সিডি/ডিভিডিকে পাসওয়্যার্ড প্রটেক্টেড করে রাইট করুন

আজ আমি আপনাদের একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। এই সফটওয়্যারের সাহায্যে আপনারা সিডি/ডিভিডি কে পাসওয়ার্ড প্রটেক্টেড করতে পারবেন।

আমি রুহুল আমিন ভাইকে সাহায্য করতে গিয়ে অনেক খোজাখুচির পর এই সফটওয়্যারটি আবিষ্কার করি।

সফটওয়্যারের নাম হচ্ছে Cyber link Power2go v6.

যাই হোক, কিভাবে আপনার সিডি/ডিভিডি কে পাসওয়ার্ড প্রটেক্টেড করবেন তার পদ্ধতিটি নিন্মরুপঃ

১. প্রথমে আপনি সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

1st

২. অতঃপর সিডি বা ডিভিডি সিলেক্ট করুন।

2nd

৩. এবার যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে Create a secure area on your disc সিলেক্ট করুন।

3rd

৪. এবার আপনার পাসওয়ার্ডটি দিয়ে আবার কনফার্ম করুন।

4th

৫. এবার আপনার ডাটাগুলো এ্যাড করুন। তারপর Burn Now তে ক্লীক করুন।

5th

৬. অতঃপর Burn এ ক্লীক করুন।

6th

দেখুন Burn শুরু হয়ে গেছে।

7th

৭. এবার Burn শেষ হলে Ok তে ক্লীক করুন।

8th

৮. এবার আপনার রাইট করা Disc টি ড্রাইভে প্রবেশ করান। এবার দেখুন Disc টি অপেন করতে চাইলে পাসওয়ার্ড চাইছে।

আপনার পাসওয়ার্ডটি দিন। তাহলে আপনি আপনার Disc টিতে প্রবেশ করতে পারবেন।

9th

ভাল লাগলে অখবা সমস্যায় পড়লে মন্তব্য করুন।

________সবাইকে ধন্যবাদ________

হেল্প পেতে এখানে ক্লীক করুন

সফটওয়্যার ডাউনলোডএর জন্য এখানে ক্লীক করুন

সিরিয়ালঃ GXUWF-M57KD-ZLV5R-34RS2-865TE-BPHSS

Level 0

আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হীরা ভাই,
আপনাকে অশেষ ধন্যবাদ । ডাউনলোড দিলাম দেখি কি হয় ।
কাজ শেষে পারফরমেন্স জানাবো ।
————–@ ধন্যবাদ @——————

অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ হীরা ভাই। দারুন একটা জিনিস পেলাম। আপনার জানামতে সিডিকে কপি প্রটেক্ট করার মত কোন উপায় আছে নাকি? থাকলে জানাবেন খুব উপকার হবে।

ধন্যবাদ।
রাইট করার পর কেউ আর সেই সিডি কপি করতে পারবে না এমন কোন সফটওয়ার কি আছে আপনার কাছে?

Level 0

রাইট করার পর কেউ আর সেই সিডি কপি করতে পারবে না এমন কোন সফটওয়ার কি আছে আপনার কাছে
plz amaka janoa baban plz

[email protected]

Level 0

ধন্যবাদ, কজেলাগতে পারে।

Level 3

আপনাকে অনেক ধন্যবাদ । আমার অনেক কাজে লাগছে।

Level 0

লোড করলাম ..কাজে লাগতে পারে।আপনাকে ধন্যবাদ ……….

ভাইজান, টিউনটা ভাল না খারাপ ঐ তর্কে যাব না, জাস্ট আমাকে বলেন আমার কিছুদিন পর কিছু ডিভিডি রাইট করা লাগবে, রাইট কোয়ালিটা বেসিস এই সফট টা কেমন, কারণ আমি সব সময় নেরো বার্নারের কথা শুনচি ঐটা নাকি খুব ভাল।

ভাল থাকবেন, বাই দা বাই টিউনটা কিন্তু মাঝে মাঝে খুব কাজের……………………!!!

    এটাও একটা ভাল সফটওয়্যার। এতে পাসওয়ার্ডের ফ্যাসালিটিটা আছে। যা নিরোতে নাই। ধন্যবাদ

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ ।

______সিডিকে কপি প্রটেক্ট করার মত কোন উপায় আছে নাকি_______

এই প্রশ্নের জবাব আমি অবশ্যই আপনাদের দিতে চেষ্টা করব।

সিডিকে কপি প্রটেক্ট করার মত কোন উপায় আছে নাকি

Level 0

soft ta install korte parchina ki korbo bole den unpacked bolteche.

    আপনি কি অন্য কোন লিংক থেকে সফটওয়্যারটা ডাউনলোড করেছেন?
    যদি করে থাকেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারছি না।
    আর যদি করে থাকেন তাহলে খুব সম্ভবত আপনার ফাইল মিসিং হয়েছে। যদি আমি নিশ্চিত না। তাই আবার ডাউনলোড করুন। ধন্যবাদ

হীরা ভাই,
দুইবার ডাউনলোড করেছি । সেটআপ হয় না । সেটআপ দিতে গেলে নিচের লেখাটি আসে-
“The Contents of this file cannot be unpacked. The executable you are attempting to run has been corrupted . please obtain another copy of the file, verify its integrity, and try again”

Level 0

জটিল জিনিষ, এর চেয়ে ভালো আর কি হতে পারে।

বস মারাত্তক একটা জিনিস। শেয়ার করার জন্য ধন্যবাদ।