Realme এর 125W UltraDART Flash Charging টেকনোলজি! 4000mAh ব্যাটারির চার্জ ফুল হবে ২০ মিনিটে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

অতি সম্প্রতি OPPO তাদের 125W Fast Charging  প্রযুক্তির ঘোষণা দেয়। এখন তারই সহায়ক কোম্পানি realme নিয়ে এসেছে 125W UltraDART Flash Charging টেকনোলজি। তাদের দাবী প্রযুক্তিটি ব্যাটারিকে ৩ মিনিটে ৩৩% চার্জ হতে সাহায্য করবে। কোম্পানিটি জোর দাবী জানায়, তাপমাত্রা 40°C এর নিচে রেখে স্মার্ট এবং নিরাপদ স্পীডে ফোনটি মাত্র ২০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

realme জানায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে টেকনোলজি টি মাত্র ১৩ মিনিটে ফুল চার্জ করতে পারতো। টেকনোলজিটি একই সাথে নিরাপত্তার কথা ভেবে এবং চার্জিং সংক্রান্ত দুর্ঘটনা এড়াতে মাল্টি-লেয়ার প্রোটেকশনের মাধ্যমে এর তাপমাত্রা নির্দিষ্ট লেভেলে রেখেছে।

স্ক্রিন অন থাকা এবং গেমিং খেলার সময় প্রযুক্তিটি একই ভাবে কাজ করে। একই সাথে এটি 5g স্মার্ট-ফোন আরও দ্রুত, নিরাপদে চার্জিং এর ক্ষেত্রেও কার্যকর।

OPPO এর মত এই প্রযুক্তিতেও দ্রুত চার্জ হতে এবং ওভার ভোল্টেজ কন্ট্রোল করতে ডাবল সেল ব্যবহার করা হয়েছে। বর্তমানে OPPO একই সাথে ফাস্ট চার্জিং এর বিভিন্ন চিপ ডেভেলপ করছে। OPPO অন্যতম কিছু ফাস্ট চার্জিং চিপ গুলো হচ্ছে, VCU Intelligent Control Chip, AC/ DC Control Chip, MCU Charge management, Chipset, BMS Battery Management Chip, এবং Custom Protocol Chipset।

-
টেকটিউনস টেকবুম - ১৮ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস