ইংরেজি তে দুর্বল? গ্রামাটিকেল ভুলের ভয়ে ইংরেজি লিখতে ভয় পান? নিয়ে নিন মারাত্মক সমাধান সাথে ফ্রী ভয়ংকর টিপস!

মাতৃভাষা বাংলা। অথচ বাংলাই ঠিক মত বলতে, লিখতে পারি না। সে জায়গায় সেই দূরদেশের ইংরেজি না পারাটাই স্বাভাবিক। হোক সে আন্তর্জাতিক ভাষা। জন্মের পর থেকে বাংলায় কথা বলি, বাংলায় শুনি, বাংলায় লিখি। ইংরেজি অত ভাল পারবো কি করে? আজকাল তো ইংরেজ রাই ঠিক মত ইংরেজি বলতে পারে না। আর আমরা তো... স্কুল কলেজে পড়েই কি ইংরেজি ভাল পারা যায় নাকি? আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা! মাস্টার্স পাশ করা একজন ছাত্র ও ২ লাইন ঠিক মত ইংরেজি বকতে পারে না। আর আজকাল কিছু ইংরেজ মাধ্যমে পড়ুয়া ছাত্র ছাত্রি আছে, যারা এত মাত্রায় ইংরেজি বকে যে ঠিক মত বাংলা বকা টাই ভুলে যায়! দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে প্রায় ৩০ ভাগ শিক্ষিত লোক আছে যারা মোটামোটি ঠিকঠাক ইংরেজি বকতে পারবে। বাকি ৭০ ভাগ শিক্ষিত হলেও, ইংরেজির বেলায় কচু!

আমাদের কথা কি বলবো? শুধু আমরা না তো, বিশ্বের অনেক উন্নত দেশের লোকেরাও ভাল ইংরেজি বলতে পারে না। হাতে গোনা কিছু লোক আছে দুর্বার ইংরেজি বকে! ইংরেজি না পারা বা ইংরেজি তে দুর্বল হওয়াটা খুবি স্বাভাবিক। এতে মন খারাপ করা বা ভেঙ্গে পরার কোন কারন নেই।

এতক্ষণ কথাগুলো লিখার কারন হচ্ছে সান্তনা দেয়া। আসলে অনেকেই ইংরেজি না পারায় নিজেকে অনেক ছোট মনে করে, ভেঙ্গে পরে। তাদের মনে সান্তনা যোগানোর জন্যই এই বকবকানি। সান্তনা তো দিলাম, এবার সাহস দিবে কে? উপায় নেই, এটাও আমাকে করতে হবে।

আসলে ইংরেজি কে আমরা যতটা কঠিন মনে করি, ততটা কঠিন ইংরেজি না। ইংরেজি ভয় করলেই ইংরেজি কঠিন! আমি ছোট থেকেই ইংরেজি কে ভয় করি না। তাই কখনোই ইংরেজি আমার কাছে কঠিন মনে হয় নি, আর এখন পর্যন্ত ইংরেজি তে ভালো আছি মাশাল্লাহ! আমি অনেক ভাল ইংরেজি পারি তা বলছি না! তবে অতটা খারাপ ও পারি না! ভুল আমারো হয়। হওয়াটাই স্বাভাবিক। আর সেই ছোট খাটো ভুল শুধরানোর উপায় নিয়েই আজকের টিউন। সাথে থাকবে সহজে ইংরেজি শেখার টিপস, ইংরেজির ভয়কে দূর করার টিপস, আরো অনেক কিছু! আর এসবই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তাহলে চলুন নেমে পড়ি ইংরেজি শিকারে!

অনলাইনে ইংরেজি গ্রামার ভুল সংশোধন (মারাত্মক সমাধান)

হ্যা! আপনার লেখায় কি কি ইংরেজি গ্রামাটিকেল ভুল আছে সেগুলো ধরিয়ে দিতে আর সংশোধন করতে রয়েছে অনলাইন টুল। এসব টুল খুব নিখুঁত (খুব বেশি নিখুঁত না 😛 ) ভাবে আপনার গ্রামাটিকেল ভুল গুলো ধরিয়ে দিবে। তবে ভাইবেন না, এটা একজন মানুষের মত আপনার সব ভুল ধরিয়ে ঠিক করে দিবে! এটা সম্ভাব্য ভুল গুলো বলে দিবে, সেটা আসলেই ভুল কিনা আপনার বুঝে ঠিক করে নিতে হবে। ঠিক করার ক্ষেত্রে টুল টি সাজেশন দিবে। বুঝতেই পারছেন, আপনি এর সাহায্যে শুধু খুটিনাটি ইংরেজির ভুল গুলো ঠিক করতে পারবেন। আর ভুল ঠিক করতে করতেই অনেক কিছু শেখা হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেই টুল গুলোঃ

spellcheckplus.com

এটা আমার প্রিয় টুল। আমি সবসময় এটাই ব্যবহার করি। ব্যবহার করতে সহজ, মোটামোটি ভাল কাজ করে! এর সমন্ধে বিস্তারিত লিখলাম না, আশা করি কাজ করতে পারবেন।

spellchecker.net/spellcheck

grammarcheck.me

spellcheckonline.com

grammarcheck.net/editor

টুল তো গেল, কিন্তু টুল এর উপর আর কতটুকু ভরসা করা যায়? নিজে তো কিছু শিখতে হবে নাকি? তাহলে চলুন ইংরেজি শেখার কিছু টিপস জেনে নেয়া যাক। এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর ব্যক্তিগত মতামত।

ইংরেজির ভূত! তারাবেন যেভাবে

ইংরেজিতে দুর্বল হওয়া বা ইংরেজি না পারার প্রধান ও বিশেষ এবং আন্তর্জাতিক কারন হল ইংরেজির ভূত। এই ভূত এর ভয়েই অনেকে ইংরেজি পারে না, বা ইংরেজি তে দুর্বল হয়। আসলে এটা মনের ভয় ছাড়া কিছুই না! আমি আগেও বলেছি, ইংরেজি কে আমরা যতটা কঠিন মনে করি ইংরেজি বেচারা ততটা নিষ্ঠুর কঠিন না। নিজ থেকেই নিজের মনকে বুঝিয়ে নিতে হবে। মন থেকে ইংরেজি কে ভালবাসতে হবে। তাহলে ধীরে ধীরে ইংরেজির ভূত আপনার থেকে দূর হয়ে যাবে। ইংরেজি থেকে যতই দূরে সরবেন, যতই ঘৃণা করবেন ইংরেজির ভূত ততই আপনাকে ছিরে ছিরে খাবে। এর চেয়ে ভাল বরং ইংরেজি কে ভালবাসুন, ইংরেজির কাছাকাছি থাকুন। ইংরেজির ভয় আপনা আপনি মন থেকে চলে যাবে।

ইংরেজি শেখার সেরা উপায়?

আমি জানি এটা নিয়ে দ্বিমত আছে। একেক জনের একেক পছন্দ বা মন্তব্য! কেও বলবে স্কুল কলেজের বই পরলেই ইংরেজি ভাল পারা যায় (বিশেষ করে স্কুল কলেজের শিক্ষক রা 😛 ) কেও বলবে ইংরেজি তে মাস্টার্স করলে ভাল ইংরেজি পারা যায়। কেও বলবে IELTS করতে, কেও বলবে বিদেশে উচ্চ শিক্ষা নিতে। কেও বলবে দরবেশ বাবার পরা পানি খেতে। আসলে মানুশ ভেদে মতের ভিন্নতা।

তবে আমার মতে ইংরেজি শেখার সেরা উপায় হচ্ছে "নিজে শেখা" জানি এটা শুনে ইতি মদ্ধেই হাওকাও লেগে গেছে। নিজে কিভাবে শিখে? শিক্ষক ছাড়া ইংরেজি শেখা যায় নাকি? আরো কত কি... আসলে ব্যপার টা এইরকম- নিজে শেখা মানে নিজের ইচ্ছায় শেখা। শিক্ষক, বই, ইত্যাদির সাহায্য অবশ্যই নিবেন। তবে অবশ্যই স্বেচ্ছায় শেখার জন্য। কারো জোর জবরদস্তি বা কোন শখের করাতে পরে নয়। ইংরেজি পরিক্ষায় পাস করার জন্য নয়, জীবনে পাস করার জন্য শিখুন। তাহলেই ইংরেজি শিখতে পারবেন।

ইংরেজি শেখার ভয়ংকর টিপস

আসলেই ইংরেজি শিখতে চান? স্বেচ্ছায় তো? নাকি স্যার, বাবা-মার জোরে? ঠিক আছে, স্বেচ্ছায় যেহেতু শিখতে চান তাহলে কিছু টিপস নিয়ে নেনঃ

  • নিয়মিত ইংরেজি পেচাল পারুন। ভুল হোক, আর ঠিক হোক। ফাও পেচাল পারতে থাকেন।
  • লজ্জা শরম সব সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে নেন। কারণ ইংরেজি শিখতে চাইলে লজ্জা শরম এর মাথা খেতে হয়। রোজা রমজানের দিনে মাথা খাওয়ার চেয়ে ধুয়ে ফেলা ভাল।
  • বন্ধু, বান্ধবী, বাবা-মা, শিক্ষক, আত্মীয়, অচেনা পথিক, ছোট ভাই, বড় ভাই সবার থেকে নির্দ্বিধায় সাহায্য নিন। যেকোনো সমস্যায় তাদের প্রশ্ন করুন। (অবশ্যই যে ইংরেজি তে ভাল তাকে প্রশ্ন করবেন, নয়তো অনন্ত জলিল হয়ে যেতে পারেন)
  • বন্ধুদের সাথে যত পারবেন ইংরেজিতে বকবকাবেন, কারণ এদের সাথে ভুল করলেও সমস্যা নেই। বন্ধু বান্ধবের কাছে সাত খুন মাফ! এছাড়া আমার জানামতে একমাত্র বন্ধুদের কাছেই আমাদের লজ্জা বলে কিছু নেই। সুতরাং...
  • নিয়মিত ইংরেজি পত্রিকা পরুন। অনলাইনে হোক আর অফলাইনে। কিচ্ছু বুঝেন নাহ? বুঝার দরকার নাই, মনে করেন কোন এক ২ বছরের বাচ্চা পেন্সিল দিয়া দাগাদাগি করছে। চোখ বুলায় জান। (একদিন না একদিন, একটা না একটা পরিচিত শব্দ চোখে পরবে আর সে থেকেই আগ্রহ বারবে)
  • নিয়মিত ইংরেজি চলচিত্র দেখুন। ইচ্ছা না থাকলেও দেখতে হবে, কিছু করার নাই। তবে সুবিধার্তে একটু বাছাই করে সুশীল চলচিত্র দেখতে পারেন।
  • বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান গুলো দেখুন। যেমনঃ Man VS Wild (আসলে, মানুষ বনাম পোকা), Worst case scenario, ইত্যাদি আরো মজাদার অনুষ্ঠান।
  • ইংরেজ বক্তাদের কথা শুনুন। কিচ্ছু বুঝেন নাহ? সমস্যা নাই, শুনতে থাকেন। মনে করেন ২ বছরের বাচ্চা হাওমাও কইরা কথা বলা শিখতেছে। শুনতে শুনতে নিজেই বোঝা শুরু করবেন। যেমন একজন মা তার সন্তানের আধো আধো কথাই পুরো বুঝতে পারেন অন্য কেও বুঝতে না পারলেও।
  • ইংরেজিতে যখন একটি বক্তব্য শুনবেন সাথে সাথেই সেটা মনে মনে আওড়াতে থাকুন। এবং ভাবুন এটা কেমন বক্তব্য? কোন সময়ে এটা প্রয়োগ করা যায়? ওইরকম একটা সুযোগ বুঝে বক্তব্য টা ছুঁড়ে মারুন। একটু হিট বক্তব্য হলে নিশ্চিত আপনার আশে পাশের লোকজন (সম্ভবত বন্ধু বান্ধব) আপনার দিকে হেলিকপ্টার এর মত তাকাবে! মানে কয়েক মিনিটের জন্য অন্তত আপনি হিরো 😉
  • টুকটাক বই, ডিকশনারি পড়াশোনা করুন। প্রতিদিন একটু একটু ইংরেজি শব্দ, বাক্য শিখতে থাকুন। আর যাই শিখবেন সেটা পরদিনই যে করেই হোক বাস্তব জীবনে প্রয়োগ করবেন।

মোশাররফ করিম এর একটা নাটক আছে, ঠিক মনে পড়তেছে না। সম্ভবত হাউজফুল এ মোশাররফ করিম ইংরেজি শিখতে চায়। যারা নাটক টা দেখেছেন, তারা হয়তো বুঝতে পারছেন 😀 অনেকটা তার মতই বেহায়া হতে হবে ইংরেজি শিখতে হলে। যদিও নাটকে তার চরিত্র কে অনেকটা জোকার হিসেবে দেখিয়েছে, তবে ইংরেজি শেখার ক্ষেত্রে তার আচরনই ঠিক 😀

আরো অনেক টিপস হয়তো আছে, কিন্তু ডুব দিয়ে আছে, সাতার কাটতেছে নাহ :/ দেখি ভেসে উঠলে জানিয়ে দিবো। আর আপনার জানা কোন টিপস থাকলে টিউমেন্ট এর ঘর আপনার জন্য খালি পরে আছে, হুটহাট টাইপ করে ধুপধাপ পোস্ট করে দিন।

আপনার ইংরেজি শেখার অভিযানে শুভকামনা! (y)

টিউনটা মজাদার করার জন্য অনেক ধরনের ভাষা, অনেক উদাহরণ, অনেকের নাম ইত্যাদি ব্যবহার করেছি। আশা করি কেও ব্যক্তিগত ভাবে নিবেন না। অজান্তে কাওকে আঘাত দিয়ে থাকলে দুঃখিত।


:arrow: নিয়মিত আমার টিউনের আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » কম্পিউটার লাভার (ক্লিক করে আপনার ইমেইল দিন এবং ইমেইল থেকে ভেরিফাই করুন)

কম্পিউটার লাভার (রাকিবুল হাসান)

আমার টিউনার পাতা

ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল লিখছেন। ধন্যবাদ।

মনে হলো এই পোস্ট টি আমার জন্য। ভাই লেখাটা পরে খুব মজা পাইছি। image গুলো দারুন দিছেন। একটি টিউটোরিয়াল টাইপের টিউনে যে এভাবে পান্স মারা যায় এই টিউন টি না পরলে জানা যেত না। ধন্যবাদ।

    @চেস্টায় সাইদ: 😀 চেষ্টা করলাম টিউন এ একটু ভিন্ন ধরনের স্বাদ দিতে আরকি 😉 ধন্যবাদ সময় নিয়ে টিউনটি পড়ার জন্য আর মুল্যবান টিউমেন্ট করার জন্য।

Level 2

oneeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeek
sundor hoise……. ami jei quira, comment kori e na. tobe ai tune deikha r thakte parlam na.
keep it up bro………

Level 0

Excellant post Thanks for sharing.

Level New

One of Great tune seen by me. Rakib Vai, really you are genius. I’m so grateful to you for this essential tune. Thanks a lot.

Level 0

চমৎকার সেন্স অফ হিউমার তোমার!

Level 0

vai ekcilent hoicyyyy.,, mahel hoicyyy jocccc hoice

Level 0

দারুণ !!! ঠিক ঠাক মত আগাইতে পারলে কেল্লা ফতে।

Level 0

sundor sundor

এক কথাই অসাধারণ

সত্যি ভাই আপনার জবাব নেই……… চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ…।।

Level 0

চরম.…ভাই ওইটা মোশারফ ছিলো না,,ওইটা ছিলো সিদ্দিকুর রহমান আর নাটকটা ছিলো গ্র্যাজুয়েট..……এটাই তে আমার প্রথম কমেন্ট..……ধন্যবাদ.…

    @S.A Shuvo: ও আচ্ছা! আমার ঠিক মনে নাই। তবে যতদূর মনে পরছে হাউজফুল নাটকে মোশাররফ করীম এই কাজ করে 😛 আর একটা মোটু থাকে যে মোশাররফ এর দুশমন থাকে। কিন্তু সে ইংরেজি তে ভাল। মোশাররফ ইংরেজি শেখার জন্য দুশমনের কাছেও সরি বলে 😛 দারুন মজার নাটক টা! 😀 আর আমার টিউনে প্রথম টিউমেন্ট করার জন্য ধন্যবাদ!

Level 2

টিউনটা পড়ে খুবই মজা পাইলাম। আপনার কাছ থেকে আরও মজার মজার টিউন আশা করি।

Level 0

ভাই প্রতিদিন আপনার একটি করে টিউন চাই টিউনটি অনেক সুন্দর হয়েছে। আপনার প্রত্যেকটি টিউন খুব সুন্দর। ধন্যবাদ

    @Gorib: হাহাহা… প্রতিদিন তো টিউন করা সম্ভব না। তাও চেষ্টা করবো 😀 ধন্যবাদ, আপনার আগ্রহ দেখে অনুপ্রাণিত হোলাম 🙂

অনেক সুন্দর টিউন হয়েছে @ ধন্যবাদ কম্পিউটার লাভার ভাই

দারুন লিখেছ বস ! ইংরেজি আমি ৯০% বুঝি, লিখতেও পারি।
খালি কইতে গেলেই গলা বসে যায় :/

যাহোক টিপসগুলা ফলো করব 🙂
আর হ্যা, আমি লক্ষ্য করেছি তুমি “র” আর “ড়” এর মধ্যে অনেকজায়গায় গন্ডগল কর। যেমনঃ “পড়া” কে “পরা” লিখ। এরকম ভুল গুলা আশা করি এড়িয়ে চলবে। 🙂

    @সাইফুল ইসলাম: হাহা… আর বইলেন না ভাই! খাতা কলমে লিখতে গেলে ঠিক থাকে। কিন্তু অভ্র তে লিখতে গেলে কেন জানি এই দুইটা গণ্ডগোল লাগায় দেই :/

Level 0

চমৎকার পোষ্ট ! অনেক ধন্যবাদ ! 🙂

অসাধারণ লিখেছেন। ধন্যবাদ।

আমি সাইফুল ইসলাম ভাই এর মত।ENGLISH বুজতে পারি কিন্তু বলতে পারি না।

Level 0

চরম মজা পাইলাম আপনার পোষ্ট পড়ে । পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম ।

Level 0

Awesome post 🙂 Keep it up.

thanks a lot keep tuning…..:-)

Level 0

Very nice tune. Thanks.

Level 0

Great tune. Thanks a lot brother for share with us.

Level 0

bro amaro 1 tai problem english bujte pari kintu bolte pari na

    @shahedctg1: প্রায় সবারই এই সমস্যা! এর প্রধান কারণ ইংরেজি কম বলা। নিয়মিত ইংরেজি বলতে থাকুন। ঠিক হয়ে যাবে।

ইংরেজি উচ্চারন না করতে করতে প্রায় ভুলতে বসার অবস্থা।বুঝি কিন্তু বলতে গেলেই যত সমস্যা।ভাবছি একটা সফটওয়্যার গিলে খেয়ে ব্যাপারটা ঠিক করে ফেলবো।দারুন টিউনটির জন্য ধন্যবাদ।

ভাল লিখেছেন

ধন্যবাদ টিউনের জন্য, এই টিউনটার দরকার আমার মত অনেকের।

Level 0

ভাই, ভয়াবহ লিখছেন। ধন্যবাদ দিয়া ছোট করবো না।

    @Saiful: তাইলে উপরের এতো গুলা ধন্যবাদ কি আমারে ছোট করলো? 🙁 এমনিতেই আমি ছোট, আরো ছোট কইরা দিলো :'( 😛 ধন্যবাদ ভয়াবহ টিউমেন্ট এর জন্য 😀

Level 0

আমার জানা মত অসাধারণ একটি পোষ্ট, ধন্যবাদ।

Level 0

Thanks for a helpful post….

ভাই, এতো সুন্দর কথাগুলো দিলেন আমাদের জানিয়ে, তাহলে পরবর্তী টিউন করবেন আপনী কি দিয়ে । পড়তে পড়তে অনেক কিছুই হয়ে গেলো যানা , মনে হলো যেন সত্যিই আমি পেয়েগেছি আসল সোনা ।টেকটিউনস এর ভিজিটর হয়েও মিচ করবেন যারা, আমি মনেকরি ভিজিটর হিসেবে সত্যিই অভাগা তারা । যতোই বলি কথা নেইকো সোনায় খাঁদ , এতো সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ ।

Tune ti dekte ektu boro mone holeo, porte porte kokhon je shes hoe gelo bujte parchi na. Aro porte icche korche, Kintu ki korar? Thanx 4 ur nice post. We r w8 4 ur next post.

ভাই ওইটা মোশারফ করিম না, জাহিদ হাসানের Graduate নাটকের কথা আপনি বলছেন মনে হয়। :mrgreen:

চরিম টিউন। 😀

Thanks

জটিল হইছে ?

ভাই এত্তোগুলা চরমভাবে আর ফানি ভাবে কিভাবে লিখেন? 😛
আমারে শিখাইবেন না! 😛
আপনাকে এত্তোগুলা শুভকামনা,ঈদ ভাল কাটুক 😀

Level 2

ভাই আপনার টিউনটা পড়ে অনেক মজা পাইলাম। এভাবে সুন্দর সুন্দর টিউন আপনার কাছে থেকে আশা করি। আপনার কাছে কি অনলাইনে টিভি দেখার কোন সফটওয়্যার আছে? থাকলে শেয়ার করবেন প্লিজ।