লঞ্চ হয়েছে Beeper! সকল মেসেজিং সার্ভিস এক অ্যাপে

সম্প্রতি Pebble প্রতিষ্ঠাতা চালু করেছে Beeper নামে অল-ইন-ওয়ান মেসেজিং অ্যাপ্লিকেশন। Beeper অ্যাপটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা আপনি একবার হলেও ব্যবহার করতে চাইবেন।

মনে করে দেখুন, আপনি ঘুম থেকে উঠে আগে কি করুন, আপনার সকালের অ্যালার্ম বন্ধ করুন, আর ঠিক তারপরেই স্মার্টফোনটি হাতে নিয়ে নোটিফিকেশন বা মেসেজ চেক করা শুরু করে দিন। মেসেজ চেক করার মত অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনি কোন দিয়ে শুরু করবেন? কেমন হয় যদি সব প্ল্যাটফর্মের মেসেজ এক অ্যাপে পাওয়া যায়? এই ধারণা থেকেই মূলত Beeper এর উৎপত্তি। Beeper এক মেসেজ থেকে অন্য মেসেজে যাবার বিপত্তি কমাতে নিয়ে এসেছে চমৎকার এই অ্যাপ।

২০ শে জানুয়ারী, ২০২১, প্রাক্তন স্মার্টওয়াচ নির্মাতা পেবলের প্রতিষ্ঠাতা এরিক মিগিকোভস্কি নিয়ে এসেছে বিশ্বের প্রথম রিয়েল-টাইম সর্বজনীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।

Beeper এর আগের নাম ছিল NovaChat। যাই হোক এটি ফ্রি সার্ভিস নয়, সার্ভিসটি ব্যবহার করতে প্রতিমাসে আপনাকে ১০ ডলার দিতে হবে, ১০ ডলারের বিনিময়ে আপনি পাবেন ১৫ টি প্ল্যাটফর্মের এক্সেস,

  • WhatsApp
  • Facebook Messenger
  • iMessage
  • Android Messages (SMS)
  • Telegram
  • Twitter
  • Slack
  • Google Hangouts
  • Instagram
  • Skype
  • IRC
  • Matrix
  • Discord
  • Signal
  • Beeper Network

বেশিরভাগ ইউজাররা ইন্টারনেটে সার্চ দেয় কোন মেসেজিং অ্যাপটি সবচেয়ে ভাল, কারণ তারা চায় না বিভিন্ন অ্যাপে দৌড়াদৌড়ি করতে, আর তাদের জন্যই দারুণ হবে এই Beeper।

চমৎকার একটি বিষয় হচ্ছে এই Beeper এর মাধ্যমে আপনি iMessage ও এক্সেস পাবেন। যদিও অ্যাপল বলে iOS ছাড়া অন্য কোন ডিভাইসে iMessage সাপোর্ট করে না তবে এই অসাধ্যকে সাধন করেছে Beeper। এখন অ্যান্ড্রয়েডও iMessage পাওয়া সম্ভব।

অন্যান্য ফিচারের সাথে আপনি অল ইন ওয়ান এই মেসেজিং অ্যাপে পাবেন ডার্ক মুড৷ বর্তমানে ডার্ক মুড প্রায় সকল ইউজারদের চাহিদায় পরিণত হয়েছে। মেসেঞ্জারে ডার্ক মুড আসে ২০১৯ সালের মার্চে, WhatsApp এবং Instagram এটি গ্রহণ করে ২০২০ সালে।

সম্ভবত Beeper হতে যাচ্ছে পরবর্তী কোন ট্রেন্ডিং অ্যাপ। যদি আপনি এক অ্যাপে সকল প্ল্যাটফর্মের এক্সেস পান তাহলে অবশ্যই এটি আপনার ভাল লাগবে। সামনে কি হয় এখন শুধু এটি দেখার অপেক্ষা।

-
টেকটিউনস টেকবুম - ০৩ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস