“Task Manager has been disable by the Administrator” সমস্যা হতে সমাধান।

প্রিয় টেকটিউনের সদস্যরা আশা করি ভাল আছেন।

আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি তারা প্রায় সবাই এই ম্যাসেজটির সম্মুখীন হয়ে থাকি। Task Manager has been disable by the Administrator। এই সমস্যা হতে সমাধানের উপায় নিম্নে ধারাবাহিক ভাবে দেয়া হল।

ক. প্রথমে রান এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিই।

খ. তার পর যে গ্রুপ পলিসির উইন্ডোটি আসবে  User Configuration এ ক্লিক করতে হবে।

গ. সেখান হতে Administrative Template এ ক্লিক করতে হবে।

ঘ.  সেখান হতে System এ ক্লিক করতে হবে।

ঙ. System এ ক্লিক করার পর ডান পাশে যে উইন্ডোটি আসবে সেখান হতে Ctrl+Alt+Del Option এ ডাবল ক্লিক করতে হবে।

চ. এর পর Remove Task Manager এ ডাবল ক্লিক করতে হবে।

ছ. সেখান হতে Not Configured এর বদলে Disable এ ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে।

আশা করি আপনার টাষ্ক ম্যানেজারটি চালু হয়ে যাবে।

দু:খিত কোন প্রকার স্ক্রিন শট না দেওয়ার কারনে । কারন এখানে কারেন্ট থাকে খুব কম। তাই খুব দ্রুত টিউনটি করতে হলো। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। এবং তা মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন।

বি: দ্র: এখানে একটা কথা বলে দেওয়া ভালো যে উপরের সমস্যা হতে সমাধানের জন্য আপনি ইচ্ছে করনে ট্রোজেন রিমোভারও ব্যবহার করতে পারেন।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধ্যনবাদ রাকিব ভাই আমার এই সমস্যাটা আছিল কাজ হইছে

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য।

তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ রাকিবুল ভাই সুন্দর একটা টিপস শেয়ার করার জন্য ।

Level 0

ভাল হয়েছে 🙂 ধন্যবাদ 😀

ভাইয়েরা এতদিন শুধু দেখেছি আজ হতে কিছু শেয়ার করব।
রাকিবুল ভাইয়ের পদ্ধতিটা আমার কাছে একটু কঠিন মনে হল। তাই আমি আপনাদের সাথে আরও একটা পদ্ধতিতে সমাধানের কথা বলবো।
Click start >click Run > REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f

তারপর ENTER। আশা করি সহজ লাগলো।

আপনাকে অনেক ধন্যবাদ জানানোর জন্য