শিশুদের জন্য গুগল ট্যবলেটে যুক্ত করেছে Kids Space ফিচার

গুগল শিশুদের মানসিক বিকাশ এবং নিরাপদে স্মার্ট ডিভাইস ব্যবহারে অন্যতম পদক্ষেপ হিসাবে ট্যাবলেটে চালু করেছে Kids Space নামে শিশুদের জন্য আলাদা ট্যাবলেট মুড ফিচার।

বর্তমান প্রজন্মের শিশুরা আগের শিশুদের থেকে প্রযুক্তির দিকে অনেক এগিয়ে। তারা বাচ্চা কাল থেকে ট্যাবলেট, ল্যাপটপ, এবং স্মার্ট-ফোন হাতে নিয়ে বড় হচ্ছে।

টেকনোলজি তাদের জন্যও প্রয়োজন কিন্তু সব কিছু তাদের জন্য নিরাপদ নয়। ইন্টারনেটে এমন কিছু আছে যা তাদের দেখা উচিত নয়। আর এ জন্যই গুগল নিয়ে এসেছে যা ডিজাইন করা হয়েছে শুধু মাত্র শিশুদের জন্যই।

কোম্পানিটি প্রথম বারের মত এই ফিচারটির ঘোষণা তাদের The Keyword ব্লগে দেয়।

Kids Space এ রাখা হয়েছে শিশুদের জন্য উপযুক্ত সব কন্টেন্ট। এখানে দেয়া হয়েছে বিভিন্ন অ্যাপ, বই, ভিডিও, যা শিশুদের মানসিক বিকাশে এবং সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

এটি শিশুদের আগ্রহ, চাহিদা অনুযায়ী কন্টেন্ট দেবে যা অবশ্যই নিরাপদ হবে। শিশুরা প্রতিদিন নতুন নতুন বিষয় শিখতে পারবে Kids Space এর মাধ্যমে।

এখানে রাখা হয়েছে অসংখ্য অ্যাপ যা গুগল পরিক্ষিত এবং শিশুদের জন্য নিরাপদ। যুক্তরাষ্ট্রে ৪০০ এর বেশি বই দেয়া হয়েছে যা শিশুরা বিনা মূল্যেই ব্যবহার করতে পারবে।

জানা গেছে নতুন এই ফিচারটিতে যুক্ত করা হয়েছে YouTube Kids ফিচারটিও। যার মধ্যমে শিশুরা বিভিন্ন শিক্ষণীয় এবং বিনোদন মূলক ভিডিও দেখতে পারবে।

শিশুদের বাবা মা প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড দিতে পারবে। শিশুদের নিরাপত্তার জন্য শুধু মাত্র বাবা মা  ডিভাইসে অ্যাপ ইন্সটল করতে পারবে।

দুর্ভাগ্যবশত বৃহৎ ভাবে এখনো চালু করা হয় নি Kids Space ফিচারটি, বর্তমানে Lenovo এর কিছু নির্দিষ্ট ট্যাবলেটে এই সুবিধাটি দেয়া হয়েছে। Lenovo এর Smart Tab M10 HD Gen 2 ডিভাইসটিতে এই সুবিধা পাওয়া যাবে। গুগল জানিয়েছে খুব শীগ্রই অন্যান্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটেও এই ফিচারটি যুক্ত করা হবে।

-
টেকটিউনস টেকবুম - ২ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস