এবার আপনার পিসি থেকে ওয়েবপেজ গুলো সেভাবেই ভিজিট করুন যেভাবে আপনি মোবাইল থেকে করেন ।(updated)

প্রথমেই সবাই সালাম নিবেন । আমরা অনেকেই জানি যে PC তে কোন ওয়েবপেজ লোড হতে যে সময় লাগে মোবাইলে তার চেয়ে একটু  তাড়াতাড়ি লোড হয় । তাই আমার অনেকদিনের আক্ষেপ ছিল যদি মোবাইলে যেভাবে চলে সেভাবে লোড হত । যেমন আমি লিখলাম http://www.youtube.com আর লোড হল  m.youtube.com |

আজ আমি একটি firefox addon খুজেঁ পেয়েছি যা দিয়ে এ কাজটি করা যায় । এর নাম হল Go-Mobile | নিচের লিংক থেকে addon টি download করে নিন ।

https://addons.mozilla.org/en-US/firefox/addon/go-mobile/?src=api

এরপর firefox এর কোনায় দেখুন  নিচের মত একটি icon আসবে :

আইকনটিতে click করলে নিচের মত হয়ে যাবে ।

এরপর   address bar এ http://www.google.com বা http://www.youtube.com লিখে মজা দেখেন ।

সবাইকে ধন্যবাদ ।

<-----------------------------Bonus---------------------------->

সবার জন্য আরেকটা ট্রিক । আপনারা যখন addon টি on করে facebook চালাবেন তখন দেখবেন যে interface টা andriod এর মত । আপনার account এ login এর পর যখন পেজটি লোড হবে তখন addon টি off করে পেজটি reload করুন দেখবেন এক্কেবারে ফাটাফাটি মোবাইল interface……..

Level New

আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ্যাড-অন্স টা ভালোই । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

ভাই মোবাইল ভিউয়ের চেয়ে পিসি ভিউই আমার কাছে ভাল লাগে,যত বেশি সময়ই লাগুক লোড হতে। 😐

ONEK DIN POR EKTA KAJER TUNE PELAM.ONEK DHONNOBAD .

সবার জন্য আরেকটা ট্রিক । আপনারা যখন addon টি on করে facebook চালাবেন তখন দেখবেন যে interface টা andriod এর মত । আপনার account এ login এর পর যখন পেজটি লোড হবে তখন addon টি off করে পেজটি reload করুন দেখবেন এক্কেবারে ফাটাফাটি মোবাইল interface……..