PDF ফাইল এর পাসওয়ার্ড রিমুভ করুন অনলাইনে ।

আপনি একটি PDF ফাইল ডাউনলোড করলেন কিন্তু পরে দেখলেন যে এটি প্রটেক্টেড । আপনি ফাইল রিড করতে পারছেন কিন্তু কোন কিছু কপি, এডিট বা কোন পেজ ডিলিট করতে পারতেছেন না । আমার যেমনটি হয়েছিল । ভার্সিটির একটি রিপোর্ট তৈরি করার জন্য আমি একটি PDF ফাইল ডাউনলোড করি , কিন্তু পরে দেখি আমি এটি কপিও করতে পারছি না প্রিন্টও করতে পারছি না । পরে আর কি গুগল মামার শরণাপন্ন হলাম । অনেক খোজাখোজি করে দুইটি ভাল অনলাইন সাইট পেলাম আর কিছু সফটওয়্যার ।

আজ সাইট দুইটি দিয়ে কিভাবে PDF ফাইল এর পাসওয়ার্ড রিমুভ করা যায় তা দেখাচ্ছি  ।

সাইট দুটি হল

http://online2pdf.com

http://www.pdfunlock.com

প্রথম সাইট (online 2 pdf)  টি তে যান নিচে দেখানো পদ্ধতি অনুসরন করুন,

Browse বাটনে ক্লিক করে আপনার PDF ফাইল টি দেখিয়ে দিন, তারপর নিচে convert বাটনে ক্লিক করুন ।

এখন নতুন আনলক ফাইল টি অটোমেটিক ডাউনলোড হবে ।

OR,

দ্বিতীয় সাইট (pdfunlock) টিতে যান নিচে দেখানো   পদ্ধতি অনুসরন করুন,

My computer এ ক্লিক করে ফাইল টি সিলেক্ট করুন তারপর Unlock বাটনে ক্লিক করুন । আপনার নতুন Unlock করা ফাইল টি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে ।

যদি এই পদ্দতিতে পাসওয়ার্ড  রিমুভ না হই তাহলে কম্মেন্টস এ জানাবেন, আমি সফটওয়্যার এর সাহায্যে কিভাবে পাসওয়ার্ড  রিমুভ করা যাই তা নিয়ে একটি টিউন করব ।

সবাইকে ধন্যবাদ ।

Level New

আমি BURN THE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার দেওয়া দুটি সাইটের কোনটিতেই পাসওয়ার্ড রিমুভ করে pdf ফাইল খোলেনি। Screen Shot এখানে দেখানোর সুযোগ থাকলে দেখাতাম। আমার মনে হয় কারা এই pdf ফাইলটিকে পাসওয়ার্ড প্রটেক্ট করছে সেটা একটা বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টরের উপর নির্ভর করছে pdf ফাইলটা পাসওয়ার্ড রিমুভ হবে কি হবে না।

আপনার ফাইল এ কি টাইপ এর security দেয়া আছে একটু বলবেন কি । আপনি কি কি করতে পারছেন না আমাকে বলেন @ writerbuddha

ধন্যবাদ ভাই। কাজ হয়েছে।

Level 0

rar file password remove korar way janle bolben

Level New

writerbuddha ভাই এর সাথে একমত……….
আপনার দেওয়া দুটি সাইটের কোনটিতেই পাসওয়ার্ড রিমুভ করে pdf ফাইল খোলেনি। Screen Shot এখানে দেখানোর সুযোগ থাকলে দেখাতাম। আমার মনে হয় কারা এই pdf ফাইলটিকে পাসওয়ার্ড প্রটেক্ট করছে সেটা একটা বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টরের উপর নির্ভর করছে pdf ফাইলটা পাসওয়ার্ড রিমুভ হবে কি হবে না।
আমার ফাইলটা শুধু সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দেওয়া তাই খোলেনি।
ভাই টিউন করার আগে নিজে চেক করে দেখবেন……….হয়রানি করবেন না।

Level New

কোন কাজ হয়না এই ……………………..

টিউনে লক্ষ করুন-আপনি ফাইল রিড করতে পারছেন কিন্তু কোন কিছু কপি, এডিট বা কোন পেজ ডিলিট করতে পারতেছেন না ।
তার মানে আপনার ফাইল টি অপেন করতে কোন পাসওয়ার্ড লাগে না । এমন ফাইল এর পাস রিমুভ করতে করতে পারবেন । আগে টিউন টি লক্ষ করুন তারপর ট্রাই করুন @ azad Rahman

আপনার কাজ হয়েছে জেনে ভাল লাগল @ রুবেল

@BURN THE WORLD “আপনার ফাইল টি অপেন করতে কোন পাসওয়ার্ড লাগে না । এমন ফাইল এর পাস রিমুভ করতে করতে পারবেন” যে ফাইল ওপেন করতে পাসওয়ার্ড লাগে না সেই ফাইলের পাসওয়ার্ড কোথায় পাবেন? বিস্তারিত ভাবে সঠিক ভাবে সহজ করে লিখুন নাহলে আপনার কথার মাথামুণ্ডু কেউ বুঝবে না। আমার ফাইলে কি টাইপের seurity দেওয়া আছে সেটা আমি কিভাবে জানবো কারণ ফাইলটাতো আমি বানাইনি। এখানে আপনার করার খুব সম্ভবত কিছুই নেই কারণ সাইটা দুটো আপনি বানান নি। যারা বানিয়েছে তারা পরের আপগ্রেডে এটা ঠিক করলেও করতে পারে।

Level New

আমার মনে হয় টিউনার মার খেয়ে টাল হয়ে আছে। আপনার কাজ হয়ছে screen Short সহ টিউন করেন।

@ writerbuddha আপনি ফাইলে কি টাইপের seurity দেওয়া আছে সেটা জানতে ফাইল টি Acrobat reader এ অপেন করে seurity তে ক্লিক করুন । যদি ইন্টারনাল seurity প্রটেক্টেড থাকে তাহলে আপনি ওই ফাইল কপি,এডিট বা প্রিন্ট করতে পারবেন না । সেই পাসওয়ার্ড আপনি ক্রেক করতে পারবেন এ পদ্ধতি তে ।

@ azad Rahman টেক টিউন্স এ টিউন করার জন্য আমরা কোন বেতন পায় না । কস্ট করে টিউন করি আপনাদের জন্য যদি কাজ না হয় সেটা জানাবেন, চেস্টা করব solve করার জন্য । ভদ্র ভাষায় কমেটস করবেন প্লিজ ।