প্রযুক্তি ব্যবহার করে আরবী শিখুন [পর্ব-০৪] :: আরবী লিখতে এত সোজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আরবী শিখতে/লিখতে আগ্রহী টিউনার সকল ভাই ও বোনদের জন্য।
কম্পিউটারে আরবী লিখতে চান? তাহলে নিচের নিয়মগুলো অনুসরণ করুন আর ইংরেজী/ বাংলা লিখার মত আরবী লিখতে থাকুন।

১ম ধাপ:  start>setting> control panel এর Regional and language options আইকনে ডাবল ক্লিক করুন। তারপর Languages tab এ ক্লিক করে Details বাটনে ক্লিক করুন। এবার settings Tab এর Add বাটনে ক্লিক করে Input language: এর ড্রপডাউন বাটন হতে Arabic (Saudi Arabia) সিলেক্ট করুন এবং OK বাটনে ক্লিক করুন। এবার Apply click Ok করুন।

২য় ধাপ: আপনি status bar এ নীচের দিকে ডান পাশে ছোট্ট করে EN লেখা দেখতে পাবেন যা language bar নামে পরিচিত। এখন EN এর উপর click করে arabic select করুন। অথবা Keybord থেকে ALT+SHIFT এক সাথে চাপ দিলে হবে। এর পর লিখতে থাকুন আরবী।

৩য় ধাপ: উপরের নিয়মে আরবী লেখা যাবে কিন্তু আরবী সংখ্যা লেখা যাবে না আরবী সংখ্যা লিখতে হলে নিচের নিয়মটা অনুসরণ করুন...

৪ র্থ ধাপ: আরবি দেখে দেখে টাইপ করতে হলে আমার নিজের ডিজাইন করা আরবী কী বোর্ড লে-আউট টি নিচে দেখুন।

আর যারা Windows Xp ব্যবহার করেন তারা এখানে থেকে iComplex..xp_complex_language_pack_2.0.0_2 সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। Windows 7, Windows 8 ব্যবহারকারী হলে লাগবে না কারন Windows 7, Windows 8 তে বিল্টইন আরবী সাপট করে।

আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থাঙ্কস

Level 2

valo hisy

ধন্যবাদ কমান্ড করার জন্য @ mumin.rakib @ mahmudkoli

প্রিয়তে রেখে দিলাম

ধন্যবাদ প্রিয়তে রাখার জন্য @ অর্জন

অনেক সুন্দর।

আমি আরবী লিখি আরাবিক প্যাড দিয়ে । তারপরও আপনার টা প্রিয়তে রেখে দিলাম । কখনও যদি কাজে লাগে ।

Level 0

ভাই আপনার দেওয়া লিংক থেকে ডাউনলোড করার পর আর রান করাতে পারিনা।