ডেভেলপারদের দেয়া DTK Mac Mini ফেরত চাচ্ছে অ্যাপল

সম্প্রতি অ্যাপল ২০০ ডলার ক্রেডিটের বিনিময়ে ডেভেলপারদের কাছে থেকে ফেরত চাচ্ছে DTK Mac Mini ডিভাইস গুলো। গত বছর Apple Silicon তৈরি করতে, অ্যাপল তাদের কিছু DTK Mac Mini ডিভাইস ডেভেলপারদেরকে লিজ দেয়। এখন ডিভাইস গুলো ফিরিয়ে নিতে চাচ্ছে অ্যাপল

Intel এর থেকে নিজস্ব চিপে অ্যাপল ডিভাইস তৈরি করা অ্যাপলের জন্য ছিল সবচেয়ে বড় কৃতিত্ব। অ্যাপল তাদের M1 চিপের মাধ্যমে পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ বদলে দিয়েছে।

বর্তমানে অ্যাপল Intel থেকে M1 চিপে শিফট করছে আর এই প্রক্রিয়াটি ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত কার্যকর করতে, অ্যাপল ডেভেলপারদের জন্য একটি কাস্টম ম্যাক মিনি তৈরি করে, যাতে তারা তাদের macOS অ্যাপ গুলো অ্যাপলের নতুন ARM ভিত্তিক সিস্টেমে সাপোর্ট করার জন্য প্রস্তুত করতে পারে।

গত বছর Worldwide Developers Conference (WWDC), এ অ্যাপলের ঘোষণার পর, ডেভেলপাররা ৫০০ ডলার দিয়ে DTK Mac Mini ডিভাইস গুলো লিজ নেয়। অ্যাপল তখন জানিয়েছিল এই লিজ ১ বছর পর্যন্ত স্থায়ী থাকবে। যাই হোক অ্যাপল এখন বলছে ডেভেলপাররা যত তাড়াতাড়ি সম্ভব যেন ডিভাইস গুলো ফেরত দেয়, বিনিময়ে তাদের ২০০ ডলার দেয়া হবে।

DTK Mac Mini লিজ নিয়েছিল এমন ডেভেলপারদেরকে পাঠানো একটি মেইল প্রকাশ করেছে 9to5Mac, ইমেইলে বলা হয়, "এখন যেহেতু M1 দ্বারা চালিত নতুন MacBook Air, Mac mini, এবং MacBook Pro এভেইলেবল রয়েছে, সুতরাং শীঘ্রই প্রোগ্রামের অংশ হিসাবে আপনাকে প্রেরণ করা ডেভেলপার ট্রানজিশন কিট (DTK) ফিরিয়ে দেওয়ার সময় হবে। DTK ফিরিয়ে দেওয়ার জন্য দয়া করে আসল প্যাকেজিংটি সনাক্ত করুন। আমরা আপনাকে DTK ফিরিয়ে দেওয়ার নির্দেশাবলী কয়েক সপ্তাহের মধ্যে ইমেইল করব "।

অধিকাংশ ডেভেলপাররা অ্যাপলের এমন প্রস্তাবে সন্তুষ্ট হয় নি, যদিও লিজটি ছিল ১ বছরের জন্য তবে সেই হিসাব করলে এর মেয়াদ ফেব্রুয়ারিতে নয়, জুনে শেষ হবার কথা। তাছাড়া যদি ডেভেলপারদের কাছে শেষ পর্যন্ত ডিভাইস গুলো থাকতো তবে হয়তো ফলাফল আরও ভাল হতো। তারা প্রথম জেনারেশন অ্যাপল সিলিকন এর macOS এর জন্য আরও ভাল অ্যাপ তৈরি করতে পারতো।

তবে এই প্রতিবেদনে একটি বিষয় পরিষ্কার অ্যাপল তাদের M1 চিপ দিয়ে ইতিমধ্যে MacBook Air, Mac mini, এবং MacBook Pro তৈরি করে ফেলেছে।

-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস