ডেভেলপার এবং ক্লায়েন্টদের ফি বাড়িয়েছে Amazon, Apple, এবং Google

ইউরোপীয় ডেভেলপার এবং ক্লায়েন্টের কাছ থেকে নতুন ইউরোপীয় করের ব্যয় সংগ্রহ করবে Amazon, Apple, এবং Google

বেশ কিছুদিন আগে, France, UK, এবং Italy সহ ইউরোপীয় দেশ গুলো "Digital Services Taxes" নামে নতুন একটি আয়কর চালু করেছে। এই ট্যাক্সে টার্গেট করা হয়েছে বড় বড় টেক কোম্পানি গুলোকে, যাদের নির্দিষ্ট বাজার থেকে আয়ের কিছু অংশ হিসেবে দিতে Digital Services Taxes হিসেবে। তুরস্কও একই জাতীয় কর চালু করেছে যেখানে তাদের গ্রাহকদের জন্য কোম্পানি গুলোকে কর দিতে হবে।

ফলাফল সরূপ নতুন করের আলোকে Apple তাদের App Store এর বিভিন্ন ফিতে একাধিক সামঞ্জস্যের ঘোষণা দিয়েছে। তারা যে দেশ গুলোতে এই  Digital Services Taxes চালু হয়েছে সেই সমস্ত দেশের ডেভেলপারের ফি বাড়িয়েছে।

শুধু Apple নয়, Google যুক্তরাজ্যের বিজ্ঞাপণ দাতাদের সতর্ক করে দিয়েছে নভেম্বরের শুরুতে তাদের অতিরিক্ত ২% ফি দিতে হবে। একই সাথে ৫% ফি দিতে হবে অস্ট্রিয়া এবং তুরস্কের বিজ্ঞাপণ দাতাদের।

গুগল এর মুখপাত্র জানিয়েছে, " Digital Services Taxes এবং এর মত বিধি গুলো ডিজিটাল বিজ্ঞাপণ ব্যয় বাড়িয়ে তুলে "।

একই সাথে Amazon ও আগস্টে যুক্তরাষ্ট্রের থার্ড পার্টি বিক্রেতাদের বলেছিল যে সেপ্টেম্বরের শুরু থেকে Digital Services Taxes এর জন্য তাদের ফি ২% বৃদ্ধি পাবে।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য আলোচনার বিষয় বস্তুতে পরিণত হয়েছে Digital Services Taxes, কোম্পানি গুলো দাবী করছে অন্যায় ভাবে এই ট্যাক্স তাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে।

ফ্রান্সে ৩% Digital Services Taxes কার্যকর হয় জুলাইয়ে, ইতালিতে এটি চালু হয় জানুয়ারিতে, যুক্তরাজ্যে ২% চালু করা হয় এ বছরের এপ্রিলে এবং মার্চ থেকে তুরস্কেও ৭.৫ %, Digital Services Taxes ধার্য করা হয়।

-
টেকটিউনস টেকবুম - ৪ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস