পুরনো অ্যাপল টিভিতে বন্ধ হচ্ছে ইউটিউব অ্যাপ

সম্প্রতি জানা গেছে ইউটিউব সাপোর্ট করবে না Apple Tv এর পুরনো মডেল গুলোকে। যাদের কাছে পুরনো Apple TV গুলো ছিল তাদেরকে ইউটিউব দেখতে এখন থেকে AirPlay ব্যবহার করতে হবে।

খবর পাওয়া গেছে তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভি মিডিয়া-স্ট্রিমিং বক্সটি আগামী মাসের শুরুতে আর ইউটিউব অ্যাপকে সমর্থন করবে না। একমাত্র AirPlay এর মাধ্যমেই কেবল তখন ইউটিউব কন্টেন্ট দেখার সুযোগ হবে।

কিছুদিন আগে 9to5Mac,  অ্যাপল এর একটি মেসেজ শেয়ার করেছে যেখানে লেখা ছিল, মার্চ মাসের শুরু থেকে ইউটিউব অ্যাপটি আর অ্যাপল টিভিতে এভেইলেবল থাকবে না। আরও জানানো হয় যদি এখনো কোন ইউজার সেই সমস্ত অ্যাপল টিভিতে ইউটিউব দেখতে চায় তাহলে তাদের AirPlay ব্যবহার করতে হবে। এখানে উল্লেখ্য, AirPlay হচ্ছে অ্যাপল এর Media-casting প্রযুক্তি যার মাধ্যমে আইফোন, আইপ্যাডের মত ডিভাইস গুলো থেকে Casting করা যায়।

অ্যাপল জানিয়েছে, ইউজাররা এখনো Apple TV 4K, Apple TV HD, iPhone, অথবা iPad দিয়ে ইউটিউব দেখতে পাবে। সুতরাং বলা যায় আইফোন বা আইপ্যাড থেকে AirPlay এর মাধ্যমে পুরনো Apple TV তে Casting এর মাধ্যমে ইউটিউব দেখা যাবে।

এই ধরনের পরিবর্তনটি নিশ্চিত করেছে ইউটিউবের একজন মুখপাত্র। তিনি জানান, "আমাদের ব্যবহারকারীদের ইউটিউবে সেরা অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং সময়ে সময়ে আমাদের আমাদের সমর্থিত ডিভাইস তালিকায় পরিবর্তন করতে হচ্ছে। মার্চের শুরুতে, ইউটিউব অ্যাপটি আর তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভি ডিভাইসে এভেইলেবল থাকবে না। "

তবে Apple TV HD এবং Apple TV 4K ডিভাইস গুলোতে ইউটিউব অ্যাপ সাপোর্ট করবে এর অন্যতম কারণ এই ডিভাইস গুলোতে থার্ডপার্টি ডেভেলপমেন্ট অ্যাপ সাপোর্ট করে। Apple TV HD এবং Apple TV 4K এর অ্যাপ স্টোরকে ধন্যবাদ কারণ এটি দিয়ে ইউটিউবের মত থার্ডপার্টি অ্যাপ ডাউনলোড করা যায়। অন্যদিকে তৃতীয় প্রজন্মের Apple TV গুলোতে YouTube অ্যাপটি প্রি-ইন্সটল অবস্থায় ছিল এবং নতুন অ্যাপ ইন্সটলের সুযোগ ছিল না।

Apple TV প্রথম বাজারে আসে ২০১২ সালে অন্যদিকে Apple TV HD এবং Apple TV 4K বাজারে আসে ২০১৫ এবং ২০১৭ সালে।

যাদের Apple TV ছিল তারা এখন থেকে ইউটিউব দেখতে AirPlay ব্যবহার করুন অথবা সম্ভব হলে Apple TV HD অথবা Apple TV 4K নিয়ে নিন।

-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস