একই পিসিতে একাধিক ক্রোম ব্যবহার করুন বা Multiple user হিসেবে ক্রোম ব্যবহার করুন।

আস সালামু আলাইকুম।

আমাদের অনেক সময় একই পিসি একাধিক ব্যবহারকারীর সাথে শেয়ার করতে হয়। এজন্য দরকারি বুকমার্ক গুলো অনেক সময় গুলিয়ে যায়। সাথে গুগল মামার অনেক সার্ভিস ব্যবহারে অসুবিধা হয় । তাই অনেক খোঁজাখুজির পর এই ট্রিক্স টা পেলাম। আসলে এটা আমার খুব প্রয়োজন ছিল। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। হয়ত অনেকে জানেন। কিন্তু যারা জানেন না তাদের কাজে লাগবে আশা করি।

কিভাবে করবেনঃ

প্রথমে ক্রোম চালু করে রেঞ্জ আইকন থেকে Settings(উইন্ডোজের জন্য) বা Preferences(ম্যাকের জন্য) নির্বাচন করে User এ গিয়ে Add User ক্লিক করুন। এরপর প্রথম একাউন্টটি যে ইমেইল দিয়ে সাইন ইন করা আছে সেটি বাদে অন্য ইমেইল দিয়ে সাইন ইন করুন। নাম এবং আভাটার নির্বাচন করে ok করুন। এখন থেকে আপনি ক্রোম চালু করে বামে উপরের দিকে আভাটার থেকে আলাদা আলাদা ইউজার ইন্টারফেস নির্বাচন করে ক্রোম ব্যবহার করতে পারবেন। আবার যেহেতু ইমেইল দিয়ে synchronize চালু করা আছে তাই অন্য ডিভাইস থেকেও আপনি আপনার পছন্দের বুকমার্কসহ গুগল মামার সেবা গুলো উপভোগ করতে পারবেন।

ছবিতে দেখানো আইকন থেকে আপনি ইউজার নির্বাচন করতে পারবেন।

ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

Level 0

আমি মাসুম রাহমান তোহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কয়েকদিন ধরেই এটা দরকার ছিল। ভাবছিলাম সার্চ দিয়ে খুঁজে বের করব। করা হয়ে উঠছিল না। ধন্যবাদ আপনাকে তার আর দরকার হলো না। ক্রোমের বিল্টইন মাল্টি ইউজার ফাংশনালিটিটা বেশ ভাল লাগলো। 🙂

হুম। আমি তো ভাবছিলাম ডেস্কটপ থেকে new shortcut দিয়ে ক্রোমের path ব্যবহার করে আলাদা shortcut বানাবো। কিন্তু ক্রোমের কোন path-ই পাইলাম না। পরে সার্চ করে একপর্যায়ে হতাশ হয়ে যখন বাড়ি যাইতেছিলাম তখন পাইলাম এবং দেখে হাসব না কাদব চিন্তা করতেছিলাম। কারণ ঘরের মধ্যে বউ রেখে বাইরে খুঁজে বেড়াচ্ছি।
যাই হোক ধন্যবাদ আপনাকে।

তবে Extension Sync করে না। এর সুবিধা অসুবিধা দুইটাই আছে। তবে চয়েজ করার অপশন থাকলে ভালো হতো। প্রোফাইল সুইচিং টা দারুন। তবে প্রোফাইল APP করা গেলে দারুন হতো।

করার কথা ভাই। কারণ আমি উইন্ডোজ চেঞ্জ করে ক্রোমে সাইন ইন করার পরে দেখেছি আমার Extension গুলা এসে হাজির। ভালোই মজা পাইছিলাম।

না আমি প্রোফাইল টু প্রোফাইল Extension Sync এর কথা বলেছিলাম। ক্রোম Sync নয়।

Level 0

Thanks BRO.It was needed by me.

Level 0

https://chrome.google.com/webstore/detail/ofilhkhdoiamdkbgciniekmdgjehaadm
browser প্রোফাইল লক করার জন্য এই Extension টা অনেক ভালো।

upokari jinish, doinna pata

আমার এটা খুব দরকার ছিল ,

ধন্যবাদ

Level 0

ভাই েকমন আেছন , আপনার কােছ িক MAXON Chinama 4D টা Download করা আেছ ? এটা িক আমােক েদওযা যােব আর িক ভােব েপেত পাির বলেবন িক ?