এবার যেকোনো গেম খেলুন fullscreen করে আর নয় দুইপাশে black bar

আপনি কি এমন কিছু গেম খেলেন, যেগুলো আপনার ল্যাপটপ/ডেস্কটপের স্ক্রিনের সাথে বেমানান! মানে, ফুলস্ক্রিন হয় না বা হলেও এরকম দেখায়.

মানে, দুই পাশে BLACK BAR আসে। মূলত WIDESCREEN মনিটরে এরকম সমস্যা হয়।

এবার নিন এর সমাধান।

সমাধান এর পর আপনি গেমটি খেলতে পারবেন আপনার স্ক্রিনের RESOLUTION এ। ঠিক এরকম.

কার্যপ্রণালীঃ

১/ প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন।

ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার (১৪২ কিলোবাইট)

২/ এবার এটি চালু করুন। এরকম আসবে.

৩/ এবার ২ নং অপশনটিতে (SCALE IMAGE TO FULL PANEL SIZE) টিক দিন।

৪/ এবার চালু করুন আপনার সেই গেমটি। দেখবেন, এবার সেটি আপনার স্ক্রিন অনুযায়ী ফুলস্ক্রিন হয়ে গেছে!

আর এই কাজটি বার বার করতে হবে না। এক বার করলেই চলবে। এখন থেকে সব গেম ফুলস্ক্রিন করলে আপনার স্ক্রিন অনুযায়ী ফুলস্ক্রিন হবে। কোন BLACK BAR আসবে না দুই পাশে।

কাজ হলে মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।

ভালো লাগলে এরকম আরও টিপস পেতে ভিজিট করুন আমার ওয়েবসাইট HITBANGLA.COM

Level 0

আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গেমারদের কাজে লাগবে , ধন্যবাদ

    সকলেই কমবেশি গেম খেলে! তাই সকলেরই কাজে লাগার কথা। ধন্যবাদ মন্তব্যের জন্য।

tnxx……

Level 0

জোস জিনিস তো

ভাল লাগল…ধন্যবাদ…ঈদ মোবারক…

Level 0

great post….bro…keep up

Level 0

ভাল লাগল না, এইরকম চ্যাপ্টা করে কোন গেমারই গেম খেলতে চাইবে না। অ্যামেচারদের জন্য অসাধারন টিউন :p

    ভাই, widesceen এ ভিডিও তো চ্যাপ্টা দেখতে সমস্যা হয় না, তাই গেম চ্যাপ্টা হলে সমস্যা হবার কথা না। ধন্যবাদ।

thank you brother

Level 0

সুন্দর টিপস…..শেয়ার করার জন্য ধন্যবাদ….

    আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভাই আমি আপনাদের কাছে জানতে চাই যে blogspot দিয়ে কেমন করে website বানানো যায়??? plz হেল্পান

Level 0

ভাই আগে ঈদ মোবারক……। ভাই আপনা কে অনেক অনেক ধন্যবাদ……। আমি এই সমস্যা ভোগ তা ছি………।ওয়িন৭ এ কাজ করবে কি ?

    অবশ্যই। আমি WINDOWS 7 থেকেই স্ক্রিনশটগুলো দিয়েছি।

ফুল স্ক্রীন মানেই তো বুঝলেন না দাদা। গেমস খেলার ক্ষেত্রে ফুল স্ক্রীন বলতে বোঝায়, যে ডিভাইসে গেমস খেলা হবে, ওই ডিভাইসের স্ক্রীন এর এসপেক্ট রেশিও আর গেমের ডিসপ্লে রেশিও এক হলেই পরে তাকে ফুল স্ক্রীনে গেমস খেলা বুঝায়। যেমন, ১৩৬৬*৭৬৮ এস্পেক্ট রেশিও। আর দাদা আপনি যেই টুলসটি শেয়ার করলেন, তা কিন্তু গেমস এর ডিসপ্লে রেশিও কে আরও কমিয়ে দিয়ে তাকে জুম করে দেখায়। তার মানে হচ্ছে গেমসটি ৮০০*৬০০ এস্পেক্ট রেশিও তে চলবে। ধন্যবাদ……