Spotlight এর ব্যবহারকারী ১০০ মিলিয়ন ছাড়িয়েছে

সম্প্রতি জানা গেছে Snapchat এর Spotlight ১০০ মিলিয়ন ব্যবহারকারী ছাড়িয়েছে। TikTok এর মত Snapchat এর শর্টফর্ম ভিডিও এর জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

২০২০ সালে চালু হওয়া Snapchat এর Spotlight ফিচারটি ইতিমধ্যে ১০০ মিলিয়নের উপরে ব্যবহারকারী অর্জন করে নিয়েছে। আর এই ফিচারটি আর্থিক ভাবেও সাহায্য করছে Snapchat ক্রিয়েটরদের কে।

Snapchat এর প্রকাশ করা চতুর্থ-প্রান্তিকের আয়ের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে Snap Investor Relations ওয়েবসাইটে। সংস্থাটি প্রকাশ করেছে যে স্পটলাইট ১০০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী সংগ্রহ করেছে।

প্রতিদিন, প্ল্যাটফর্মটি সর্বাধিক জনপ্রিয় ক্লিপ এর জন্য ক্রিয়েটরদের ১ মিলিয়ন ডলার  দেয়। ২০২১ সালের জানুয়ারির একটি টুইট বার্তায় স্ন্যাপচ্যাট জানিয়েছে যে Spotlight সূচনা হওয়ার পরে ২ হাজারেরও বেশি স্ন্যাপচ্যাটার ইতিমধ্যে ৪২ মিলিয়ন ডলার আয় করেছে।

বিনিয়োগকারীদের সাথে এক বৈঠকে Snapchat এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইভান স্পিগেল উল্লেখ করেছেন, "আমরা ক্রিয়েটরদের, আমাদের উত্সাহমূলক কর্মসূচির কারণে প্রতিদিন গড়ে ১৭৫০০০ এর বেশি ভিডিও জমা দিতে দেখছি, যেখানে আমরা শীর্ষস্থানীয় পারফর্মিং ভিডিওগুলিতে প্রতিদিন এক মিলিয়ন ডলারের বেশি বিতরণ করি। "

তবে Snapchat এর কার্যক্রম কতদিন থাকবে তা নিশ্চিত নয়। Snapchat এর CFO, ডেরেক অ্যান্ডারসন বলেছেন, "যদিও এই নতুন কনটেন্ট প্ল্যাটফর্মটির ডেভেলপমেন্ট এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে তবুও আমরা এর ফলাফল দ্বারা অত্যন্ত উত্সাহিত এবং স্পটলাইটের ভবিষ্যৎ আরও প্রসারিত করার সম্ভাবনা রয়েছে। "

TikTok এর মত ফিচার ব্যবহার করার ফলে Snapchat এর একটিভ ইউজারের সংখ্যা বেড়েই চলেছে। তবে স্পটলাইটের মাসিক ব্যবহারকারী সংখ্যা এখনো TikTok এর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে TikTok এর ১০০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী এবং বিশ্বব্যাপী প্রায় ৭০০ মিলিয়ন। এটি ২০২০ সালের আগস্টের প্রতিবেদন। ধারণা করা যায় এখন পর্যন্ত আরও কয়েক গুন বেড়েছে।

স্ন্যাপচ্যাটের প্রতিবেদনে আরও দেখা গেছে যে এর সামগ্রিক দৈনিক সক্রিয় ব্যবহারকারী ২০২০ এর ত্রৈমাসিকে ২৪৯ মিলিয়ন থেকে চতুর্থাংশের ২৬৫ মিলিয়নে দাঁড়িয়েছে। বুঝাই যাচ্ছে অ্যাপটির বৃদ্ধি ঘটছে।

মনে হচ্ছে এখন সকল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলি তাদের প্ল্যাটফর্মে মানসম্পন্ন সামগ্রীর মনিটাইজেশন করছে। এতে ইউজারদের পরিমাণ এবং ক্রিয়েটদের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়ছে।

Snapchat শুধু মাত্র কন্টেন্টের জন্য ক্রিয়েটরদের টাকাই দিচ্ছে না ইতিমধ্যে TikTok এই ব্যাপারটিতে বেশ আগ্রহ প্রকাশ করছে। তারাও তাদের ক্রিয়েটরদের এমন সুবিধা দেবার কথা ভাবছে।

-
টেকটিউনস টেকবুম - ০৮ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস