Resolution কমিয়ে গেইম খেলার কারণে গেইম ফুল স্ক্রীন আসছেনা অথবা ডিসপ্লের দুই পাশ থেকে চেপে গেছে ?? নিয়ে নিন সমাধান …

সবাইকে সালাম জানিয়ে আমার টিউনটি শুরু করছি , অনেক দিন পর আমার ২য় টিউনটি করতে বসলাম ।

আপনারাদের অনেকের সমস্যার সাথে হয়তো আমার এই টিউনের শিরনাম টি মিলে গেছে । আমরা ছোট বড় সকলেই কম বেশি গেইম খেলতে পছন্দ করি আবার অনেকে গেইম খেলতে একদমি পছন্দ করিনা ।

আজকের টিউনটি মূলত গেইম প্রিয়দের জন্য যাদের অনেকের কম্পিউটারের কনফিগারেশন কম হওয়া সত্তেও ভালো ভালো গেইম খেলতে চান । কিন্তু কনফিগারেশন কম হওয়ার কারণে ( মূলত এক্সট্রা গ্রাফিক্স না থাকার কারনে ) বেশিরভাগ সময় ভালো গেইমগুলোর Resolution কমিয়ে খেলতে হয় আর Resolution কমিয়ে খেলার কারনে আমাদের ডিসপ্লের দুই পাশ থেকে চেপে যায় বা ফুল স্ক্রীন আসে না ।  আবার অনেক গেইম আছে যেগুলোর Resolution এমনিতেই কম থাকে বলে ফুল স্ক্রীন আসে না, যার কারনে গেইমটি দেখতে ও খেলতে সমস্যা হয় এছাড়া ডিসপ্লে বড় হওয়া সত্তেও সব কিছু ছোট ছোট মনে হয়  ।

আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে গেইমের Resolution কমিয়েও ফুল স্ক্রীন এ গেইম খেলা যায়

প্রথমেই আপনার যেই গেমটির Resolution কমানোর কারনে ফুল স্ক্রীন আসছেনা অথবা যেই গেমটির Resolution কমাতে চান সেই গেইমটি ওপেন করুন এবার option বা settings থেকে graphics setting এ যান, এবার আপনার প্রয়োজন অনুযায়ী Resolution সেট করুন,  যেমন ( 800*600, 1024*768, 1280*768, ETC ) এবার Apply/ OK  করুন বের হয়ে আসুন এখন যদি আপনার গেইমটি ফুল স্ক্রীন আসে তবে তো হয়েই গেল কিন্তু ফুল স্ক্রীন না আসলে কি করবেন ?

আপনি যেই Resolution এ গেইমটি সেট  করেছিলেন সেটি মনে রাখুন ও গেইম টিকে এক্সিট করুন । আমি এখানে ধরে নিলাম আপনার ডিসপ্লের Resolution ( 1366*768 ) আর আপনি গেমের resolution দিয়েছেন 1024*768 তাহলে আপনাকে Screen Resolution settings এ যেতে হবে ( Desktop এ মাউসের উপর Right Button ক্লিক করে screen resolution এ যান ) এবার আপনি গেইমে যেই Resolution সেট করেছিলেন একই Resolution সেট করুন অর্থাৎ Game Resolution 1024*768 হলে Screen Resolution ও 1024*768 তে দিন apply করুন OK দিন ।

ব্যাস এবার গেইমটি ওপেন করুন দেখবেন গেইমটি ফুল স্ক্রীন এসেছে, কিন্তু সমস্যা তো একটা রয়েই গেল আপনার মনিটরের Screen resolution কি কমিয়েই রাখবেন ? না কোন দরকার নেই আবার গেইমটি এক্সিট করে Screen Resolution ঠিক করুন এবার আরামসে গেইম খেলতে থাকুন ফুল স্ক্রীনে !!!

টিউনটির মাধ্যমে যদি কেউ উপকৃত হন তাহলে কমেন্ট এর মাধ্যমে জানান দিয়েন ।

ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ।

Level 0

আমি tanvir222। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ইন্টেল এইচডি গ্রাফিক্স হলে CTRL+ALT+F11 চাপলে বেশির ভাগ গেমস ফুল স্ক্রিন হয়ে যাবে।

বুঝলাম… কিন্তু অনেক সময় গেমের রেসুলেসন (1366*768) দিলে গেম স্লো হয়… এই ক্ষেত্রে কি করনিও ।

Level 0

ভাই টিউনটি করেসি তো এই জন্যই যে গেইমের রেসুলেসন কমিয়ে দিয়ে কিভাবে ফুল স্ক্রীনে গেইম খেলা যায় । আপনি গেইমের রেজোলিউশান কমিয়েও Smoothly full স্ক্রীন এ যেকোনো গেইম খেলতে পারবেন আমার দেওয়া নিয়ম ফলো করে ।