Microsoft Teams এ এসেছে মিটিং শিডিউল ফিচার

সম্প্রতি জানা গেছে আপনি Microsoft Teams এ মিটিং শিডিউল করতে পারবেন। সবাইকে একটি ভার্চ্যুয়াল মিটিং রুমে সঠিক সময় নিয়ে আসা সহজ কোন কাজ নয়। একসাথে সঠিক সময়ে মিটিং রুমে কেবল সঠিক শিডিউলিং এর মাধ্যমেই সবাইকে নিয়ে আসা যায়৷ Microsoft Teams ইউজারদের জন্য দারুণ সুখবর হচ্ছ, এখন ইউজাররা তাদের মিটিং গুলো শিডিউল করতে পারবে।

Microsoft Teams UserVoice Forum এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইউজাররা, Microsoft Teams সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করে। তারা Post করতে পারে যে পরবর্তীতে তারা Microsoft Teams এ কি সুবিধা চায়। বাকি ইউজাররা সেই Post গুলোতে ভোট করতে পারে৷ ইউজারদের ভোটের উপর ভিত্তি করে মাইক্রোসফট যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।

Alex নামে একজন UserVoice মেম্বার একটি থ্রেড তৈরি করে এবং সেখানে জানায়, "ফ্রি ভার্সনে ক্যালেন্ডার এড করা হোক এবং মেম্বারদের শিডিউল মিটিং তৈরি করার সুযোগ দেয়া হোক "। এই থ্রেডটি যথেষ্ট জনপ্রিয়তা পায় এবং এতে ৪৭৭ টি ভোট আসে৷ Alex এর করা থ্রেডে মাইক্রোসফট এর একজন ইঞ্জিনিয়ার রিপ্লাই দেয় এবং জানায়, "আপনার ফিডব্যাকের জন্য ধন্যবাদ। মিটিং অ্যাপের মধ্যে বর্তমানে Agenda View শতভাগ ইউজারদের দেয়া হয়েছে! আপনি এখন সময়ের আগে শিডিউল করতে পারবেন"। একই সাথে মাইক্রোসফট ইঞ্জিনিয়ার, কিভাবে মিটিং শিডিউল করা যায় সেই টিউটোরিয়ালের লিংকও যুক্ত করে দেয়।

এছাড়াও ২০২১ সালে মাইক্রোসফট নিয়ে এসেছে একাধিক ফিচার, প্রথমত,  Microsoft Teams, আপ্রোভাল সিস্টেমকে পুনর্নির্মাণ করেছে। এখন আপনি Teams hub এর মধ্যে  অনুমোদনের জন্য বলতে পারেন যাতে আপনার কাজ চালিয়ে যাওয়ার আগে, আপনার সহকর্মীদের কাছ থেকে দ্রুত অনুমোদন বা সম্মতি পেতে পান।

Microsoft Teams, অফলাইন চ্যাট মেসেজ ফিচার পেয়েছে। ইউজার, ইন্টারনেট সংযোগ চলে গেলেও এখন কনভারসেশনে মেসেজ দিয়ে রাখতে পারবে এবং কানেকশন ফিরে এলে আগের প্রেরিত মেসেজ সেন্ড হয়ে যাবে। বড় ব্যবসায় প্রতিষ্ঠানের মিটিং এবং আনুষঙ্গিক কাজের জন্যও উপযুক্ত করা হয়েছে Microsoft Teams। Microsoft Teams এর "org-wide teams" এর মাধ্যমে ১০, ০০০ ইউজারের মধ্যে টাস্ক শেয়ার করা যাবে।

মিটিং শিডিউল ফিচারটি মাইক্রোসফটের একটি দুর্দান্ত পদক্ষেপ, কারণ বড় ব্যবসাগুলি এখন অফিসের বাইরে কাজ করছে, বাসায় কাজের ফলে কর্মীরা অমনোযোগী হয়ে যাচ্ছে।

-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস