২৫০০ ডলার মূল্যে বাজারে আসছে Sony Xperia Pro

Sony Xperia Pro দীর্ঘ সময় পর বাজারে আসছে ২৫০০ ডলার প্রাইজ ট্যাগে। জানা গেছে এই দামে হতাশ হয়েছে Sony Xperia ফ্যানরা।

স্মার্টফোন স্পেসে Sony এর কিছু লয়্যাল ফ্যান ছিল তবে Sony Xperia Pro এর এত উচ্চ মূল্য দূরে ঠেলে দিতে পারে সেই ফ্যানদেরও। অধিকাংশ Sony ইউজাররাই এই ধরনের দাম আশা করে নি যেখানে প্রতিদ্বন্দ্বীরা আরও কম দামে একের পর প্রিমিয়াম ফোনের ঘোষণা দিয়ে যাচ্ছে।

বর্তমান সময়ের আলোচিত সব ফিচার ফোনটিতে দেওয়া হলেও এই দামকে ন্যায় সংগত ভাবছে Sony স্মার্টফোন ভক্তরাই।

যাই হোক, দেখা যাক কি থাকছে এই ফোনে, Sony Xperia Pro এর সবচেয়ে অবাক করা দিকটি হল এর প্রসেসর। আপনি হয়তো আশা করবেন তারা প্রসেসর হিসেবে ফোনটিতে যুক্ত করবে ল্যাটেস্ট Snapdragon 888 কিন্তু তারা ব্যবহার করছে গত বছরের Snapdragon 865, যা বলতে গেলে একটি বিস্ময়কর সিদ্ধান্ত। যদিও 865 এখনও একটি শক্তিশালী প্রসেসর, তারপরেও দ্বিগুণ দামের একটি ফোনে আপনি ল্যাটেস্ট ভার্সনটি আশা কর‍তেই পারেন।

Sony ফোনটিতে দিয়েছে 12 জিবি র‌্যাম এবং 512 জিবি প্রসারণযোগ্য স্টোরেজ যা মোটামুটি একটি ভাল সিদ্ধান্ত এবং আগের ফ্ল্যাগ-শিপ গুলো থেকে যথেষ্ট ভাল।

Sony Xperia Pro তে একটি 6.5-ইঞ্চি 4K HDR OLED ডিসপ্লেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভাল তবে ২৫০০ ডলারের জন্য আমার কাছে ন্যায়সঙ্গত মনে হচ্ছে না। আশ্চর্যের বিষয়, তারা স্ক্রিনের রিফ্রেশ রেট ঘোষণা করেনি। তবে আমরা এই দামে অবশ্যই 120Hz আশা করব।

নতুন এই ফোনে আপনি তিনটি 12MP ক্যামেরা পাবেন। ডিভাইসের সামনের দিকে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। আশ্চর্যজনকভাবে, Sony Xperia Pro এর জন্য OS হিসেবে নির্ধারণ করা হয়েছে Android 10 কে। যেখানে Android 11 কয়েক মাস আগে চালু হয়েছে সেখানে এই দামের একটি ফ্ল্যাগশিপ ডিভাইসে এটি অন্তর্ভুক্ত না করা কিছুটা বিভ্রান্তিকর। তবে ফোনটিতে আপনি 5G কানেক্টিভিটি পাচ্ছেন এতে, তারা আপনাকে হতাশ করে নি।

ফোনটিতে দেয়া হয়েছে মাত্র 4, 000mAh ব্যাটারি! ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকলেও এমন একটি হাই এন্ড ফোনে ওয়ারলেস চার্জিং এর ব্যবস্থা রাখা হয় নি। পাবেন 3.5mm হেডফোন পোর্ট যা এই যুগে বিলুপ্ত প্রায়। তবে একটি ফিচার সকল ফোন থেকে একে আলাদা করতে পারে এটি হচ্ছে Type-D পোর্টের মাধ্যমে HDMI ইনপুট সাপোর্ট।

এখন ফোনটি বাজারে আসার পরই জানা যাবে ইউজারদের কতটা সন্তুষ্ট করতে পারে কিনা।

-
টেকটিউনস টেকবুম - ০২ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস