ইউ.এস.বি পোর্ট enable/disabled কিভাবে করেবন।

বিসমিল্লাহ হির রাহমানির রাহিম

আজ আমি একটা ছোট্ট টিপ্স বিষয়ক টিউন করছি। মনে করেন আপনার পিসিতে একটা নতুন ইউজার/আপনার বন্ধু এসেছে, আপনি চান না যে সে আপনার পিসিতে কোন পেনড্রাইভ অথবা কোন বিমুভএবল ডিক্স প্রবেশ করুক। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে, কিভাবে আপনি আপনার পিসির ইউ.এস.বি পোর্ট ডিজেবল ও এনাবল করবেন। তবে আসুন শুরু করা যাক।

ডিজেবল করার নিয়ম:

  1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
  2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
  3. এই ঠিকানায় প্রবেশ করুন:
    HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
  4. রাইট প্যান থেকে  Start এ ডাবল ক্লিক করুন।
  5. ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে   প্রেস করুন।
  6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।

এনাবল করার নিয়ম:

  1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
  2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
  3. এই ঠিকানায় প্রবেশ করুন:
    HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
  4. রাইট প্যান থেকে  Start এ ডাবল ক্লিক করুন।
  5. ভ্যালু ডাটা বক্সে 3 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে   প্রেস করুন।
  6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।

আশা ট্রিকসটি  আপনাদের যেকোন সময় কাজে লাগতে পারে।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাল টিপস এ ধরণের আরো পোস্ট করবেন আশা করি,ধন্যবাদ।

    ধন্যবাদ। আপনি কি রাজ ভাই?

    Level New

    জ্বী ভাই আমি রাজ কিভাবে যেন আমার নাম বদল হয়ে ইমেইল আইডিটা নামের জায়গায় চলে আসছে আমি নিজেও জানিনা কেউ হয়তো করে দিয়েছে
    এনিয়ে আমার কোন মাথা ব্যথা নেই।আর ভাল কথা আপনি অথবা অন্য কেউ আরেকটা টিপস দিয়ে হেল্প করতে পারবেন তাহল>আমার নিজের পেন ড্রাইভ যাতে অন্য কেউ আমার অনুমতি ছাড়া তার পিসিতে ব্যবহার করতে না পারে অর্থাৎ আমি পাসোয়ার্ড প্রটেক্ট করতে চাই।আপনাকে সহ সবাইকে
    অগ্রিম ধন্যবাদ।

খুব খুব ভালো টিউন। আশা রাখি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো ভাল ভাল টিউন পাব। ধন্যবাদ………

    ইনশায়াল্লাহ্ দোয়া করবেন।

Thanks শোয়েব for this nice tune.

খুব সুন্দর টিউন

বন্ধুকে বলব, বন্ধু কি পেন ড্রাইভ নিয়া আসছ? তোমার পেন ড্রাইভ তো নষ্ট !!!! দেখনা তোমার পেন ড্রাইভ আমার কম্পিউটার এ কাজ করছে না ?

অনেক কৃতজ্ঞ। ( ধন্যবাদ এর সমার্থক শব্দ খুজে পেয়েছি)

    ঠিক বুদ্ধি। আপনার বন্ধু যদি টেকটিউনের সদস্য হয় তাহলে?

    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্য ভাই আপনার মন্তব্যগুলো খুব সুন্দর। আপনার নামটা জানার খুব ইচ্ছা ছিল।

    Level 0

    ওটাই খারাপ কি!!!!!!!!!!!!

Level 0

শোয়ব ভাই আপনার টিউনটা আসাধান হয়েছে।

    অনেক ধন্যবাদ আপনাকে।

শোয়েব ভাই আপনাকে অনেক ধন্যবাদ।সুন্দর টিউন।

    সনজিত ভাই, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

simple But important …… keep going

    ধন্যবাদ টিনটিন ভাই, আমি আমার টিউন চালিয়ে যাব ইনশায়াল্লাহ।

সুন্দর সুন্দর খুব সুন্দর টিপস ধন্যবাদ ছোট ভাই।

    বড় ভাই আপনাকেও ধন্যবাদ ।

সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ।

খুব সুন্দর টিউন

ভাল টিউন।ধন্যবাদ।

অনেক ভাল হয়েছে তবে……
My Computer Properties এ গিয়ে Hardware Tab এ Click করবেন এরপর Device Manager Click করলে সেখানে Universal Serial Bus দেখবেন এরপর ৪নং USB root hub টি Disable করলে কোন Pen drive কাজ করবেনা।

    ভাই, আপনার সাথে আমি একমত । এইটিই সবচেয়ে ইজি 🙂

    Level 0

    আমিও একম…।।তবে টিউনারেরটা ও আরেকটা পদ্ধতি

    আপনাদের সবাইকে ধন্যবাদ, টিউনটি নিয়ে সমালোচনা করার জন্য।

Level 0

খুব সুন্দর টিউন