দুটিতে 30x পর্যন্ত জুম করা যাবে। ফলে বিস্তারিত কোন ছবি থেকে ছোট একটি অংশ ক্রপ করে নিলেও পাওয়া যাবে স্পষ্ট এবং স্বচ্ছ ছবি।

র‌্যাম ও রম

S20 ডিভাইসটিতে থাকছে 8 গিগাবাইট র‌্যামের এর সঙ্গে 128 গিগাবাইট স্টোরেজ। আর S20 Plus এবং S20 Ultra তে রয়েছে 128 গিগাবাইট 256 গিগাবাইট এবং 512 গিগাবাইট স্টোরেজ।

সরাসরি ইউটিউব আপলোড

মোবাইলটিতে ধারণ করা যাবে 8K ভিডিও যা সরাসরি আপলোড করা যাবে ইউটিউবে। এরজন্য ইউটিউবে সঙ্গে একটি চুক্তিও করেছে স্যামসাং।

বিশ্লেষকদের মতামত

স্যামসং এর S20 সিরিজ নিয়ে সন্তোস প্রকাশ করলেও ভাঁজ করা ফোনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

রিলিজ ডেট ও দাম

গ্যালাক্সি S20 সিরিজ বাজারে আসবে মার্চ মাসে। ফোন গুলোর দাম শুরু হবে 999 ডলার থেকে।

-

টেকটিউনস টেকবুম - ২৮ ফেব্রুয়ারি ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস